
যশোরের মনিরামপুরে তারিফ হোসেন (২৪) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে মনিরামপুর থানা পুলিশ উপজেলার কুয়াদা জামজামি এলাকার একটি আম বাগান থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছেন।
তারিফ হোসেন একই উপজেলার ভবানীপুর গ্রামের আতাউর রহমানের ছেলে।
তারিফ হোসেনের আত্মহত্যার প্রকৃত কারণ জানা যায়নি। পুলিশ ও পরিবারের দাবি, পারিবারিক কলহের জেরে হতাশাগ্রস্থ হয়ে তিনি আত্মহত্যা করেছেন।
তারিফ হোসেনের বাবা আতাউর রহমান বলেন, ‘আমার আপন ভাই আকবার আলীর শ্বশুরবাড়ির আত্মীয়র সঙ্গে ঢাকুরিয়া গ্রামে মেয়ে তাজমিনকে বিয়ে দিয়েছিলাম। এর মধ্যে ভাই আকবরের সঙ্গে আমার জমিজমা নিয়ে বিরোধ শুরু হয়। ফলে তিনি তাজমিনের সংসার টিকে থাকুক সেটা চাইতেন না। এসব নিয়ে আমাদের মধ্যে বিরোধ চলছিল। বিরোধের মধ্যে গত মাসে তাজমিন তাঁর ভাইয়ের (তারিফের) বিয়েতে আমার বাড়িতে আসে। বিষয়টি ভালোভাবে নেয়নি তাঁর স্বামী আমিনুর। বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হলে তাজমিন শ্বশুরবাড়ি ফিরে যায়। তখন তাঁর ওপর ক্ষিপ্ত হয়ে তাজমিনকে তালাক দেয় তার স্বামী।’
আতাউর রহমান আরও বলেন, ‘ভাইয়ের বিয়েতে এসে বোনের তালাক হয়ে যাওয়ার বিষয়টি স্বাভাবিকভাবে মেনে নিতে পারেননি তারিফ। এটা নিয়ে তারিফের ভেতরে হতাশা কাজ করছিল। আজ বুধবার সকালে তারিফ তাঁর স্ত্রীকে নিয়ে অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় চলে যেতে চান। এতে ওর মা বাধা দেন। পরে বাড়ি থেকে মাছ ধরার কথা বলে বেরিয়ে এসে জামজামি এলাকায় একটি বাগানে আমগাছে ঝুলে আত্মহত্যা করে তারিফ।’
তিনি আক্ষেপ করে বলেন, ‘এক মাস আগে ছেলেটিকে ঝিকরগাছা উপজেলায় বিয়ে দিলাম। ঘরে নতুন বউ। কিন্তু এখন সব শেষ।’
মনিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) কানু দত্ত বলেন, ‘পারিবারিক কলহের সূত্রধরে তারিফ হোসেন আত্মহত্যা করেছেন। আমরা লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছি।’

যশোরের মনিরামপুরে তারিফ হোসেন (২৪) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে মনিরামপুর থানা পুলিশ উপজেলার কুয়াদা জামজামি এলাকার একটি আম বাগান থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছেন।
তারিফ হোসেন একই উপজেলার ভবানীপুর গ্রামের আতাউর রহমানের ছেলে।
তারিফ হোসেনের আত্মহত্যার প্রকৃত কারণ জানা যায়নি। পুলিশ ও পরিবারের দাবি, পারিবারিক কলহের জেরে হতাশাগ্রস্থ হয়ে তিনি আত্মহত্যা করেছেন।
তারিফ হোসেনের বাবা আতাউর রহমান বলেন, ‘আমার আপন ভাই আকবার আলীর শ্বশুরবাড়ির আত্মীয়র সঙ্গে ঢাকুরিয়া গ্রামে মেয়ে তাজমিনকে বিয়ে দিয়েছিলাম। এর মধ্যে ভাই আকবরের সঙ্গে আমার জমিজমা নিয়ে বিরোধ শুরু হয়। ফলে তিনি তাজমিনের সংসার টিকে থাকুক সেটা চাইতেন না। এসব নিয়ে আমাদের মধ্যে বিরোধ চলছিল। বিরোধের মধ্যে গত মাসে তাজমিন তাঁর ভাইয়ের (তারিফের) বিয়েতে আমার বাড়িতে আসে। বিষয়টি ভালোভাবে নেয়নি তাঁর স্বামী আমিনুর। বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হলে তাজমিন শ্বশুরবাড়ি ফিরে যায়। তখন তাঁর ওপর ক্ষিপ্ত হয়ে তাজমিনকে তালাক দেয় তার স্বামী।’
আতাউর রহমান আরও বলেন, ‘ভাইয়ের বিয়েতে এসে বোনের তালাক হয়ে যাওয়ার বিষয়টি স্বাভাবিকভাবে মেনে নিতে পারেননি তারিফ। এটা নিয়ে তারিফের ভেতরে হতাশা কাজ করছিল। আজ বুধবার সকালে তারিফ তাঁর স্ত্রীকে নিয়ে অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় চলে যেতে চান। এতে ওর মা বাধা দেন। পরে বাড়ি থেকে মাছ ধরার কথা বলে বেরিয়ে এসে জামজামি এলাকায় একটি বাগানে আমগাছে ঝুলে আত্মহত্যা করে তারিফ।’
তিনি আক্ষেপ করে বলেন, ‘এক মাস আগে ছেলেটিকে ঝিকরগাছা উপজেলায় বিয়ে দিলাম। ঘরে নতুন বউ। কিন্তু এখন সব শেষ।’
মনিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) কানু দত্ত বলেন, ‘পারিবারিক কলহের সূত্রধরে তারিফ হোসেন আত্মহত্যা করেছেন। আমরা লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছি।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের মোট সম্পদের পরিমাণ ৮৯ লাখ ৮২ হাজার ৮৪১ টাকা। তাঁর স্ত্রী মারিয়া আক্তারের সম্পদের পরিমাণ ২ লাখ ৬৬ হাজার ৮১৮ টাকা। তাঁদের কোনো স্বর্ণালংকার নেই।
১ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে মারা যাওয়া মো. নিরব হোসেন (৫৬) দৈনিক জনকণ্ঠের সাবেক প্রশাসনিক কর্মকর্তা। তাঁর বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা গ্রামে। রাজধানীর বড় মগবাজারে তিনি পরিবারসহ বসবাস করতেন।
১ ঘণ্টা আগে
ভিডিওতে অজ্ঞাতনামা ব্যক্তির (ঠিকাদার প্রতিনিধি) সঙ্গে কথা বলার আগে কাজের বিলের ফাইল স্বাক্ষর করার সময় ৪৫ হাজার টাকা নেওয়ার বিষয়টিও উঠে আসে। এ ছাড়া নতুন করে আরও পাঁচ হাজার টাকা না দেওয়ায় গড়িমসি করতে থাকেন ওই প্রকৌশলী। একপর্যায়ে তাঁকে অজ্ঞাতনামা ব্যক্তির কাছ থেকে টাকা নিয়ে পকেটে রাখতে দেখা যায়।
২ ঘণ্টা আগে
চট্টগ্রামের আনোয়ারায় কনকনে শীতের মধ্যে সড়কের পাশ থেকে উদ্ধার হওয়া দুই শিশুর পরিচয় শনাক্ত হয়েছে। তাদের বাড়ি খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলায়।
২ ঘণ্টা আগে