যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল লতিফ সম্রাটের ওপর হামলার ঘটনায় বিএনপির ৭৫ নেতা-কর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত ১০০-১৫০ জনকে আসামি করে নড়াইলের নড়াগাতি থানায় মামলা করা হয়েছে।
কালিয়ার বেন্দারচর এলাকার বিএনপির নেতা গোলাম কিবরিয়া মিঠু বাদী হয়ে শুক্রবার রাতে নড়াগাতি থানায় এজাহার দায়ের করেন।
এজাহারভুক্ত আসামিরা হলেন, জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমের ছোট ভাই কালিয়া উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আসজাদুর রহমান মিঠু, নড়াগাতি থানা বিএনপির সভাপতি খান মতিয়ার রহমান, সহসভাপতি নওশের বিশ্বাস, জয়নগর ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হোসেন খান, কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স. ম ওহিদুজ্জামান মিলু, কালিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রাকিবুজ্জামান পাপ্পু, কালিয়া পৌর বিএনপির সভাপতি মো. সেলিম শেখসহ ৭৫ জন। এ ছাড়া অন্য আসামিরা বিএনপি, যুবদলসহ অঙ্গ-সংগঠনের নেত-কর্মী।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ১৮ মে বেলা ২টার দিকে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল লতিফ সম্রাট ও আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সাংগঠনিক সম্পাদক মুন্সী আরাফাত রহমান কালিয়ার বেন্দারচর সোলাবিল মাঠে ঘৌড়দৌড় প্রতিযোগিতায় অতিথি হিসেবে যোগদানের উদ্দেশ্যে আসছিলেন।
কালিয়া উপজেলা ও পৌর বিএনপির নেতারা অতিথিদের চাপাইলঘাট থেকে নিয়ে আসার পথে নড়াগাতি থানার যোগানিয়া বাজার মোড়ের সন্নিকটে পৌঁছালে আসামিরা বিএনপির নেতাদের ওপর হামলা চালান।
এ সময় আব্দুল লতিফ সম্রাট ও মুন্সী আরাফাত রহমানসহ কয়েক নেতা-কর্মীকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। হামলার সময় বিএনপির নেতা-কর্মীদের বহনকারী মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।
এ ব্যাপারে জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, আব্দুল লতিফ সম্রাটের ওপর হামলার ঘটনায় বিএনপি কিংবা অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা জড়িত নন। দলকে কোণঠাসা করতে এবং দলের মধ্যে বিভেদ সৃষ্টি করতে ষড়যন্ত্রমূলকভাবে বিএনপির ত্যাগী নেতা-কর্মীদের নামে মামলা করা হয়েছে।
নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান জানান, তদন্তপূর্বক আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ থেকে ভারত ভ্রমণে বিধিনিষেধ, ভিসায় কড়াকড়ি, নানা শর্ত আরোপ আর ভ্রমণ কর বৃদ্ধির নেতিবাচক প্রভাব পড়েছে বেনাপোল স্থলবন্দরে। এক বছরের ব্যবধানে এই বন্দর দিয়ে ভারতগামী ও প্রত্যাবর্তনকারী পাসপোর্টধারী যাত্রীর সংখ্যা কমেছে ১৩ লাখ ৫০ হাজারের বেশি।
১ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের অষ্টগ্রামে খালের ওপর নির্মিত ৬৭ লাখ টাকার একটি গার্ডার সেতু পাঁচ বছরেও মানুষের ব্যবহারে আসেনি। সেতুর দুই পাশে সংযোগ সড়ক না থাকায় এটি এখন কার্যত অকার্যকর। কাজ শেষ না করেই বিল উত্তোলনের অভিযোগ উঠেছে।
১ ঘণ্টা আগে
মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল এলাকায় বিস্তীর্ণ মাঠজুড়ে ধান, গমসহ নানা ধরনের ফসল। তারই মাঝখানে একখণ্ড জমিতে কোদাল দিয়ে তামাকগাছ পরিচর্যা করছেন এক কৃষক। একসময় এই জমিতেও বিভিন্ন ফসল উৎপাদন হতো। অধিক লাভের প্রলোভনে এখন সেখানে ঢুকে পড়েছে তামাক চাষ।
২ ঘণ্টা আগে
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বরিশালে আসছেন ৪ ফেব্রুয়ারি। ঠিক তার এক দিন পর ৬ ফেব্রুয়ারি বরিশাল সফর করবেন জামায়াতের আমির শফিকুর রহমান। এর মাঝে ৫ ফেব্রুয়ারি বরিশালে নির্বাচনী জনসভায় আসছেন ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
২ ঘণ্টা আগে