কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের জন্য স্থাপন করা বৈদ্যুতিক সাবস্টেশনে চুরির ঘটনা ঘটেছে। গতকাল সোমবার দিবাগত রাতের কোনো এক সময় এই চুরি হয়েছে বলে জানা গেছে। চোরচক্র সাবস্টেশনের পেছনের দিকের জানালার গ্রিল ভেঙে ভেতরে ঢুকে মূল্যবান বৈদ্যুতিক যন্ত্রাংশ চুরি করে নিয়ে যায়।
আজ মঙ্গলবার রুটিন চেকআপে এসে বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে। এ বিষয়ে সাবস্টেশনের দেখভালের দায়িত্বে থাকা কুষ্টিয়া গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী (ই/এম) সজিবুর রহমান বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় মামলা করেছেন। কুষ্টিয়া মডেল থানা-পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করে নিয়ে গেছে।
জেলা বিদ্যুৎ বিভাগ, গণপূর্ত বিভাগ এবং পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, কুষ্টিয়ার জেলা প্রশাসকের কার্যালয়ের বিদ্যুৎ সরবরাহের জন্য গত বছর জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান ফটকের ডান পাশে একটি একতলা ভবনে এই সাবস্টেশনটি নির্মাণ করা হয়। এটির দেখভালের দায়িত্বে আছে গণপূর্ত বিভাগ। সোমবার দিবাগত রাতের কোনো এক সময় চোর চক্র জানালার গ্রিল ভেঙে ভেতরে ঢুকে লাইন চলমান থাকা অবস্থায় বেশ কিছু তার এবং যন্ত্রাংশ চুরি করে নিয়ে যায়। গণপূর্ত বিভাগের পক্ষ থেকে, চুরিকৃত মালামালের দাম প্রায় ২ লাখ টাকা বলে দাবি করা হয়েছে।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে সাবস্টেশনে গিয়ে দেখা যায়, সেখানে কুষ্টিয়া গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী (ই/এম) সজিবুর রহমানসহ কয়েকজন সাবস্টেশনে সংস্কারের কাজ করছেন। সেখানে গিয়ে চুরির বিষয়ে জানতে চাইলে সজিবুর জানান, সেখানে কোনো চুরির ঘটনা ঘটেনি। তাঁরা মেরামতের কাজ করছেন। চুরি হয়নি তাহলে থানায় অভিযোগ দিলেন কেন—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে কথা বলতে স্যাররা নিষেধ করেছেন।
গণপূর্ত বিভাগ কুষ্টিয়ার নির্বাহী প্রকৌশলী জাহিদুল ইসলাম চুরির বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এ বিষয়ে জেলা প্রশাসকের সঙ্গে কথা বলে কুষ্টিয়া মডেল থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। যেসব মালামাল চুরি হয়েছে তার মূল্য কমপক্ষে ২ লাখ টাকা।’
জাহিদুল ইসলাম আরও বলেন, ‘এমন একটি জায়গায় চুরির ঘটনা ঘটেছে তা দেখে মনে হচ্ছে চোর বৈদ্যুতিক কাজে অভিজ্ঞ। তা না হলে লাইন চলমান অবস্থায় আর্থিং-এর তার কেটে নেওয়া সম্ভব নয়। তা ছাড়া, সেখানের সাবস্টেশন থেকে যা চুরি হয়েছে সবই দামি মালামাল।’
চুরির বিষয়ে জানতে চাইলে কুষ্টিয়ার ডিসি সাইদুল ইসলাম বলেন, ‘এ বিষয়ে আমি বিস্তারিত খোঁজ নিয়ে আপনাকে পরে জানাচ্ছি।’
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, ‘এ বিষয়ে গণপূর্ত বিভাগের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে মামলা করা হয়েছে। চোর চক্রকে গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ করছে।’

কুষ্টিয়ার জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের জন্য স্থাপন করা বৈদ্যুতিক সাবস্টেশনে চুরির ঘটনা ঘটেছে। গতকাল সোমবার দিবাগত রাতের কোনো এক সময় এই চুরি হয়েছে বলে জানা গেছে। চোরচক্র সাবস্টেশনের পেছনের দিকের জানালার গ্রিল ভেঙে ভেতরে ঢুকে মূল্যবান বৈদ্যুতিক যন্ত্রাংশ চুরি করে নিয়ে যায়।
