
যশোরের মনিরামপুরে ঈদ উপলক্ষে দুস্থদের মধ্যে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার কাশিমনগর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শহিদুল ইসলামের বিরুদ্ধে ওঠে এই অভিযোগ। তিনি ১০ কেজির পরিবর্তে উপকারভোগীদের ৭ কেজি করে চাল দিয়েছেন।
আজ রোববার বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু চাল বিতরণ পরিদর্শনে এসে অভিযোগের সত্যতা পেয়েছেন।
এদিকে আজ দুপুরে অভিযুক্ত ইউপি সদস্যর বাড়ি থেকে গ্রাম পুলিশের সহযোগিতায় দুই বস্তায় ভিজিএফের ৭০ কেজি চাল উদ্ধার করেছে থানা-পুলিশ। মনিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) হাসান আলী এই তথ্য নিশ্চিত করেছেন।
এসআই হাসান বলেন, চাল উদ্ধারের ঘটনায় মেম্বর শহিদুল ইসলামের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
ইত্যা গ্রামের বৃদ্ধ মোন্তাজ আলী বলেন, ‘১০ কেজির পরিবর্তে আমার ৭ কেজি চাল দেছে শহিদুল মেম্বার।’ একই গ্রামের ইজিবাইক চালক রওশন আলী বলেন, ‘আমারে ৭ কেজি ৭০০ গ্রাম চাল দেছে।’
চাল কম দেওয়ার বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত ইউপি সদস্য শহিদুল ইসলাম বলেন, ‘চেয়ারম্যান আমাদের সাড়ে ৯ কেজি করে চাল দিতে বলেছেন। আমি সেই অনুযায়ী দিছি।’
কাশিমনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তৌহিদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, উপজেলা পরিষদের সভায় ঈদ উপলক্ষে ভিজিএফের চাল ৯ কেজি ৫০০ গ্রাম করে বিতরণের সিদ্ধান্ত হয়েছে। আমার পরিষদে উপকারভোগী ১ হাজার ১৬০ জন। সেই হিসেবে সব মেম্বারদের চাল ভাগ করে দেওয়া হয়েছে। আজ রোববার সকাল ৯টা থেকে পরিষদে মেম্বাররা চাল বিতরণ শুরু করেছেন।
মনিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু আজকের পত্রিকাকে বলেন, ‘কাশিমনগর ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণ কার্যক্রম পরিদর্শনে এসে জানতে পেরেছি শহিদুল মেম্বর ৬ থেকে ৭ কেজি করে চাল দিচ্ছে। আমি ৭ জনের চাল মেপে অভিযোগের প্রমাণ পেয়েছি।’
উপজেলা চেয়ারম্যান বলেন, ‘পরিষদের সভায় আমরা বলেছি চাল পরিবহনের সময় কিছু চাল কমে যেতে পারে। এজন্য ৯ কেজি ৮০০ গ্রাম করে বিতরণ করতে হবে। ইউপি চেয়ারম্যানরা সাড়ে ৯ কেজি করে দেওয়ার দাবি তুলেছিলেন। সেটার বিষয়ে আমরা কোনো সিদ্ধান্ত দেইনি।’
আমজাদ হোসেন লাভলু বলেন, শহিদুল মেম্বরের বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে। মেম্বারের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
এই বিষয়ে জানতে মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির হোসেনকে একাধিকবার কল করা হয়েছে। তিনি ফোন ধরেননি। পরে খুদেবার্তা পাঠিয়েও সাড়া পাওয়া যায়নি।

যশোরের মনিরামপুরে ঈদ উপলক্ষে দুস্থদের মধ্যে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার কাশিমনগর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শহিদুল ইসলামের বিরুদ্ধে ওঠে এই অভিযোগ। তিনি ১০ কেজির পরিবর্তে উপকারভোগীদের ৭ কেজি করে চাল দিয়েছেন।
আজ রোববার বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু চাল বিতরণ পরিদর্শনে এসে অভিযোগের সত্যতা পেয়েছেন।
এদিকে আজ দুপুরে অভিযুক্ত ইউপি সদস্যর বাড়ি থেকে গ্রাম পুলিশের সহযোগিতায় দুই বস্তায় ভিজিএফের ৭০ কেজি চাল উদ্ধার করেছে থানা-পুলিশ। মনিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) হাসান আলী এই তথ্য নিশ্চিত করেছেন।
এসআই হাসান বলেন, চাল উদ্ধারের ঘটনায় মেম্বর শহিদুল ইসলামের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
ইত্যা গ্রামের বৃদ্ধ মোন্তাজ আলী বলেন, ‘১০ কেজির পরিবর্তে আমার ৭ কেজি চাল দেছে শহিদুল মেম্বার।’ একই গ্রামের ইজিবাইক চালক রওশন আলী বলেন, ‘আমারে ৭ কেজি ৭০০ গ্রাম চাল দেছে।’
চাল কম দেওয়ার বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত ইউপি সদস্য শহিদুল ইসলাম বলেন, ‘চেয়ারম্যান আমাদের সাড়ে ৯ কেজি করে চাল দিতে বলেছেন। আমি সেই অনুযায়ী দিছি।’
কাশিমনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তৌহিদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, উপজেলা পরিষদের সভায় ঈদ উপলক্ষে ভিজিএফের চাল ৯ কেজি ৫০০ গ্রাম করে বিতরণের সিদ্ধান্ত হয়েছে। আমার পরিষদে উপকারভোগী ১ হাজার ১৬০ জন। সেই হিসেবে সব মেম্বারদের চাল ভাগ করে দেওয়া হয়েছে। আজ রোববার সকাল ৯টা থেকে পরিষদে মেম্বাররা চাল বিতরণ শুরু করেছেন।
মনিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু আজকের পত্রিকাকে বলেন, ‘কাশিমনগর ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণ কার্যক্রম পরিদর্শনে এসে জানতে পেরেছি শহিদুল মেম্বর ৬ থেকে ৭ কেজি করে চাল দিচ্ছে। আমি ৭ জনের চাল মেপে অভিযোগের প্রমাণ পেয়েছি।’
উপজেলা চেয়ারম্যান বলেন, ‘পরিষদের সভায় আমরা বলেছি চাল পরিবহনের সময় কিছু চাল কমে যেতে পারে। এজন্য ৯ কেজি ৮০০ গ্রাম করে বিতরণ করতে হবে। ইউপি চেয়ারম্যানরা সাড়ে ৯ কেজি করে দেওয়ার দাবি তুলেছিলেন। সেটার বিষয়ে আমরা কোনো সিদ্ধান্ত দেইনি।’
আমজাদ হোসেন লাভলু বলেন, শহিদুল মেম্বরের বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে। মেম্বারের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
এই বিষয়ে জানতে মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির হোসেনকে একাধিকবার কল করা হয়েছে। তিনি ফোন ধরেননি। পরে খুদেবার্তা পাঠিয়েও সাড়া পাওয়া যায়নি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৪ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
৪ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
৪ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
৪ ঘণ্টা আগে