মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরে খোঁজ মিলেছে আরাভ খানের স্ত্রী সুরাইয়া আক্তার কেয়ার। তিনিও আরাভের সঙ্গে পুলিশ কর্মকর্তা হত্যা মামলার আসামি। ২০২২ সালে জামিনে বের হয়ে শাহিন নামে এক যুবককে বিয়ে করে মালয়েশিয়ায় চলে যায়। আর ওই সময়ই মেয়েকে শেষ দেখা দেখেন পরিবার। এমনটিই জানান তাঁর বাবা মেহেরপুরের গাংনী উপজেলার গাড়াডোব গ্রামের আবুল কালাম আজাদ।
আবুল কালাম আজাদ বলেন, ‘২০১৪ ও ১৫ সালে মেয়ে সুরাইয়া আক্তার কেয়া স্বামী আপনকে (আরাভ খান) নিয়ে দুইবার গাড়াডোব গ্রামে তাঁর খালার বাড়িতে বেড়াতে আসে। তখন বিলাস বহুল জীবন যাপন করত তারা।’
কিন্তু তিনি বিভিন্ন মারফত জানতে পারেন তাঁর মেয়ে ও জামায় সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। এরপরই কিছুদিন যেতে না যেতেই খবর আসে তাঁর মেয়ে একটি পুলিশ হত্যা মামলার আসামি। পরে কারাগারেও যেতে হয় কেয়াকে। এ সময় স্বামী আপন তালক দেয় তাকে।
কয়েক বছর কারা ভোগের পর ২০২২ সালে জামিনে মুক্তি পায় সে। তবে মেয়ের এমন কর্মকাণ্ডে মোটেও খুশি নন আবুল কালাম আজাদ।
কেয়ার বাবা বলেন, ‘২০২২ সালের মাঝামাঝি সময়ে জামিনে মুক্তি পেয়ে মেয়ে (কেয়া) তার সঙ্গে দেখা করতে গ্রামে আসে। সেটিই শেষ দেখা। কারণ তারপরই সে সদর উপজেলার আমঝুপি গ্রামে শাহিন নামে এক যুবকের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। পরে চলে যায় বিদেশে।’
আবুল কালাম আজাদ আরও বলেন, ‘২০১৩ সালে মেয়ে এসএসসি পাশ করলে ম্যাটসে (চিকিৎসা বিজ্ঞানে ডিপ্লোমা) ভর্তি করে দেয় তাঁর মা। সেখানে পড়ালেখা করতে গিয়ে সম্পর্কে জড়িয়ে পড়েন আরাভের সঙ্গে। তিনি তাকে আপন নামেই চিনতেন। সে নাকি আপন জুয়েলার্সের মালিক এমনটিই জানতেন আবুল কালাম আজাদ। তবে তাঁর মা আমার সঙ্গে মেয়েকে কোনো রকমের যোগযোগ করতে দিতে চাইতো না বলে অভিযোগ করেন তিনি।’
আবুল কালাম আজাদ জানান, কেয়ার মা তার খালাতো বোন। ১৯৯৬ সালে মনোয়ারা বিয়ে পাশ করলে তাঁর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এরপর থেকেই তাদের সংসার জীবন ভালোই চলছিল। কিন্তু ২০০০ সালে জমিজমা সংক্রান্ত বিরোধের একটি মামলায় জেল হয় তার। তখন কেয়ার বয়স মাত্র তিন বছর। মাঝে মাঝে মেয়েকে নিয়ে কারাগারে তাকে দেখতে আসতেন স্ত্রী। কিন্তু দীর্ঘদিন জেলে থাকার কারণে তাদের সংসারে ফাটল ধরে। ২০১১ সালে জেল থেকে বের হয়ে আসেন আবুল কালাম। এসে শোনের তাঁর স্ত্রী তাকে তালাক দিয়েছে। কিন্তু কোনো কাগজপত্র ছাড়ায়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, ‘ডিএমপি সূত্রে আমরা জানতে পেরেছি সুরাইয়া সুলতানা কেয়া আরাভ ওরফে রবিউল ইসলামের স্ত্রী। সে ঢাকার একটি পুলিশ হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি। তাকে পুলিশ খুঁজছে। কেউ বলছে সে মালয়েশিয়া অথবা দুবাই অবস্থান করছে। তাঁর বাড়ি মেহেরপুর হওয়ায় ডিএমপি থেকে তাঁর তথ্য আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। আমরা তার অবস্থান জানার চেষ্টা করছি।’

মেহেরপুরে খোঁজ মিলেছে আরাভ খানের স্ত্রী সুরাইয়া আক্তার কেয়ার। তিনিও আরাভের সঙ্গে পুলিশ কর্মকর্তা হত্যা মামলার আসামি। ২০২২ সালে জামিনে বের হয়ে শাহিন নামে এক যুবককে বিয়ে করে মালয়েশিয়ায় চলে যায়। আর ওই সময়ই মেয়েকে শেষ দেখা দেখেন পরিবার। এমনটিই জানান তাঁর বাবা মেহেরপুরের গাংনী উপজেলার গাড়াডোব গ্রামের আবুল কালাম আজাদ।
আবুল কালাম আজাদ বলেন, ‘২০১৪ ও ১৫ সালে মেয়ে সুরাইয়া আক্তার কেয়া স্বামী আপনকে (আরাভ খান) নিয়ে দুইবার গাড়াডোব গ্রামে তাঁর খালার বাড়িতে বেড়াতে আসে। তখন বিলাস বহুল জীবন যাপন করত তারা।’
