
মেহেরপুরের গাংনীতে ঈদে চাহিদা বেড়েছে দইয়ের। নিজেদের প্রয়োজন ও আত্মীয়স্বজনের আপ্যায়নে মানুষ দই কিনছেন। দই কিনে ক্রেতারা ঠকছেন বলে অভিযোগ উঠেছে। দুই কেজি দইয়ের ওজনে হাঁড়ি বাবদ ৩০০ গ্রাম বাদ দেওয়ার কথা। কিন্তু হাঁড়ির প্রকৃত ওজন থাকছে প্রায় ৬০০ গ্রাম। এতে অতিরিক্ত ৩০০ গ্রামের টাকা গুনতে হচ্ছে ক্রেতাদের।
স্থানীয় ক্রেতারা জানান, ২৪০ টাকা দিয়ে দেড় কেজির দই কিনলে মাটির হাঁড়ির ওজন বাবদ সাধারণত ২০০ গ্রাম বাদ দেওয়া হয়। কিন্তু হাঁড়ির ওজন থাকে প্রায় ৪০০ গ্রাম, এতে প্রায় ৩২ টাকা বেশি নেওয়া হচ্ছে। আর ৩২০ টাকা দিয়ে দুই কেজির দইয়ের হাঁড়িতে বিক্রেতারা বাদ দেন ৩০০ গ্রাম, কিন্তু হাঁড়ির ওজন থাকে প্রায় ৬০০ গ্রাম। এতে ক্রেতারা প্রায় ৪৮ টাকা বেশি দিচ্ছেন। স্থানীয়রা বলেন, প্রশাসন যদি বিভিন্ন জায়গায় জরিমানা করে, তাহলে এই অনৈতিক কাজগুলো অনেক কমে যাবে।
গাংনীর দেবীপুর বাজারে দই কিনতে আসা স্থানীয় বাসিন্দা মো. আফজাল হোসেন বলেন, ‘১৬০ টাকা কেজি দরে দই কিনলাম। আর দুই কেজির দইয়ের হাঁড়ির ওজন ৩০০ গ্রাম বাদ দেওয়া হলেও প্রকৃত ওজন ছিল ৬০০ গ্রাম। এতে ঠকতে হয়েছে। বাড়তি লাভ গুনেছেন বিক্রেতা। প্রশাসনের কোনো তদারকি নেই। এ জন্য বিক্রেতারা আমাদের ঠকাচ্ছেন।’
গাংনীর বামন্দী বাজারে কথা হয় রবিউল ইসলাম নামের এক ব্যক্তির সঙ্গে। দই কেনার বিষয়ে তিনি বলেন, ‘আমরা দই কিনে প্রতিনিয়তই ঠকছি। এরপরেও আমাদের দই কিনতে হচ্ছে। কারণ, ঈদে আত্মীয়রা বাড়িতে আসছেন।’
বামন্দী এলাকার দই ব্যবসায়ী মো. বাশার আলী বলেন, ‘আমাদের কিছুই করার নেই। আমরা যেভাবে কিনে আনছি, সেভাবেই বিক্রি করছি। যেখান থেকে দই কিনে আনি, সেখানে আমাদের কাছেও হাঁড়ির দাম নিয়ে নিচ্ছে। আর মাটির হাঁড়িতে দই ভালো থাকে বলে এর কদর একটু বেশি।’
গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রীতম সাহা বলেন, ‘বাজার তদারকি করছি। আর অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এর জন্য সবার সহযোগিতা কামনা করছি।’

বাংলাদেশ থেকে ভারত ভ্রমণে বিধিনিষেধ, ভিসায় কড়াকড়ি, নানা শর্ত আরোপ আর ভ্রমণ কর বৃদ্ধির নেতিবাচক প্রভাব পড়েছে বেনাপোল স্থলবন্দরে। এক বছরের ব্যবধানে এই বন্দর দিয়ে ভারতগামী ও প্রত্যাবর্তনকারী পাসপোর্টধারী যাত্রীর সংখ্যা কমেছে ১৩ লাখ ৫০ হাজারের বেশি।
১ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের অষ্টগ্রামে খালের ওপর নির্মিত ৬৭ লাখ টাকার একটি গার্ডার সেতু পাঁচ বছরেও মানুষের ব্যবহারে আসেনি। সেতুর দুই পাশে সংযোগ সড়ক না থাকায় এটি এখন কার্যত অকার্যকর। কাজ শেষ না করেই বিল উত্তোলনের অভিযোগ উঠেছে।
১ ঘণ্টা আগে
মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল এলাকায় বিস্তীর্ণ মাঠজুড়ে ধান, গমসহ নানা ধরনের ফসল। তারই মাঝখানে একখণ্ড জমিতে কোদাল দিয়ে তামাকগাছ পরিচর্যা করছেন এক কৃষক। একসময় এই জমিতেও বিভিন্ন ফসল উৎপাদন হতো। অধিক লাভের প্রলোভনে এখন সেখানে ঢুকে পড়েছে তামাক চাষ।
২ ঘণ্টা আগে
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বরিশালে আসছেন ৪ ফেব্রুয়ারি। ঠিক তার এক দিন পর ৬ ফেব্রুয়ারি বরিশাল সফর করবেন জামায়াতের আমির শফিকুর রহমান। এর মাঝে ৫ ফেব্রুয়ারি বরিশালে নির্বাচনী জনসভায় আসছেন ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
২ ঘণ্টা আগে