ঝিনাইদহ প্রতিনিধি

ব্যাংক থেকে টাকা তুলে রাস্তা পার হওয়ার সময় পারভিন খাতুন নামের এক নারীর কাছ থেকে লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। সোমবার সকাল ১১টার দিকে ঝিনাইদহের সোনালী ব্যাংক শাখার সামনে এ ঘটনাটি ঘটে।
পারভিন খাতুন হরিনাকুন্ডু উপজেলার রথখোলা গ্রামের বাবলু রশিদের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, একজন বোরকা পরিহিত নারী ব্যাংকের সামনের রাস্তা পার হচ্ছিলেন। এ সময় কয়েকজন লোক এসে তাকে ঘিরে ফেলে এবং ধস্তাধস্তি করে। এ ঘটনার পর ওই নারী বারবার জ্ঞান হারিয়ে ফেলে। সে সময় তাঁর সঙ্গে থাকা ১১ বছরের ছেলে জ্ঞান ফেরানোর চেষ্টা করে।
জ্ঞান ফেরার পর পারভিন খাতুন বলেন, আমি ব্যাংক থেকে ২ লাখ ৩ হাজার ৪শ ৬০ লাখ টাকা উঠাই। টাকা উঠানোর পর ব্যাংক থেকে বের হলে কিছু লোক আমার পথ রোধ করে আমার সঙ্গে ধস্তাধস্তি করে। এ সময় আমার প্রায় লাখ খানেক টাকা ছিনতাই হয়ে যায়।
পারভিন খাতুনের ছেলে জিহাদ জানান, সকালে আমি মায়ের সঙ্গে ঝিনাইদহ সোনালী ব্যাংকে টাকা উঠাতে আসি। পরে ব্যাংক থেকে ২ লাখ ৩ হাজার ৪শ ৬০ টাকা তুলে ব্যাংক থেকে নিচে নেমে রাস্তা পার হওয়ার সময় মুখে মাস্ক পড়ে ৪ / ৫ জন আমাদের ঘিরে ধরে। এ সময় মায়ের ব্যাগ নিয়ে টানাটানি করে। একপর্যায়ে তাঁরা মায়ের ব্যাগ থেকে কিছু টাকা উঠিয়ে নেয়। আশপাশের লোকজন দৌড়ে আসলে ছিনতাইকারীরা দ্রুত পালিয়ে যায়। এরপর স্থানীয় লোকজনের সহযোগিতায় মাকে নিয়ে আবার ব্যাংকে ফিরে আসি। এ সময় মা কাঁদতে কাঁদতে বারবার জ্ঞান হারিয়ে ফেলেন।
হুমায়ন জানান, পারভিন খাতুন আমার ছোট ভাইয়ের স্ত্রী। ঘটনার সময় আমি বাড়িতে ছিলাম। আমার কাছে তাঁর ফোন নম্বর থেকে একটি ফোন আসে। ফোনে আমাকে জানানো হয় ব্যাংক থেকে নামার পরপর তাঁর কাছ থেকে টাকা ছিনতাই হয়েছে। এ খবর পেয়ে আমি ব্যাংকে চলে আসি।
এ দিকে ব্যাংকে টাকা তুলতে আসা সুফিয়া বেগম ও সেলিনা পারভীন জানান, ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফিরব এর কোনো নিশ্চয়তা দেখছি না। দিনদুপুরে প্রকাশ্যে এভাবে ছিনতাই মেনে নেওয়া যায় না।
সোনালী ব্যাংক ঝিনাইদহ শাখার ম্যানেজার জাকির হোসেন জানান, পারভিন খাতুন ১১টার দিকে ব্যাংক থেকে টাকা উত্তোলন করে নিয়ে যায়। এর কিছুক্ষণ পর তিনি আবার ব্যাংকে ফিরে এসে আমাদের জানান তাঁর কাছ থেকে টাকা ছিনতাই হয়েছে। এ কথা বলেই তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। তাঁকে ব্যাংকের একটি রুমে রেখে আমরা পুলিশকে বিষয়টি জানাই।
ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ সোহেল রানা জানান, আমি থানায় নেই কাজে বাইরে আছি। ছিনতাই এর বিষয়ে আমি কিছু জানি না।

