Ajker Patrika

তোপের মুখে খুলনায় ইউপি চেয়ারম্যানের পদত্যাগ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি 
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধীদের তোপে খুলনার পাইকগাছা ৮ নম্বর রাড়ুলী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল কালাম আজাদ (৭৭) পদত্যাগ করেছেন। আজ রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসক বরাবর পদত্যাগপত্র জমা দেন তিনি।

আবুল কালাম আজাদ ওই ইউনিয়নের দীর্ঘ ৩০ বছর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ নৌকা প্রতীক নিয়ে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন তিনি।

পদত্যাগপত্রে আবুল কালাম আজাদ উল্লেখ করেছেন, বর্তমানে শারীরিক অবস্থা ভালো না থাকায় ৭৭ বছর বয়সে ইউনিয়ন পরিষদের দায়িত্ব বহন করা খুবই কষ্টকর। তাই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন। পদত্যাগপত্রের অনুলিপি বা অবগতিপত্র উপজেলা নির্বাহী কর্মকর্তা, পাইকগাছা থানার ওসি, রাড়ুলী ক্যাম্পসহ বিভিন্ন দপ্তরেও পাঠিয়েছেন।

এর আগে গতকাল শনিবার বাঁকা বাজারে ছাত্র-জনতার ব্যানারে তাঁর পদত্যাগ দাবিতে মানববন্ধন করেন স্থানীয় লোকজন। আজ সকালে ইউনিয়ন পরিষদ ঘেরাও করার কর্মসূচি দেন তাঁরা।

জানতে চাইলে মো. ইব্রাহীম গাজী নামের এক শিক্ষার্থী বলেন, ‘নৌকা প্রতীকের চেয়ারম্যান আবুল কালাম আজাদ ফ্যাসিস্ট হাসিনার দোসর। সে কারণে আমরা তাঁর পদত্যাগ দাবি করে মানববন্ধন করেছি। পদত্যাগ না করলে ইউনিয়ন পরিষদ ঘেরাওয়ের কর্মসূচি দিলে তিনি আজ সকালে জেলা প্রশাসকের কাছে ইউএনওর মাধ্যমে পদত্যাগপত্র জমা দেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতীয় গোয়েন্দা সংস্থা র-এর ওপর নিষেধাজ্ঞার সুপারিশ মার্কিন ফেডারেল সংস্থার

চীনের আগে ভারত সফরে যেতে চেয়েছিলেন ড. ইউনূস: দ্য হিন্দুকে প্রেস সচিব

কালো টাকা সাদা করেছেন সাবেক প্রেস সচিব আবুল কালাম আজাদ

ভারত নিয়ে পশ্চিমবঙ্গে রিকশাচালকের সঙ্গে তর্ক, বাংলাদেশিকে ফেরত

চেয়ার দখল করে চাকরি হারালেন বিএমডিএ প্রকৌশলী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত