ফরিদপুর প্রতিনিধি

ঘুষ বাণিজ্য ও দুর্নীতির অভিযোগে ফরিদপুর সিভিল সার্জন কার্যালয়ের প্রধান সহকারী কর্মকর্তা সরদার জালাল উদ্দিনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। তাঁরা কক্ষে তালা ঝুলিয়ে দেন। একই সঙ্গে ওই কার্যালয়ের সব দুর্নীতিগ্রস্ত কর্মচারী-কর্মকর্তাদেরও পদত্যাগের জন্য ২৪ ঘণ্টা আল্টিমেটাম দেন।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের আয়োজনে শান্তি মিছিল হয়। এরপর সিভিল সার্জন অফিস চত্বরে বিক্ষোভ করেন এবং একপর্যায়ে প্রধান সহকারীর কক্ষে তালা লাগিয়ে দেন। পরে সিভিল সার্জন ডা. মো. সিদ্দিকুর রহমানের হাতে একটি লিখিত অভিযোগ তুলে দেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা অভিযোগে উল্লেখ করেন, বিগত সরকারের আমলে ফরিদপুরে অসংখ্য মানহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার গড়ে উঠেছে। সিভিল সার্জন অফিসের দুর্নীতিবাজ কর্মচারী ও কর্মকর্তার মাধ্যমে বড় অঙ্কের টাকা লেনদেনের মাধ্যমে মানহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার দেদারসে ব্যবসা করে আসছে। বিশেষ করে হেডক্লার্ক হিসেবে পরিচিত সরদার জালাল উদ্দিনের মাধ্যমেই তা লেনদেন হয়ে থাকে। সে নামে-বেনামে কোটি কোটি টাকার সম্পদ গড়ে তুলেছে, ৪ কোটি টাকা মূল্যের তিনটি ফ্ল্যাটের সন্ধান মিলেছে।
এ বিষয়ে সিভিল সার্জন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘তাঁর (প্রধান সহকারী) কি সম্পদ আছে বা না আছে আমার জানা নেই। অনেক স্টাফদের ব্যবসা-বাণিজ্য থাকতে পারে, জমিজমাও থাকতে পারে।’ তবে ইতিপূর্বে তাঁর বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে মন্ত্রণালয় থেকে দুইবার তদন্তও হয়েছে সিভিল সার্জন তুলে ধরেন। তিনি শিক্ষার্থীদের অভিযোগের বিষয়টি নিয়ে তদন্তের জন্য সময় চাইলে শিক্ষার্থীরা ক্ষিপ্ত হয়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
এ সময় নিরব ইমতিয়াজ শান্ত নামে এক শিক্ষার্থী সিভিল সার্জনের উদ্দেশ্যে বলেন, ‘আমি যদি অন্যায় করি সেই দায়ভার কিন্তু আমার বাবা-মায়ের ওপরও বর্তায়। বাবা যদি বলে আমার সন্তান কি করেছে সেটা জানি না, সেটা কেউ মানবে না। সুতরাং আপনি কিছুই জানেন না সে বিষয়ে আমরা মানি না। আপনি দ্রুত এক কর্মদিবসের মধ্যে তাঁর বিষয়ে ব্যবস্থা নেবেন, তা-না হলে যতক্ষণ পর্যন্ত ব্যবস্থা না নেবেন ততক্ষণ পর্যন্ত আমরা এই অফিস ছেড়ে যাব না এবং আপনাদেরও যেতে দেব না।’
এর আগে অফিস চত্বরে বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য দেন—বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবরার নাদিম ইতু, সোহেল রানা, বৈশাখী আক্তার ও মিম আক্তার। তাঁরা বক্তব্যকালে প্রধান সহকারী সরদার জালাল উদ্দিনের পদত্যাগের জন্য সিভিল সার্জনকে ২৪ ঘণ্টা আল্টিমেটাম দেন।

