চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় ডাকাতি মামলায় ১২ জনকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত। আজ সোমবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মোহাম্মদ মাসুদ আলী এ রায় দেন। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও তিন মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
মামলায় আরও চারজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় এক আসামি বাদে সবাই উপস্থিত ছিলেন।
কারাদণ্ডপ্রাপ্তরা হলেন জীবননগর উপজেলার নিধিকুণ্ডু গ্রামের কবির হোসেন, একই উপজেলার করচাডাঙ্গা গ্রামের সোলেমান হক, করচাডাঙ্গা গ্রামের বকুল মিয়া, আনোয়ার হোসেন, ঝিনাইদহের মহেশপুর উপজেলার খাঁ পুরন্দপুর গ্রামের মাসুদ রানা, জীবননগর উপজেলার করচাডাঙ্গা গ্রামের রহম আলী, করচাডাঙ্গা গ্রামের আরজ আলী, ফারুক হোসেন, বকুল মিয়া, মোহাম্মদ আলী, আব্দুল হান্নান ও জীবননগর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের তবি মিয়া।
বেকসুর খালাস পেয়েছেন-জীবননগর উপজেলার করচাডাঙ্গা গ্রামের আখের আলী, একই গ্রামের আব্দুল খালেক, হায়দার আলী ও ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার তালসার গ্রামের সোহেল রানা। পলাতক আছেন আব্দুল হান্নান নামে একজন।
মামলা সূত্রে জানা গেছে, ২০১০ সালের ৭ এপ্রিল রাতে জীবননগর উপজেলার নিধিকুণ্ডু গ্রামের নুরুল ইসলামের বাড়িতে হামলা চালায় অজ্ঞাতনামা ১০ থেকে ১৫ জন মুখোশধারী ডাকাত।
এ সময় বাড়িতে থাকা স্টিলের বাক্স থেকে নগদ ২৩ হাজার টাকা, বিছানার নিচ থেকে ১১ হাজার ৫০০ টাকা, স্ত্রী কানে থাকা ১০ হাজার টাকা মূল্যের পাঁচ আনা ওজনের স্বর্ণের দুল এবং তার চাচাতো ভাই কবির হোসেনের বাড়ি থেকে নগদ সাত হাজার ৩০০ টাকা নিয়ে যায় তারা।
পরে বাড়ির মালিক নুরুল ইসলাম বাদী হয়ে ১০-১৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে জীবননগর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে ২০১১ সালের ১৬ এপ্রিল ১৭ জনকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক মহব্বত আলী। পরে ১৭ জনের মধ্যে ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আজ সোমবার রায় ঘোষণা করেন বিচারক।
রাষ্ট্রপক্ষের আইনজীবী গিয়াস উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশকে নির্দেশ দিয়েছে আদালত।’
আসামিপক্ষের আইনজীবী ফজলে রাব্বী আজকের পত্রিকাকে বলেন, ‘এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।’

চুয়াডাঙ্গায় ডাকাতি মামলায় ১২ জনকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত। আজ সোমবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মোহাম্মদ মাসুদ আলী এ রায় দেন। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও তিন মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
মামলায় আরও চারজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় এক আসামি বাদে সবাই উপস্থিত ছিলেন।
কারাদণ্ডপ্রাপ্তরা হলেন জীবননগর উপজেলার নিধিকুণ্ডু গ্রামের কবির হোসেন, একই উপজেলার করচাডাঙ্গা গ্রামের সোলেমান হক, করচাডাঙ্গা গ্রামের বকুল মিয়া, আনোয়ার হোসেন, ঝিনাইদহের মহেশপুর উপজেলার খাঁ পুরন্দপুর গ্রামের মাসুদ রানা, জীবননগর উপজেলার করচাডাঙ্গা গ্রামের রহম আলী, করচাডাঙ্গা গ্রামের আরজ আলী, ফারুক হোসেন, বকুল মিয়া, মোহাম্মদ আলী, আব্দুল হান্নান ও জীবননগর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের তবি মিয়া।
বেকসুর খালাস পেয়েছেন-জীবননগর উপজেলার করচাডাঙ্গা গ্রামের আখের আলী, একই গ্রামের আব্দুল খালেক, হায়দার আলী ও ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার তালসার গ্রামের সোহেল রানা। পলাতক আছেন আব্দুল হান্নান নামে একজন।
মামলা সূত্রে জানা গেছে, ২০১০ সালের ৭ এপ্রিল রাতে জীবননগর উপজেলার নিধিকুণ্ডু গ্রামের নুরুল ইসলামের বাড়িতে হামলা চালায় অজ্ঞাতনামা ১০ থেকে ১৫ জন মুখোশধারী ডাকাত।
এ সময় বাড়িতে থাকা স্টিলের বাক্স থেকে নগদ ২৩ হাজার টাকা, বিছানার নিচ থেকে ১১ হাজার ৫০০ টাকা, স্ত্রী কানে থাকা ১০ হাজার টাকা মূল্যের পাঁচ আনা ওজনের স্বর্ণের দুল এবং তার চাচাতো ভাই কবির হোসেনের বাড়ি থেকে নগদ সাত হাজার ৩০০ টাকা নিয়ে যায় তারা।
পরে বাড়ির মালিক নুরুল ইসলাম বাদী হয়ে ১০-১৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে জীবননগর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে ২০১১ সালের ১৬ এপ্রিল ১৭ জনকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক মহব্বত আলী। পরে ১৭ জনের মধ্যে ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আজ সোমবার রায় ঘোষণা করেন বিচারক।
রাষ্ট্রপক্ষের আইনজীবী গিয়াস উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশকে নির্দেশ দিয়েছে আদালত।’
আসামিপক্ষের আইনজীবী ফজলে রাব্বী আজকের পত্রিকাকে বলেন, ‘এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।’

বগুড়ায় ট্রাফিক পুলিশের ওপর মারমুখী আচরণ এবং অকথ্য গালিগালাজ করায় বিএনপি নেতা নাজিউর রহমান নাজিরকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি শাজাহানপুর উপজেলা বিএনপির সহযুববিষয়ক সম্পাদক। শুক্রবার (২ জানুয়ারি) রাতে তাঁকে দলের প্রাথমিক পদসহ সকল পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।
১৯ মিনিট আগে
রাজশাহী শহরে নির্মাণাধীন চারটি ফ্লাইওভারের নকশা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, নকশার ত্রুটির কারণে ফ্লাইওভারগুলো চালু হলে উল্টো সেগুলোর মুখেই যানজট সৃষ্টি হতে পারে। এ নিয়ে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক ও বিভাগীয় কমিশনার আ ন ম বজলুর রশীদ ৬ জানুয়ারি সংশ্লিষ্টদের নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন।
৬ ঘণ্টা আগে
পদ্মা সেতুর দক্ষিণ প্রান্ত-সংলগ্ন মাদারীপুরের শিবচর এবং শরীয়তপুরের জাজিরা উপজেলার জায়গা নিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয় তাঁতপল্লি নির্মাণের কাজ শুরু করে ২০১৮ সালের শেষের দিকে। কাজের বেশ অগ্রগতিও হয়েছিল। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর বন্ধ হয়ে যায় প্রকল্পের কাজ।
৬ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদীর পাঁচটি সংসদীয় আসনে ভোটের মাঠ ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। চায়ের আড্ডা থেকে শুরু করে গ্রামগঞ্জের অলিগলিতে প্রার্থী ও সমর্থকদের প্রচার-প্রচারণায় ছড়িয়ে পড়েছে নির্বাচনী আমেজ।
৬ ঘণ্টা আগে