
সাতক্ষীরার তালা উপজেলার কুটিঘাটায় কৃষিমেলার নামে চলছে অশ্লীল নাচ ও জুয়ার আসর। নেই কৃষিমেলাসংশ্লিষ্ট কোনো স্টল বা পণ্য। যাত্রাপালা ও পুতুলনাচের মেয়েরা অশ্লীল নৃত্য পরিবেশন করছেন। প্রতিদিন সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত হাজারো জুয়াড়ির আনাগোনা চলছে এই কৃষিমেলায়।
জানা গেছে, তালা উপজেলার ধানদিয়া কুঠিঘাটা বাজারের অদূরে একটি মাঠের মধ্যে গত ১০ ফেব্রুয়ারি থেকে সাত দিনের জন্য কৃষিমেলার অনুমোদন দেয় প্রশাসন। কিন্তু কৃষিমেলার অনুমোদন নিয়ে একটি প্রভাবশালী মহল জুয়ার আসর বসিয়েছে। সঙ্গে রয়েছে অশ্লীল নাচগান।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, মেলার মাঠে তেমন কোনো দোকানপাট নেই। নেই কৃষিসংশ্লিষ্ট কোনো উপকরণ। মাঠের দুই ধারে দুটি জাদু প্রদর্শনী ও একটি যাত্রামঞ্চ রয়েছে। তবে যাত্রা বা জাদু কোনোটারই প্রদর্শনী চলে না। শুধুই চলে অশ্লীল নৃত্য।
মেলার পেছনের বাগানে চলছে কয়েক ধরনের জুয়ার বোর্ড। জুয়ার আসরে টাকা খুইয়ে সর্বস্বান্ত হচ্ছে স্থানীয় যুবকেরা। অন্যদিকে এলাকায় চুরি-ছিনতাই বাড়ছে বলেও অভিযোগ এলাকাবাসীর।
এ বিষয়ে মেলা পরিচালনা কমিটির সদস্য তুহিন হোসেন বলেন, ‘আমাদের মাঠ চালাতে দেন। আপনাদের ব্যবস্থা করব। সবাইকে টাকা দিয়ে ম্যানেজ করেই এই মেলা চালাচ্ছি।’
ধানদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন, ‘মেলায় অশ্লীলতা আর জুয়া খেলা ছাড়া জনকল্যাণের কোনো কিছুই নেই। বহিরাগত জুয়াড়িদের কারণে এলাকার আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে। আমি জেলা প্রশাসকের কাছে মেলাটি বন্ধের আবেদন করেছি।’
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় আজকের পত্রিকাকে বলেন, ‘মেলায় এরকম হওয়ার কথা নয়। তবে অভিযোগ পেয়েছি। সরেজমিনে দেখে ব্যবস্থা নেব।’

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘আমরা ক্ষমতায় গেলে চা-শ্রমিক ও দিনমজুরদের ফ্যামিলি কার্ড দেব। একই সঙ্গে ইমামদের সম্মানী দেওয়া হবে।’ আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে মৌলভীবাজার জেলা বিএনপির আয়োজনে সদর উপজেলার শেরপুরের আইনপুর মাঠে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী জনসভায় প্রধান অতিথির...
৩ মিনিট আগে
বাগেরহাটের মোংলায় পশুর নদের তীর থেকে অজ্ঞাত এক পুরুষের (৫৫) লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর ১২টার দিকে সিগন্যাল টাওয়ার এলাকার দক্ষিণ চরের বালুর ডাইকসংলগ্ন নদের তীর থেকে এ লাশ উদ্ধার করা হয়।
১২ মিনিট আগে
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রশাসনের অনুমতি না পেয়ে শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের ভেতরে ঢুকে কবর জিয়ারত করতে পারলেন না গোপালগঞ্জ-৩ আসনের (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব। পরে সমাধিসৌধের গেটে দাঁড়িয়ে কর্মী-সমর্থকদের নিয়ে শেখ মুজিবের কবর জিয়ারত করেন তিনি।
১৯ মিনিট আগে
রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে মাদক, দেশীয় অস্ত্র ও নগদ অর্থসহ ছয়জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার দিবাগত গভীর রাতে পরিচালিত এ অভিযানে ১০ হাজারের বেশি ইয়াবা, গাঁজা, হেরোইন, সামুরাই ছুরি এবং মাদক বিক্রির নগদ ২ লাখ ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
২০ মিনিট আগে