
‘গণঅধিকার পরিষদ অন্তর্বর্তী সরকারের প্রধান ড. ইউনূসের পদত্যাগ চায়নি। আমরা সরকারের ভুলগুলো ধরিয়ে দিতে চেয়েছি। আমরা একটিবারের জন্যেও পদত্যাগ চাইনি। কিন্তু সরকারপ্রধান পদত্যাগের নাটক করেছেন। এটা জনগণের সঙ্গে ইমোশনালি ব্ল্যাকমেল করা হয়েছে।’
নির্বাচনের রোডম্যাপ ঘোষণার প্রতিক্রিয়ায় আজ বুধবার (১১ জুন) সকালে ঝিনাইদহ শহরের একটি রেস্টুরেন্টে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান এসব কথা বলেন। নির্বাচনী ভাবনা নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে দলটি।
সংবাদ সম্মেলনে রাশেদ খান বলেন, সরকার তার সফলতার কথা বলছে, কিন্তু তাদের অসংখ্য ব্যর্থতা রয়েছে তা বলছে না। ব্যর্থতা উত্তরণে তারা কী করতে চায়, তা বলছে না। এ সরকার গণ-অভ্যুত্থানের সরকার। ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে গঠিত সরকার। কিন্তু এ সরকার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে জনগণ ও দেশের স্টেকহোল্ডার ও রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিচ্ছে না। তারা এককভাবে সিদ্ধান্ত নিচ্ছে। তাদের একক সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি স্বৈরাচার সরকারপ্রধান শেখ হাসিনার চরিত্রকে মনে করিয়ে দেয়। আলাপ-আলোচনা ছাড়া কোনো সিদ্ধান্ত নিলে তা গ্রহণযোগ্য হবে না। তিনি বলেন, ‘আমরা চাই গণ-অভ্যুত্থানের সরকার হবে ১৮ কোটি মানুষের সরকার।’
গণঅধিকার পরিষদের নেতা বলেন, ‘সরকারপ্রধান বলেছিলেন, প্রতি মাসে সরকারের কর্মকর্তা ও উপদেষ্টারা তাঁদের সম্পদের হিসাব দেবেন। কিন্তু গত ১০ মাসে একটিবারের জন্যও কেউ তাঁদের সম্পদের হিসাব দেননি। কিন্তু কয়েকজন উপদেষ্টার এপিএসের এনআইডি লক করা হলো। তাঁদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ করা হলো। তাঁদের বিদেশ যেতে নিষেধাজ্ঞা জারি হলো, এসবই নাটক। সরকারের একজন নারী উপদেষ্টার বিরুদ্ধে লুটপাটের অভিযোগ উঠেছে, কিন্তু সরকার তদন্ত করছে না।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা গণঅধিকার পরিষদের সভাপতি সাখাওত হোসেন, সাধারণ সম্পাদক ইকবাল জাহিদ রাজন, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের জেলা সভাপতি আব্দুল আল মামুন, সাধারণ সম্পাদক রিহান হোসেন (রায়হান), যুব অধিকার পরিষদ নেতা রকিবুল হাসান, পৌর গণঅধিকার পরিষদের সভাপতি মাহফুজুর রহমান ও সদর উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি হালিম পারভেজ।

বাংলাদেশ থেকে ভারত ভ্রমণে বিধিনিষেধ, ভিসায় কড়াকড়ি, নানা শর্ত আরোপ আর ভ্রমণ কর বৃদ্ধির নেতিবাচক প্রভাব পড়েছে বেনাপোল স্থলবন্দরে। এক বছরের ব্যবধানে এই বন্দর দিয়ে ভারতগামী ও প্রত্যাবর্তনকারী পাসপোর্টধারী যাত্রীর সংখ্যা কমেছে ১৩ লাখ ৫০ হাজারের বেশি।
২ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের অষ্টগ্রামে খালের ওপর নির্মিত ৬৭ লাখ টাকার একটি গার্ডার সেতু পাঁচ বছরেও মানুষের ব্যবহারে আসেনি। সেতুর দুই পাশে সংযোগ সড়ক না থাকায় এটি এখন কার্যত অকার্যকর। কাজ শেষ না করেই বিল উত্তোলনের অভিযোগ উঠেছে।
৩ ঘণ্টা আগে
মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল এলাকায় বিস্তীর্ণ মাঠজুড়ে ধান, গমসহ নানা ধরনের ফসল। তারই মাঝখানে একখণ্ড জমিতে কোদাল দিয়ে তামাকগাছ পরিচর্যা করছেন এক কৃষক। একসময় এই জমিতেও বিভিন্ন ফসল উৎপাদন হতো। অধিক লাভের প্রলোভনে এখন সেখানে ঢুকে পড়েছে তামাক চাষ।
৩ ঘণ্টা আগে
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বরিশালে আসছেন ৪ ফেব্রুয়ারি। ঠিক তার এক দিন পর ৬ ফেব্রুয়ারি বরিশাল সফর করবেন জামায়াতের আমির শফিকুর রহমান। এর মাঝে ৫ ফেব্রুয়ারি বরিশালে নির্বাচনী জনসভায় আসছেন ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
৩ ঘণ্টা আগে