
যশোরের মনিরামপুরে পারিবারিক কলহের জেরে স্বামীর দায়ের কোপে গুরুতর জখমের দুই দিন পর গৃহবধূ পারভিনা বেগম (৪৫) মারা গেছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল শুক্রবার রাত ১২টার দিকে তাঁর মৃত্যু হয়। গত বুধবার রাত ১১টার দিকে স্বামী উজির আলী পারভিনা বেগমকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন।
নেহালপুর ক্যাম্প পুলিশের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আব্দুল হান্নান আজ শনিবার আজকের পত্রিকাকে গৃহবধূর মৃত্যু হওয়ার তথ্য নিশ্চিত করেন।
এদিকে স্ত্রীকে কুপিয়ে জখম করার কয়েক ঘণ্টা পর স্বামী উজির আলীর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। তিনি দড়ি দিয়ে শজনেগাছের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে ধারণা পুলিশের।
এসআই আব্দুল হান্নান বলেন, ‘স্ত্রীকে কুপিয়ে জখম করার ঘটনায় গত বুধবার রাত ২টার দিকে উজির আলীর বিরুদ্ধে থানায় হত্যাচেষ্টার মামলা করেন পারভিনা বেগমের ভাই আসাদ গাজী। এর পরই উজির আলীকে ধরতে আমরা অভিযানে নামি। কিন্তু পলাতক থাকায় তাঁকে ধরা যায়নি। পরদিন সকালে উজিরের ঝুলন্ত লাশ উদ্ধার হলে নিহতের ভাই বাদী হয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন।’
এসআই আব্দুল হান্নান আরও বলেন, ‘উজির আলীর লাশের ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর জানা যাবে তিনি কীভাবে মারা গেছেন।’
স্থানীয়রা জানান, তিন স্ত্রী বর্তমান থাকার পরও নেহালপুরের বালিদা গ্রামের ভ্যানচালক উজির আলী একই গ্রামের দেন আলী গাজীর মেয়ে পারভিনাকে বিয়ে করে স্থানীয় ঝাউতলা নামক এলাকায় ৯ মাস আগে একটি ভাড়া বাড়িতে ওঠেন। সেখানে কলহের জেরে গত বুধবার রাতে তিনি গাছি দা দিয়ে স্ত্রী পারভিনাকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে পালিয়ে যান। পরে পারভিনা বেগমের চিৎকারে আশপাশের লোকজন এসে তাঁকে মনিরামপুর হাসপাতালে নেন। অবস্থা গুরুতর হওয়ায় ওই রাতে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন স্বজনেরা।

যশোরের মনিরামপুরে পারিবারিক কলহের জেরে স্বামীর দায়ের কোপে গুরুতর জখমের দুই দিন পর গৃহবধূ পারভিনা বেগম (৪৫) মারা গেছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল শুক্রবার রাত ১২টার দিকে তাঁর মৃত্যু হয়। গত বুধবার রাত ১১টার দিকে স্বামী উজির আলী পারভিনা বেগমকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন।
নেহালপুর ক্যাম্প পুলিশের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আব্দুল হান্নান আজ শনিবার আজকের পত্রিকাকে গৃহবধূর মৃত্যু হওয়ার তথ্য নিশ্চিত করেন।
এদিকে স্ত্রীকে কুপিয়ে জখম করার কয়েক ঘণ্টা পর স্বামী উজির আলীর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। তিনি দড়ি দিয়ে শজনেগাছের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে ধারণা পুলিশের।
এসআই আব্দুল হান্নান বলেন, ‘স্ত্রীকে কুপিয়ে জখম করার ঘটনায় গত বুধবার রাত ২টার দিকে উজির আলীর বিরুদ্ধে থানায় হত্যাচেষ্টার মামলা করেন পারভিনা বেগমের ভাই আসাদ গাজী। এর পরই উজির আলীকে ধরতে আমরা অভিযানে নামি। কিন্তু পলাতক থাকায় তাঁকে ধরা যায়নি। পরদিন সকালে উজিরের ঝুলন্ত লাশ উদ্ধার হলে নিহতের ভাই বাদী হয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন।’
এসআই আব্দুল হান্নান আরও বলেন, ‘উজির আলীর লাশের ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর জানা যাবে তিনি কীভাবে মারা গেছেন।’
স্থানীয়রা জানান, তিন স্ত্রী বর্তমান থাকার পরও নেহালপুরের বালিদা গ্রামের ভ্যানচালক উজির আলী একই গ্রামের দেন আলী গাজীর মেয়ে পারভিনাকে বিয়ে করে স্থানীয় ঝাউতলা নামক এলাকায় ৯ মাস আগে একটি ভাড়া বাড়িতে ওঠেন। সেখানে কলহের জেরে গত বুধবার রাতে তিনি গাছি দা দিয়ে স্ত্রী পারভিনাকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে পালিয়ে যান। পরে পারভিনা বেগমের চিৎকারে আশপাশের লোকজন এসে তাঁকে মনিরামপুর হাসপাতালে নেন। অবস্থা গুরুতর হওয়ায় ওই রাতে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন স্বজনেরা।

মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস একটি অটোরিকশাকে চাপা দিয়ে খাদে পড়ে যায়। এতে সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের ঘটকচর এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
৬ মিনিট আগে
একের পর এক বিতর্ক পিছু ছাড়ছে না রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের। এবার বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে এক শিক্ষকের টাঙানো ব্যানার খুলে নিজের ফেসবুকে ভিডিও পোস্ট করেন রাকসুর এই নেতা।
৪২ মিনিট আগে
রংপুরের বদরগঞ্জে তিন দিন আগে উদ্ধার হওয়া বস্তাবন্দী নারীর লাশের পরিচয় মিলেছে। নিহত নারীর নাম মোছা. রিয়া। তিনি একজন পোশাককর্মী বলে জানিয়েছে তাঁর পরিবার। আজ রোববার দুপুরে পুলিশ তাঁর পরিবারের কাছে লাশ হস্তান্তর করেছে।
১ ঘণ্টা আগে
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এতে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী নিয়োগে জালিয়াতি অভিযোগের সত্যতা পেয়েছে সংস্থাটি।
২ ঘণ্টা আগে