প্রতিনিধি, ঝিনাইদহ

চলমান কঠোর লকডাউনের মধ্যেও শিল্পকারখানা খোলার ঘোষণায় মহাসড়কে বেড়েছে মানুষের চলাচল। আজ শনিবার সকাল থেকেই ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালে ঢাকাগামী যাত্রীদের ভিড় লেগে আছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে ভিড়। বিভিন্ন স্থান থেকে ইজিবাইক, ভ্যান, রিকশা করে টার্মিনালে এসে হাজির হচ্ছে মানুষ। গণপরিবহন বন্ধ থাকায় বিপাকে পড়েছে তারা। কাজে যোগ দিতে ইজিবাইক, মাহেন্দ্র, পিকআপসহ ছোট ছোট যানবাহনে চড়ে ঢাকায় ফিরতে হচ্ছে তাদের। এতে গুনতে হচ্ছে মোটা অঙ্কের টাকা।
যশোর থেকে ঢাকাগামী রাশেদুল ইসলাম নামের এক যাত্রী বলেন, ‘আগামীকাল থেকে অফিস খুলছে, তাই ঢাকায় ফিরতে হচ্ছে। সেই কারণে বাচ্চাদের নিয়ে অনেক কষ্টে সিএনজিচালিত অটোরিকশায় করে যাচ্ছি। ফ্যাক্টরি খোলা আছে, এখন গাড়িগুলো যদি খুলে দিত, তাহলে আমাদের ভোগান্তি হতো না।’
আব্দুল্লাহ নামের এক যাত্রী বলেন, ‘আমি ও আমার স্ত্রী যশোরের অভয়নগর থেকে ঢাকায় যাচ্ছি। কিন্তু ঠিকমতো গাড়ি না থাকায় ১০ টাকার ভাড়া ১০০ টাকা নিচ্ছে, তা-ও গাড়ি পাচ্ছি না। খুবই বিপদে পড়েছি। যদি ঢাকায় যেতে না পারি, তাহলে চাকরি থাকবে না।’
চুয়াডাঙ্গা থেকে আসা নাজমুল হোসেন নামের এক যাত্রী বলেন, `সরকার জনগণের কথা কখনো চিন্তাই করে না। আমাদের কথা যদি ভাবত, তাহলে গাড়ি চালু করত। গাড়ি বন্ধ করে গার্মেন্টস খুলে দেওয়া কোনোভাবেই উচিত হয়নি। এভাবে আমাদের ভোগান্তি দেওয়া ঠিক না।’
এ ব্যাপারে ঝিনাইদহ ট্রাফিক ইন্সপেক্টর সালাহউদ্দিন বলেন, আজ সকাল থেকে টার্মিনালে মানুষের উপস্থিতি বেড়েছে। তারা ছোট ছোট যানবাহনে করে ঢাকায় ফিরছে।

চলমান কঠোর লকডাউনের মধ্যেও শিল্পকারখানা খোলার ঘোষণায় মহাসড়কে বেড়েছে মানুষের চলাচল। আজ শনিবার সকাল থেকেই ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালে ঢাকাগামী যাত্রীদের ভিড় লেগে আছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে ভিড়। বিভিন্ন স্থান থেকে ইজিবাইক, ভ্যান, রিকশা করে টার্মিনালে এসে হাজির হচ্ছে মানুষ। গণপরিবহন বন্ধ থাকায় বিপাকে পড়েছে তারা। কাজে যোগ দিতে ইজিবাইক, মাহেন্দ্র, পিকআপসহ ছোট ছোট যানবাহনে চড়ে ঢাকায় ফিরতে হচ্ছে তাদের। এতে গুনতে হচ্ছে মোটা অঙ্কের টাকা।
যশোর থেকে ঢাকাগামী রাশেদুল ইসলাম নামের এক যাত্রী বলেন, ‘আগামীকাল থেকে অফিস খুলছে, তাই ঢাকায় ফিরতে হচ্ছে। সেই কারণে বাচ্চাদের নিয়ে অনেক কষ্টে সিএনজিচালিত অটোরিকশায় করে যাচ্ছি। ফ্যাক্টরি খোলা আছে, এখন গাড়িগুলো যদি খুলে দিত, তাহলে আমাদের ভোগান্তি হতো না।’
আব্দুল্লাহ নামের এক যাত্রী বলেন, ‘আমি ও আমার স্ত্রী যশোরের অভয়নগর থেকে ঢাকায় যাচ্ছি। কিন্তু ঠিকমতো গাড়ি না থাকায় ১০ টাকার ভাড়া ১০০ টাকা নিচ্ছে, তা-ও গাড়ি পাচ্ছি না। খুবই বিপদে পড়েছি। যদি ঢাকায় যেতে না পারি, তাহলে চাকরি থাকবে না।’
চুয়াডাঙ্গা থেকে আসা নাজমুল হোসেন নামের এক যাত্রী বলেন, `সরকার জনগণের কথা কখনো চিন্তাই করে না। আমাদের কথা যদি ভাবত, তাহলে গাড়ি চালু করত। গাড়ি বন্ধ করে গার্মেন্টস খুলে দেওয়া কোনোভাবেই উচিত হয়নি। এভাবে আমাদের ভোগান্তি দেওয়া ঠিক না।’
এ ব্যাপারে ঝিনাইদহ ট্রাফিক ইন্সপেক্টর সালাহউদ্দিন বলেন, আজ সকাল থেকে টার্মিনালে মানুষের উপস্থিতি বেড়েছে। তারা ছোট ছোট যানবাহনে করে ঢাকায় ফিরছে।

লক্ষ্মীপুরের রায়পুরে সন্দেহের জেরে ‘মাদকাসক্ত’ একদল যুবকের হামলায় আহত কলেজছাত্র আশরাফুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
১ ঘণ্টা আগে
রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৯ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৯ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৯ ঘণ্টা আগে