আজ মঙ্গলবার রুটিন চেকআপে এসে বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে। এ বিষয়ে সাবস্টেশনের দেখভালের দায়িত্বে থাকা কুষ্টিয়া গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী (ই/এম) সজিবুর রহমান বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় মামলা করেছেন। কুষ্টিয়া মডেল থানা-পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করে নিয়ে গেছে।
জেলা বিদ্যুৎ বিভাগ, গণপূর্ত বিভাগ এবং পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, কুষ্টিয়ার জেলা প্রশাসকের কার্যালয়ের বিদ্যুৎ সরবরাহের জন্য গত বছর জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান ফটকের ডান পাশে একটি একতলা ভবনে এই সাবস্টেশনটি নির্মাণ করা হয়। এটির দেখভালের দায়িত্বে আছে গণপূর্ত বিভাগ। সোমবার দিবাগত রাতের কোনো এক সময় চোর চক্র জানালার গ্রিল ভেঙে ভেতরে ঢুকে লাইন চলমান থাকা অবস্থায় বেশ কিছু তার এবং যন্ত্রাংশ চুরি করে নিয়ে যায়। গণপূর্ত বিভাগের পক্ষ থেকে, চুরিকৃত মালামালের দাম প্রায় ২ লাখ টাকা বলে দাবি করা হয়েছে।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে সাবস্টেশনে গিয়ে দেখা যায়, সেখানে কুষ্টিয়া গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী (ই/এম) সজিবুর রহমানসহ কয়েকজন সাবস্টেশনে সংস্কারের কাজ করছেন। সেখানে গিয়ে চুরির বিষয়ে জানতে চাইলে সজিবুর জানান, সেখানে কোনো চুরির ঘটনা ঘটেনি। তাঁরা মেরামতের কাজ করছেন। চুরি হয়নি তাহলে থানায় অভিযোগ দিলেন কেন—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে কথা বলতে স্যাররা নিষেধ করেছেন।
গণপূর্ত বিভাগ কুষ্টিয়ার নির্বাহী প্রকৌশলী জাহিদুল ইসলাম চুরির বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এ বিষয়ে জেলা প্রশাসকের সঙ্গে কথা বলে কুষ্টিয়া মডেল থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। যেসব মালামাল চুরি হয়েছে তার মূল্য কমপক্ষে ২ লাখ টাকা।’
জাহিদুল ইসলাম আরও বলেন, ‘এমন একটি জায়গায় চুরির ঘটনা ঘটেছে তা দেখে মনে হচ্ছে চোর বৈদ্যুতিক কাজে অভিজ্ঞ। তা না হলে লাইন চলমান অবস্থায় আর্থিং-এর তার কেটে নেওয়া সম্ভব নয়। তা ছাড়া, সেখানের সাবস্টেশন থেকে যা চুরি হয়েছে সবই দামি মালামাল।’
চুরির বিষয়ে জানতে চাইলে কুষ্টিয়ার ডিসি সাইদুল ইসলাম বলেন, ‘এ বিষয়ে আমি বিস্তারিত খোঁজ নিয়ে আপনাকে পরে জানাচ্ছি।’
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, ‘এ বিষয়ে গণপূর্ত বিভাগের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে মামলা করা হয়েছে। চোর চক্রকে গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ করছে।’

১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে অবশেষে মুক্ত হলেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য (ভিসি) ও উপ উপাচার্য (প্রো-ভিসি)। গতকাল সোমবার দিবাগত রাত ১ টায় শাকসুর দাবিতে আন্দোলনকারীরা কর্মসূচি সাময়িক স্থগিত করে আন্দোলনস্থল ত্যাগ করলে তারা মুক্ত হন।
১ ঘণ্টা আগে
রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৭ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৭ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৮ ঘণ্টা আগে