মনিরামপুর (যশোর) প্রতিনিধি

যশোরের মনিরামপুরের ডুমুরখালী সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ে নরসুন্দর ডেকে কয়েকজন শিক্ষার্থীর চুল কেটে দিয়েছেন প্রধান শিক্ষক। আজ বুধবার বিদ্যালয় চলাকালে ঘটনাটি ঘটেছে। এ নিয়ে একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।
ফেসবুকে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, একজন নরসুন্দরকে বিদ্যালয় চত্বরে চেয়ারে বসিয়ে একজন ছাত্রের চুল কাটানো হচ্ছে। পাশে লাঠি হাতে একজন শিক্ষক চেয়ার পেতে বসে রয়েছেন। পাশে দাঁড়িয়ে আছেন বিদ্যালয়ের একজন কর্মচারীসহ কয়েক ছাত্র।
ডুমুরখালী মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সেলিম রেজা বলছেন, ‘ছাত্রদের অনেক দিন ধরে চুল কেটে আসতে বলছি। তারা কথা শুনছে না। তা ছাড়া অনেক গরিব ছাত্র রয়েছে। এ জন্য বিদ্যালয়ে নরসুন্দর ডেকে বিভিন্ন শ্রেণির ১০ জন ছাত্রের চুল কেটে দেওয়া হয়েছে। এ কাজে নরসুন্দরকে ৫০০ টাকা পারিশ্রমিক দেওয়া হয়েছে।’
ভারপ্রাপ্ত এ প্রধান শিক্ষক দাবি করেন, ছাত্ররা আনন্দের সঙ্গে চুল কাটিয়েছে। তাদের বা অভিভাবকদের এ বিষয়ে কোনো অভিযোগ নেই। এলাকাবাসী এতে খুশি।
যদিও এ বিষয়ে কোনো ছাত্র বা তাদের অভিভাবকের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
বিদ্যালয়ের সভাপতি মাসুদ রানা বলেন, ‘স্কুলের বেশির ভাগ শিক্ষার্থী দরিদ্র পরিবারের। প্রধান শিক্ষক আমার সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছেন। পরে স্থানীয় বাজারের নরসুন্দরকে ডেকে কয়েকজন ছাত্রের চুল কাটার ব্যবস্থা করা হয়েছে। আমি নরসুন্দরের পারিশ্রমিক ৫০০ টাকা পরিশোধ করেছি।’
এদিকে বিদ্যালয় চত্বরে নরসুন্দর ডেকে ছাত্রদের চুল কেটে দেওয়ার ছবি ফেসবুকে ভাইরাল হওয়ার পর অনেকে তাতে মন্তব্য করেছেন। এস এম তৌহিদুর রহমান নামের একজন লিখেছেন, ‘ধন্যবাদ, শিক্ষা খাতে একটা মহৎ কাজ উপহার দেওয়ার জন্য।’
আবু বক্কর সিদ্দিক নামের আরেকজন লেখেন, ‘সভাপতিসহ প্রতিষ্ঠানের সবাইকে ধন্যবাদ জানাই।’
আমির হোসেন নামের একজন লিখেছেন, ‘কাজটা প্রশংসার দাবিদার। তবে বিষয়টি অভিভাবকেরা কীভাবে নেবেন, সেটা দেখার বিষয়।’
বিদ্যালয়ে নরসুন্দর ডেকে ছাত্রদের চুল কেটে দেওয়ার বিষয়ে আবার কেউ কেউ বলছেন, প্রধান শিক্ষক বিদ্যালয়ে নরসুন্দর না ডেকে ছাত্রদের নরসুন্দরের দোকানে পাঠিয়ে চুল কাটার ব্যবস্থা করতে পারতেন।
মনিরামপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা দপ্তরের একাডেমিক সুপারভাইজার মাসুদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, বিদ্যালয়ে নরসুন্দর ডেকে ছাত্রদের চুল কাটার বিষয়টি ছাত্ররা ভালোভাবে নিলে কাজটা ভালো। আর জোর করে করালে তিনি ঠিক করেননি। বিষয়টি তদন্ত করে দেখতে হবে।