কিন্তু তিনি বিভিন্ন মারফত জানতে পারেন তাঁর মেয়ে ও জামায় সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। এরপরই কিছুদিন যেতে না যেতেই খবর আসে তাঁর মেয়ে একটি পুলিশ হত্যা মামলার আসামি। পরে কারাগারেও যেতে হয় কেয়াকে। এ সময় স্বামী আপন তালক দেয় তাকে।
কয়েক বছর কারা ভোগের পর ২০২২ সালে জামিনে মুক্তি পায় সে। তবে মেয়ের এমন কর্মকাণ্ডে মোটেও খুশি নন আবুল কালাম আজাদ।
কেয়ার বাবা বলেন, ‘২০২২ সালের মাঝামাঝি সময়ে জামিনে মুক্তি পেয়ে মেয়ে (কেয়া) তার সঙ্গে দেখা করতে গ্রামে আসে। সেটিই শেষ দেখা। কারণ তারপরই সে সদর উপজেলার আমঝুপি গ্রামে শাহিন নামে এক যুবকের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। পরে চলে যায় বিদেশে।’
আবুল কালাম আজাদ আরও বলেন, ‘২০১৩ সালে মেয়ে এসএসসি পাশ করলে ম্যাটসে (চিকিৎসা বিজ্ঞানে ডিপ্লোমা) ভর্তি করে দেয় তাঁর মা। সেখানে পড়ালেখা করতে গিয়ে সম্পর্কে জড়িয়ে পড়েন আরাভের সঙ্গে। তিনি তাকে আপন নামেই চিনতেন। সে নাকি আপন জুয়েলার্সের মালিক এমনটিই জানতেন আবুল কালাম আজাদ। তবে তাঁর মা আমার সঙ্গে মেয়েকে কোনো রকমের যোগযোগ করতে দিতে চাইতো না বলে অভিযোগ করেন তিনি।’
আবুল কালাম আজাদ জানান, কেয়ার মা তার খালাতো বোন। ১৯৯৬ সালে মনোয়ারা বিয়ে পাশ করলে তাঁর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এরপর থেকেই তাদের সংসার জীবন ভালোই চলছিল। কিন্তু ২০০০ সালে জমিজমা সংক্রান্ত বিরোধের একটি মামলায় জেল হয় তার। তখন কেয়ার বয়স মাত্র তিন বছর। মাঝে মাঝে মেয়েকে নিয়ে কারাগারে তাকে দেখতে আসতেন স্ত্রী। কিন্তু দীর্ঘদিন জেলে থাকার কারণে তাদের সংসারে ফাটল ধরে। ২০১১ সালে জেল থেকে বের হয়ে আসেন আবুল কালাম। এসে শোনের তাঁর স্ত্রী তাকে তালাক দিয়েছে। কিন্তু কোনো কাগজপত্র ছাড়ায়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, ‘ডিএমপি সূত্রে আমরা জানতে পেরেছি সুরাইয়া সুলতানা কেয়া আরাভ ওরফে রবিউল ইসলামের স্ত্রী। সে ঢাকার একটি পুলিশ হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি। তাকে পুলিশ খুঁজছে। কেউ বলছে সে মালয়েশিয়া অথবা দুবাই অবস্থান করছে। তাঁর বাড়ি মেহেরপুর হওয়ায় ডিএমপি থেকে তাঁর তথ্য আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। আমরা তার অবস্থান জানার চেষ্টা করছি।’

রাজধানীর কদমতলী এলাকায় শাহাবুদ্দিন (৪০) নামে এক ভাঙ্গারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত ১০টার দিকে কদমতলী কুদার বাজার আদর্শ সড়ক এলাকায় ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক রাত সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।
২৯ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ কর্মীদের বিএনপিতে ভেড়ানোর অভিযোগ উঠেছে খোদ দলটির কোনো কোনো নেতার বিরুদ্ধে। এ নিয়ে দলীয় নেতারা একে অপরকে দায়ী করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ বিষয়ে কথা চালাচালি হচ্ছে। এদিকে আওয়ামী লীগ কর্মীদের দলে ভেড়ানোকে আশঙ্কাজনক বলছেন বিএনপির শীর্ষ নেতারা।
৩১ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুর প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে রয়েছেন তাঁর স্ত্রী সাবিনা ইয়াসমিন। ১ জানুয়ারি যাচাই-বাছাই শেষে নির্বাচন কমিশন রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও সাবিনা ইয়াসমিনসহ...
৩৫ মিনিট আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেরপুরের তিনটি নির্বাচনী এলাকাতেই স্বতন্ত্র প্রার্থীদের চাপে পড়েছে বিএনপি। আর দীর্ঘদিন একক প্রার্থী নিয়ে মাঠে থাকলেও জোটের প্রার্থী ঘোষণা নিয়ে চাপে পড়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটও।
১ ঘণ্টা আগে