ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ৪৩ বছর আগে প্রতিষ্ঠা করা হলেও নেই কোনো মনোরোগ বিশেষজ্ঞ। তবে চার দশকের বেশি সময় পর গত মঙ্গলবার একজন মনোরোগ বিশেষজ্ঞ নিয়োগের ব্যাপারে প্রাথমিক কার্যক্রম শেষ করেছে প্রশাসন।
জানা গেছে, বিশ্ববিদ্যালয়ে মোট শিক্ষার্থী রয়েছেন ১৭ হাজার ৬৮৯ জন। এত বিপুলসংখ্যক শিক্ষার্থীর কারও মানসিক চিকিৎসার প্রয়োজন হলে বাইরের ক্লিনিকগুলোতে যেতে হয়। অনেকে উপযুক্ত চিকিৎসা না পেয়ে জটিল সমস্যায় ভুগছেন। অন্যদিকে, গত পাঁচ বছরে বিশ্ববিদ্যালয়ের ৯ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। মানসিক চাপ, হতাশা, অর্থনৈতিক দুরবস্থাসহ নানামুখী চাপ থেকে মুক্তির আশায় ওই সব শিক্ষার্থী আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। ৯ জন শিক্ষার্থী আত্মহত্যা করলেও আত্মহত্যা প্রতিরোধে সচেতনতামূলক কোনো কর্মসূচি গ্রহণ করেনি কর্তৃপক্ষ। বর্তমানে শিক্ষার্থীরা আত্মহত্যা প্রতিরোধে নিয়মিত কাউনসেলিং, সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ ও অন্তত দুজন মনোরোগ বিশেষজ্ঞ নিয়োগের দাবি জানিয়েছেন।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, বর্তমান প্রেক্ষাপটে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি আবাসিক হলে কাউনসেলিং কর্মকর্তা প্রয়োজন। বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে দরকার অন্তত দুজন মনোরোগ বিশেষজ্ঞ। তাহলে বিশ্ববিদ্যালয়ের কমিউনিটির মানসিক স্বাস্থ্যসেবা ভারসাম্য পাবে। এ ছাড়া প্রশাসনের উদ্যোগে নিয়মিত কাউন্সেলিং সেশন করা উচিত। একই সঙ্গে শিক্ষার্থীদের নিজের মানসিক স্বাস্থ্যকে গুরুত্ব দিতে হবে।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, আসলে বিশ্ববিদ্যালয়গুলো হাজার হাজার শিক্ষার্থী ভর্তি করিয়ে রাজা ভাবে। মানসম্মত স্বাস্থ্যসেবা না দিতে পারলে এই শিক্ষার মূল্য নেই। গত পাঁচ বছরে ৯ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। এর দায় কিছুটা হলেও ইবি প্রশাসনের আছে। করোনা-পরবর্তী সময়ে মানসিক সমস্যা প্রকট হয়েছে। তাই মানসিক স্বাস্থ্যসেবার জন্য মনোরোগ বিশেষজ্ঞ নিয়োগ করতে হবে।
ইবি চিকিৎসাকেন্দ্রের উপপ্রধান মেডিকেল অফিসার ডা. নজরুল ইসলাম বলেন, ‘আমরা একজন মনোরোগ বিশেষজ্ঞ নিয়োগের প্রাথমিক কার্যক্রম শেষ করে প্রশাসনের কাছে একটা নোট পাঠিয়ে দিয়েছি। আগামী সিন্ডিকেটে অনুমোদন হয়ে যাবে। তবে বিশ্ববিদ্যালয়ের ৭০ শতাংশ শিক্ষার্থী হতাশায় ভুগছেন, তাঁদের বিপরীতে একজন মনোরোগ বিশেষজ্ঞ অপ্রতুল। আপাতত একজনকে নিয়োগ দেওয়া হোক, সামনে আরও হবে।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান বলেন, বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্র থেকে বিশেষজ্ঞ নিয়োগের একটা নোট পাঠিয়েছে। সেখান থেকে যাচাইবাছাই করে নিয়োগ দেওয়া হবে।

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ৪৩ বছর আগে প্রতিষ্ঠা করা হলেও নেই কোনো মনোরোগ বিশেষজ্ঞ। তবে চার দশকের বেশি সময় পর গত মঙ্গলবার একজন মনোরোগ বিশেষজ্ঞ নিয়োগের ব্যাপারে প্রাথমিক কার্যক্রম শেষ করেছে প্রশাসন।