ব্যাংক থেকে টাকা তুলে রাস্তা পার হওয়ার সময় পারভিন খাতুন নামের এক নারীর কাছ থেকে লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। সোমবার সকাল ১১টার দিকে ঝিনাইদহের সোনালী ব্যাংক শাখার সামনে এ ঘটনাটি ঘটে।
পারভিন খাতুন হরিনাকুন্ডু উপজেলার রথখোলা গ্রামের বাবলু রশিদের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, একজন বোরকা পরিহিত নারী ব্যাংকের সামনের রাস্তা পার হচ্ছিলেন। এ সময় কয়েকজন লোক এসে তাকে ঘিরে ফেলে এবং ধস্তাধস্তি করে। এ ঘটনার পর ওই নারী বারবার জ্ঞান হারিয়ে ফেলে। সে সময় তাঁর সঙ্গে থাকা ১১ বছরের ছেলে জ্ঞান ফেরানোর চেষ্টা করে।
জ্ঞান ফেরার পর পারভিন খাতুন বলেন, আমি ব্যাংক থেকে ২ লাখ ৩ হাজার ৪শ ৬০ লাখ টাকা উঠাই। টাকা উঠানোর পর ব্যাংক থেকে বের হলে কিছু লোক আমার পথ রোধ করে আমার সঙ্গে ধস্তাধস্তি করে। এ সময় আমার প্রায় লাখ খানেক টাকা ছিনতাই হয়ে যায়।
পারভিন খাতুনের ছেলে জিহাদ জানান, সকালে আমি মায়ের সঙ্গে ঝিনাইদহ সোনালী ব্যাংকে টাকা উঠাতে আসি। পরে ব্যাংক থেকে ২ লাখ ৩ হাজার ৪শ ৬০ টাকা তুলে ব্যাংক থেকে নিচে নেমে রাস্তা পার হওয়ার সময় মুখে মাস্ক পড়ে ৪ / ৫ জন আমাদের ঘিরে ধরে। এ সময় মায়ের ব্যাগ নিয়ে টানাটানি করে। একপর্যায়ে তাঁরা মায়ের ব্যাগ থেকে কিছু টাকা উঠিয়ে নেয়। আশপাশের লোকজন দৌড়ে আসলে ছিনতাইকারীরা দ্রুত পালিয়ে যায়। এরপর স্থানীয় লোকজনের সহযোগিতায় মাকে নিয়ে আবার ব্যাংকে ফিরে আসি। এ সময় মা কাঁদতে কাঁদতে বারবার জ্ঞান হারিয়ে ফেলেন।
হুমায়ন জানান, পারভিন খাতুন আমার ছোট ভাইয়ের স্ত্রী। ঘটনার সময় আমি বাড়িতে ছিলাম। আমার কাছে তাঁর ফোন নম্বর থেকে একটি ফোন আসে। ফোনে আমাকে জানানো হয় ব্যাংক থেকে নামার পরপর তাঁর কাছ থেকে টাকা ছিনতাই হয়েছে। এ খবর পেয়ে আমি ব্যাংকে চলে আসি।
এ দিকে ব্যাংকে টাকা তুলতে আসা সুফিয়া বেগম ও সেলিনা পারভীন জানান, ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফিরব এর কোনো নিশ্চয়তা দেখছি না। দিনদুপুরে প্রকাশ্যে এভাবে ছিনতাই মেনে নেওয়া যায় না।
সোনালী ব্যাংক ঝিনাইদহ শাখার ম্যানেজার জাকির হোসেন জানান, পারভিন খাতুন ১১টার দিকে ব্যাংক থেকে টাকা উত্তোলন করে নিয়ে যায়। এর কিছুক্ষণ পর তিনি আবার ব্যাংকে ফিরে এসে আমাদের জানান তাঁর কাছ থেকে টাকা ছিনতাই হয়েছে। এ কথা বলেই তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। তাঁকে ব্যাংকের একটি রুমে রেখে আমরা পুলিশকে বিষয়টি জানাই।
ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ সোহেল রানা জানান, আমি থানায় নেই কাজে বাইরে আছি। ছিনতাই এর বিষয়ে আমি কিছু জানি না।

লক্ষ্মীপুরের রায়পুরে সন্দেহের জেরে ‘মাদকাসক্ত’ একদল যুবকের হামলায় আহত কলেজছাত্র আশরাফুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
১ ঘণ্টা আগে
রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৯ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৯ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৯ ঘণ্টা আগে