যশোরের মনিরামপুরের ডুমুরখালী সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ে নরসুন্দর ডেকে কয়েকজন শিক্ষার্থীর চুল কেটে দিয়েছেন প্রধান শিক্ষক। আজ বুধবার বিদ্যালয় চলাকালে ঘটনাটি ঘটেছে। এ নিয়ে একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।
ফেসবুকে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, একজন নরসুন্দরকে বিদ্যালয় চত্বরে চেয়ারে বসিয়ে একজন ছাত্রের চুল কাটানো হচ্ছে। পাশে লাঠি হাতে একজন শিক্ষক চেয়ার পেতে বসে রয়েছেন। পাশে দাঁড়িয়ে আছেন বিদ্যালয়ের একজন কর্মচারীসহ কয়েক ছাত্র।
ডুমুরখালী মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সেলিম রেজা বলছেন, ‘ছাত্রদের অনেক দিন ধরে চুল কেটে আসতে বলছি। তারা কথা শুনছে না। তা ছাড়া অনেক গরিব ছাত্র রয়েছে। এ জন্য বিদ্যালয়ে নরসুন্দর ডেকে বিভিন্ন শ্রেণির ১০ জন ছাত্রের চুল কেটে দেওয়া হয়েছে। এ কাজে নরসুন্দরকে ৫০০ টাকা পারিশ্রমিক দেওয়া হয়েছে।’
ভারপ্রাপ্ত এ প্রধান শিক্ষক দাবি করেন, ছাত্ররা আনন্দের সঙ্গে চুল কাটিয়েছে। তাদের বা অভিভাবকদের এ বিষয়ে কোনো অভিযোগ নেই। এলাকাবাসী এতে খুশি।
যদিও এ বিষয়ে কোনো ছাত্র বা তাদের অভিভাবকের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
বিদ্যালয়ের সভাপতি মাসুদ রানা বলেন, ‘স্কুলের বেশির ভাগ শিক্ষার্থী দরিদ্র পরিবারের। প্রধান শিক্ষক আমার সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছেন। পরে স্থানীয় বাজারের নরসুন্দরকে ডেকে কয়েকজন ছাত্রের চুল কাটার ব্যবস্থা করা হয়েছে। আমি নরসুন্দরের পারিশ্রমিক ৫০০ টাকা পরিশোধ করেছি।’
এদিকে বিদ্যালয় চত্বরে নরসুন্দর ডেকে ছাত্রদের চুল কেটে দেওয়ার ছবি ফেসবুকে ভাইরাল হওয়ার পর অনেকে তাতে মন্তব্য করেছেন। এস এম তৌহিদুর রহমান নামের একজন লিখেছেন, ‘ধন্যবাদ, শিক্ষা খাতে একটা মহৎ কাজ উপহার দেওয়ার জন্য।’
আবু বক্কর সিদ্দিক নামের আরেকজন লেখেন, ‘সভাপতিসহ প্রতিষ্ঠানের সবাইকে ধন্যবাদ জানাই।’
আমির হোসেন নামের একজন লিখেছেন, ‘কাজটা প্রশংসার দাবিদার। তবে বিষয়টি অভিভাবকেরা কীভাবে নেবেন, সেটা দেখার বিষয়।’
বিদ্যালয়ে নরসুন্দর ডেকে ছাত্রদের চুল কেটে দেওয়ার বিষয়ে আবার কেউ কেউ বলছেন, প্রধান শিক্ষক বিদ্যালয়ে নরসুন্দর না ডেকে ছাত্রদের নরসুন্দরের দোকানে পাঠিয়ে চুল কাটার ব্যবস্থা করতে পারতেন।
মনিরামপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা দপ্তরের একাডেমিক সুপারভাইজার মাসুদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, বিদ্যালয়ে নরসুন্দর ডেকে ছাত্রদের চুল কাটার বিষয়টি ছাত্ররা ভালোভাবে নিলে কাজটা ভালো। আর জোর করে করালে তিনি ঠিক করেননি। বিষয়টি তদন্ত করে দেখতে হবে।

রোববার সন্ধ্যায় মেহেদী গোবরা থেকে মোটরসাইকেলযোগে শহরের বাসায় ফেরার পথে চিত্রা নদীর এসএম সুলতান সেতু এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যানকে ধাক্কা দেয়।
১ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনে (তেজগাঁও এলাকা) রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে ‘তিন সাইফুলের’ উপস্থিতি ভোটের মাঠে বাড়তি কৌতূহল তৈরি করেছে। তাঁরা হলেন—দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাইফুল
৬ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় সর্বোচ্চ খরচের পরিকল্পনা করেছেন বিএনপির আলী আসগর লবী। আর জেলায় সবচেয়ে কম বাজেট একই দলের আরেক প্রার্থী রকিবুল ইসলাম বকুলের। হলফনামায় ছয়টি আসনের প্রার্থীদের অধিকাংশই নিজস্ব আয়ের পাশাপাশি স্বজনদের কাছ থেকে ধার ও অনুদান নিয়ে এই ব্যয় মেটানোর কথা জানিয়েছেন।
৬ ঘণ্টা আগে
পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
৭ ঘণ্টা আগে