জানা গেছে, বিশ্ববিদ্যালয়ে মোট শিক্ষার্থী রয়েছেন ১৭ হাজার ৬৮৯ জন। এত বিপুলসংখ্যক শিক্ষার্থীর কারও মানসিক চিকিৎসার প্রয়োজন হলে বাইরের ক্লিনিকগুলোতে যেতে হয়। অনেকে উপযুক্ত চিকিৎসা না পেয়ে জটিল সমস্যায় ভুগছেন। অন্যদিকে, গত পাঁচ বছরে বিশ্ববিদ্যালয়ের ৯ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। মানসিক চাপ, হতাশা, অর্থনৈতিক দুরবস্থাসহ নানামুখী চাপ থেকে মুক্তির আশায় ওই সব শিক্ষার্থী আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। ৯ জন শিক্ষার্থী আত্মহত্যা করলেও আত্মহত্যা প্রতিরোধে সচেতনতামূলক কোনো কর্মসূচি গ্রহণ করেনি কর্তৃপক্ষ। বর্তমানে শিক্ষার্থীরা আত্মহত্যা প্রতিরোধে নিয়মিত কাউনসেলিং, সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ ও অন্তত দুজন মনোরোগ বিশেষজ্ঞ নিয়োগের দাবি জানিয়েছেন।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, বর্তমান প্রেক্ষাপটে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি আবাসিক হলে কাউনসেলিং কর্মকর্তা প্রয়োজন। বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে দরকার অন্তত দুজন মনোরোগ বিশেষজ্ঞ। তাহলে বিশ্ববিদ্যালয়ের কমিউনিটির মানসিক স্বাস্থ্যসেবা ভারসাম্য পাবে। এ ছাড়া প্রশাসনের উদ্যোগে নিয়মিত কাউন্সেলিং সেশন করা উচিত। একই সঙ্গে শিক্ষার্থীদের নিজের মানসিক স্বাস্থ্যকে গুরুত্ব দিতে হবে।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, আসলে বিশ্ববিদ্যালয়গুলো হাজার হাজার শিক্ষার্থী ভর্তি করিয়ে রাজা ভাবে। মানসম্মত স্বাস্থ্যসেবা না দিতে পারলে এই শিক্ষার মূল্য নেই। গত পাঁচ বছরে ৯ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। এর দায় কিছুটা হলেও ইবি প্রশাসনের আছে। করোনা-পরবর্তী সময়ে মানসিক সমস্যা প্রকট হয়েছে। তাই মানসিক স্বাস্থ্যসেবার জন্য মনোরোগ বিশেষজ্ঞ নিয়োগ করতে হবে।
ইবি চিকিৎসাকেন্দ্রের উপপ্রধান মেডিকেল অফিসার ডা. নজরুল ইসলাম বলেন, ‘আমরা একজন মনোরোগ বিশেষজ্ঞ নিয়োগের প্রাথমিক কার্যক্রম শেষ করে প্রশাসনের কাছে একটা নোট পাঠিয়ে দিয়েছি। আগামী সিন্ডিকেটে অনুমোদন হয়ে যাবে। তবে বিশ্ববিদ্যালয়ের ৭০ শতাংশ শিক্ষার্থী হতাশায় ভুগছেন, তাঁদের বিপরীতে একজন মনোরোগ বিশেষজ্ঞ অপ্রতুল। আপাতত একজনকে নিয়োগ দেওয়া হোক, সামনে আরও হবে।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান বলেন, বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্র থেকে বিশেষজ্ঞ নিয়োগের একটা নোট পাঠিয়েছে। সেখান থেকে যাচাইবাছাই করে নিয়োগ দেওয়া হবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা শুরু থেকেই জামায়াতের আমিরের আসনে প্রার্থী দিইনি। অ্যাডভোকেট হেলাল আমাদের আমিরের প্রতি সম্মান দেখিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেছেন, এটাই রাজনীতির সৌন্দর্য।’
৩৬ মিনিট আগে
লক্ষ্মীপুরের রায়পুরে সন্দেহের জেরে ‘মাদকাসক্ত’ একদল যুবকের হামলায় আহত কলেজছাত্র আশরাফুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
৩ ঘণ্টা আগে
রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
১০ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
১০ ঘণ্টা আগে