ঘুষ বাণিজ্য ও দুর্নীতির অভিযোগে ফরিদপুর সিভিল সার্জন কার্যালয়ের প্রধান সহকারী কর্মকর্তা সরদার জালাল উদ্দিনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। তাঁরা কক্ষে তালা ঝুলিয়ে দেন। একই সঙ্গে ওই কার্যালয়ের সব দুর্নীতিগ্রস্ত কর্মচারী-কর্মকর্তাদেরও পদত্যাগের জন্য ২৪ ঘণ্টা আল্টিমেটাম দেন।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের আয়োজনে শান্তি মিছিল হয়। এরপর সিভিল সার্জন অফিস চত্বরে বিক্ষোভ করেন এবং একপর্যায়ে প্রধান সহকারীর কক্ষে তালা লাগিয়ে দেন। পরে সিভিল সার্জন ডা. মো. সিদ্দিকুর রহমানের হাতে একটি লিখিত অভিযোগ তুলে দেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা অভিযোগে উল্লেখ করেন, বিগত সরকারের আমলে ফরিদপুরে অসংখ্য মানহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার গড়ে উঠেছে। সিভিল সার্জন অফিসের দুর্নীতিবাজ কর্মচারী ও কর্মকর্তার মাধ্যমে বড় অঙ্কের টাকা লেনদেনের মাধ্যমে মানহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার দেদারসে ব্যবসা করে আসছে। বিশেষ করে হেডক্লার্ক হিসেবে পরিচিত সরদার জালাল উদ্দিনের মাধ্যমেই তা লেনদেন হয়ে থাকে। সে নামে-বেনামে কোটি কোটি টাকার সম্পদ গড়ে তুলেছে, ৪ কোটি টাকা মূল্যের তিনটি ফ্ল্যাটের সন্ধান মিলেছে।
এ বিষয়ে সিভিল সার্জন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘তাঁর (প্রধান সহকারী) কি সম্পদ আছে বা না আছে আমার জানা নেই। অনেক স্টাফদের ব্যবসা-বাণিজ্য থাকতে পারে, জমিজমাও থাকতে পারে।’ তবে ইতিপূর্বে তাঁর বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে মন্ত্রণালয় থেকে দুইবার তদন্তও হয়েছে সিভিল সার্জন তুলে ধরেন। তিনি শিক্ষার্থীদের অভিযোগের বিষয়টি নিয়ে তদন্তের জন্য সময় চাইলে শিক্ষার্থীরা ক্ষিপ্ত হয়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
এ সময় নিরব ইমতিয়াজ শান্ত নামে এক শিক্ষার্থী সিভিল সার্জনের উদ্দেশ্যে বলেন, ‘আমি যদি অন্যায় করি সেই দায়ভার কিন্তু আমার বাবা-মায়ের ওপরও বর্তায়। বাবা যদি বলে আমার সন্তান কি করেছে সেটা জানি না, সেটা কেউ মানবে না। সুতরাং আপনি কিছুই জানেন না সে বিষয়ে আমরা মানি না। আপনি দ্রুত এক কর্মদিবসের মধ্যে তাঁর বিষয়ে ব্যবস্থা নেবেন, তা-না হলে যতক্ষণ পর্যন্ত ব্যবস্থা না নেবেন ততক্ষণ পর্যন্ত আমরা এই অফিস ছেড়ে যাব না এবং আপনাদেরও যেতে দেব না।’
এর আগে অফিস চত্বরে বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য দেন—বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবরার নাদিম ইতু, সোহেল রানা, বৈশাখী আক্তার ও মিম আক্তার। তাঁরা বক্তব্যকালে প্রধান সহকারী সরদার জালাল উদ্দিনের পদত্যাগের জন্য সিভিল সার্জনকে ২৪ ঘণ্টা আল্টিমেটাম দেন।

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
২ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
২ ঘণ্টা আগে
রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে সুগন্ধা ফিলিং স্টেশন এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে পৌরসভার কুড়াপাড়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে মিরাজ শেখ (১৬) ও সাইদুল প্রামাণিকের ছেলে সজীব প্রামাণিক (১৭)।
২ ঘণ্টা আগে
স্বতন্ত্র কাঠামোর অন্তর্ভুক্তির সুপারিশ বাস্তবায়নের দাবিতে অনির্দিষ্টকালের জন্য সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শাটডাউন ঘোষণা করেছেন বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। এ লক্ষ্যে আজ বুধবার কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করে গেটে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ-মিছিল বের করেন।
২ ঘণ্টা আগে