
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য দেশীয় ৬৮ সংস্থার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ঘোষিত তালিকায় যশোরের মনিরামপুরের ডেভেলপমেন্ট পার্টনার (ডিপি) ও সার্ভিসেস ফর ইকুয়িটি অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্টের (সিড) নাম রয়েছে। তালিকায় এদের স্থান যথাক্রমে ৪০ ও ৬০ নম্বরে। এর মধ্যে ডিপি কার্যালয় মনিরামপুর বাজারের পোস্টঅফিস পাড়ায় আর সিডের কার্যালয় উপজেলার দিঘীরপাড় বাজারে।
নির্বাচন কমিশনের তালিকা পেয়ে গতকাল বুধবার সরেজমিন এলাকা দুটি ঘুরে দেখা গেছে, দিঘীরপাড় বাজারে এক মাথায় পাকা রাস্তার পাশে দুটি বাঁশ পুঁতে সিডের একটি সাইনবোর্ড টানানো আছে। যা জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। পাশে টিনের পরিত্যক্ত ঘরটি ঝোপঝাড়ে ঘেরা। নির্বাচন কমিশনের তালিকায় নাজনীন ইসলাম নামের সিডের যে সভাপতির নাম দেওয়া আছে, তাঁকে স্থানীয়রা কেউ চেনেন না, এলাকায় কখনো কেউ দেখেনি।
আর পোস্টঅফিস পাড়ার ডিপির কার্যালয়ের বাইরে একটি সাইনবোর্ড ঝোলানো আছে। তালিকায় নাম আসার পর দপ্তরের ভেতরে ধোয়ামোছা চলছে। জানা গেল, মাসের পর মাস বন্ধ থাকায় ভেতরে ময়লা জমেছে, বাসা বেঁধেছে পোকামাকড়। যা এখন পরিষ্কার-পরিচ্ছন্ন করা হচ্ছে।
দিঘীরপাড় এলাকার বাসিন্দা সাখাওয়াত আলী ও জামাল হোসেন বলেন, ২৫-৩০ বছর আগে গ্রামে একটি সমিতি ছিল। সেই সমিতি দুই ভাগ হয়ে যাওয়ায় আকবার হোসেন নামের এক ব্যক্তি সিড এনজিওটি খোলেন। শুরুতে বেশ জমজমাট চলছিল। ১৫-১৬ বছর আগে আকবরের মৃত্যুর পর তাঁর স্ত্রী রেবেকা সুলতানা এর দায়িত্ব নেন। এর পরপরই লোকজন অফিস ছেড়ে চলে যেতে শুরু করে। কাজকর্ম বন্ধ হয়ে যায়। আকবারের স্ত্রী ও ছেলে এখন ঢাকায় থাকেন। ১০-১২ বছর ধরে অফিস পরিত্যক্ত অবস্থায় আছে। জমি দখলে রাখার জন্য নামে মাত্র একটা সাইনবোর্ড ঝুলিয়ে রাখা হয়েছে।
স্থানীয়রা বলছেন, নাজনীন ইসলাম নামে কাউকে তাঁরা চেনেন না। আকবর মারা যাওয়ার পর তাঁর স্ত্রী রেবেকা সুলতানার নামে এনজিও করে নেওয়া হয়েছে বলে তাঁরা শুনেছেন। এখন কাগজে কলমে যে সাতজন কমিটিতে আছেন, তাঁরা রেবেকা সুলতানার আত্মীয়স্বজন।
এ বিষয়ে মোবাইল ফোনে কথা হয় রেবেকা সুলতানার সঙ্গে। তিনি বলেন, ‘সিডের বর্তমান সভাপতি নাজনীন ইসলামের ঢাকায় এনজিও আছে। তিনি ঢাকার স্থায়ী বাসিন্দা। আমি তাঁর এখানে কাজ করি। বর্তমানে এনজিওর তেমন কোনো কাজ নেই। এ জন্য নাজনীন ইসলামকে সভাপতি করেছি।’
