খুলনা প্রতিনিধি

খুলনা নগরীর পর এবার ডুমুরিয়া উপজেলায় বিষাক্ত মদ পানে দুজনের মৃত্যুর খবর জানা গেছে। তাঁদের একজন গত শুক্রবার রাতে এবং অপরজন গতকাল শনিবার রাতে মারা গেছেন। এ ছাড়া আরও কয়েকজন খুলনার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মৃত ব্যক্তিরা হলেন উপজেলার থুকড়া গ্রামের বাসিন্দা রবিউল গাজী এবং একই এলাকার রাসেল সরদার। অসুস্থ কয়েকজনও একই এলাকার বাসিন্দা। তাঁরা তথ্য গোপন রেখে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন।
এর আগে খুলনা নগরীতে বিষাক্ত মদ খেয়ে পাঁচজনের মৃত্যু হয়।
জানতে চাইলে ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ রানা বলেন, গত শুক্রবার রাতে রবিউল ও রাসেল থুকড়া বাজারে স্পিডজাতীয় এলকোহল পান করেন। রাতে রবিউলের অবস্থার অবনতি হলে তাঁকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাঁকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। পরিবারের সদস্যরা খুমেক হাসপাতালে চিকিৎসকদের রবিউলের হৃদরোগে আক্রান্তের কথা জানান। পরে তাঁরা হাসপাতাল থেকে লাশ বাড়ি নিয়ে যান এবং ময়নাতদন্ত ছাড়াই দাফন করেন।
তিনি আরও জানান, রাসেল সরদার একই দিনে অসুস্থ হয়ে পড়লে তাঁকেও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মদ পানের ঘটনাটি চিকিৎসকদের খুলে বললে তাঁরা তাঁর চিকিৎসা করেন। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় রাসেলের গতকাল রাতে হাসপাতালে মৃত্যু হয়। আজ তাঁর লাশ খুমেক হাসপাতালের মর্গে নেওয়া হয়। পুলিশ কর্মকর্তা জানান, এ দুটি মৃত্যুর ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

খুলনা নগরীর পর এবার ডুমুরিয়া উপজেলায় বিষাক্ত মদ পানে দুজনের মৃত্যুর খবর জানা গেছে। তাঁদের একজন গত শুক্রবার রাতে এবং অপরজন গতকাল শনিবার রাতে মারা গেছেন। এ ছাড়া আরও কয়েকজন খুলনার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মৃত ব্যক্তিরা হলেন উপজেলার থুকড়া গ্রামের বাসিন্দা রবিউল গাজী এবং একই এলাকার রাসেল সরদার। অসুস্থ কয়েকজনও একই এলাকার বাসিন্দা। তাঁরা তথ্য গোপন রেখে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন।
এর আগে খুলনা নগরীতে বিষাক্ত মদ খেয়ে পাঁচজনের মৃত্যু হয়।
জানতে চাইলে ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ রানা বলেন, গত শুক্রবার রাতে রবিউল ও রাসেল থুকড়া বাজারে স্পিডজাতীয় এলকোহল পান করেন। রাতে রবিউলের অবস্থার অবনতি হলে তাঁকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাঁকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। পরিবারের সদস্যরা খুমেক হাসপাতালে চিকিৎসকদের রবিউলের হৃদরোগে আক্রান্তের কথা জানান। পরে তাঁরা হাসপাতাল থেকে লাশ বাড়ি নিয়ে যান এবং ময়নাতদন্ত ছাড়াই দাফন করেন।
তিনি আরও জানান, রাসেল সরদার একই দিনে অসুস্থ হয়ে পড়লে তাঁকেও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মদ পানের ঘটনাটি চিকিৎসকদের খুলে বললে তাঁরা তাঁর চিকিৎসা করেন। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় রাসেলের গতকাল রাতে হাসপাতালে মৃত্যু হয়। আজ তাঁর লাশ খুমেক হাসপাতালের মর্গে নেওয়া হয়। পুলিশ কর্মকর্তা জানান, এ দুটি মৃত্যুর ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কুষ্টিয়া সদর আসনে জামায়াতের সংসদ সদস্য (এমপি) প্রার্থী ইসলামি বক্তা মুফতি আমির হামজার পুরোনো একটি বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটিতে তাঁকে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর নাম বিকৃত করে উপস্থাপন...
১৩ মিনিট আগে
চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী শাহজাহান চৌধুরীর সম্পদের পরিমাণ প্রায় দেড় কোটি টাকা। ‘ব্যাংকে কোনো অ্যাকাউন্ট নেই’ দাবি করা এই নেতার ইসলামী ব্যাংকে দুটি অ্যাকাউন্ট ও এফডিআরে প্রায় ১০ লাখ টাকা রয়েছে। তাঁর নির্বাচনী হলফনামা বিশ্লেষণ করে এই তথ্য পাওয়া গেছে।
১ ঘণ্টা আগে
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামিমা আক্তার জাহানকে ‘আপু’ সম্বোধন করাকে কেন্দ্র করে এক অনুষ্ঠানের আয়োজকের সঙ্গে বাগবিতণ্ডার ঘটনা ঘটেছে।
২ ঘণ্টা আগে
কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে সেন্ট মার্টিন পর্যন্ত ‘বাংলা চ্যানেল’ নামে পরিচিত সাগরপথ সাঁতরে পাড়ি দিচ্ছেন ৩৫ জন সাঁতারু। ১৬ দশমিক ১ কিলোমিটার দীর্ঘ এই চ্যানেল পাড়ি দিতে ৩৭ জন সাঁতারু নাম নিবন্ধন করলেও চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নিয়েছেন ৩৫ জন।
২ ঘণ্টা আগে