রেবেকা সুলতানা আরও বলেন, ‘আমি সিডের নির্বাহী পরিচালকের দায়িত্বে আছি। নির্বাচন কমিশন থেকে আগে কখনো পর্যবেক্ষকের দায়িত্ব পাইনি। এবারই প্রথম এই দায়িত্ব পেলাম। অনেক সংস্থা থেকে আমাকে ফোন করে তথ্য চেয়েছে। সেই সংস্থাগুলো আমার পক্ষে রিপোর্ট দিয়েছে।’
এদিকে মনিরামপুর বাজারের পোস্টঅফিস পাড়ায় ডেভেলপমেন্ট পার্টনার (ডিপি) দপ্তরে গিয়ে কানিজ শবনম শাপলা নামের একজনকে পাওয়া গেছে। তিনি ডিপির নির্বাহী পরিচালক। তাঁর নির্দেশে অফিস ধোয়ামোছার কাজ করছেন এক শ্রমিক।
স্থানীয়রা বলছেন, কয়েক বছরে কোনো সময় অফিস খুলতে দেখা যায়নি। আগে এ অফিসে একজন সরকারি লোক ভাড়া থাকতেন। তাঁকে ছাড়া অফিসে কাউকে আসতে দেখা যায়নি।
এ বিষয়ে জানতে চাইলে ডিপির নির্বাহী পরিচালক কানিজ শবনম আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের নওগাঁয় ভিজিডির কাজ চলমান রয়েছে। সেখানে ছয়জন লোক কাজ করছে। মনিরামপুরে কার্যক্রম না থাকায় নিয়মিত অফিস খোলা হয় না। মাঝেমধ্যে আমি আসি।’
কানিজ শবনম আরও বলেন, ‘২৭ জন সাধারণ সদস্য ও ৯ সদস্যের নির্বাহী কমিটি রয়েছে ডিপির। সংস্থার বর্তমান সভাপতি মোকাম্মেল হোসেনের বাড়ি উপজেলার কাশিমনগর ইউনিয়নে। তিনি পেশায় ব্যবসায়ী। ২০১৮ সালে আমরা যশোর ও সাতক্ষীরা এলাকায় পর্যবেক্ষকের কাজ করেছি।’

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য দেশীয় ৬৮ সংস্থার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ঘোষিত তালিকায় যশোরের মনিরামপুরের ডেভেলপমেন্ট পার্টনার (ডিপি) ও সার্ভিসেস ফর ইকুয়িটি অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্টের (সিড) নাম রয়েছে। তালিকায় এদের স্থান যথাক্রমে ৪০ ও ৬০ নম্বরে। এর মধ্যে ডিপি কার্যালয় মনিরামপুর বাজারের পোস্টঅফিস পাড়ায় আর সিডের কার্যালয় উপজেলার দিঘীরপাড় বাজারে।
নির্বাচন কমিশনের তালিকা পেয়ে গতকাল বুধবার সরেজমিন এলাকা দুটি ঘুরে দেখা গেছে, দিঘীরপাড় বাজারে এক মাথায় পাকা রাস্তার পাশে দুটি বাঁশ পুঁতে সিডের একটি সাইনবোর্ড টানানো আছে। যা জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। পাশে টিনের পরিত্যক্ত ঘরটি ঝোপঝাড়ে ঘেরা। নির্বাচন কমিশনের তালিকায় নাজনীন ইসলাম নামের সিডের যে সভাপতির নাম দেওয়া আছে, তাঁকে স্থানীয়রা কেউ চেনেন না, এলাকায় কখনো কেউ দেখেনি।
আর পোস্টঅফিস পাড়ার ডিপির কার্যালয়ের বাইরে একটি সাইনবোর্ড ঝোলানো আছে। তালিকায় নাম আসার পর দপ্তরের ভেতরে ধোয়ামোছা চলছে। জানা গেল, মাসের পর মাস বন্ধ থাকায় ভেতরে ময়লা জমেছে, বাসা বেঁধেছে পোকামাকড়। যা এখন পরিষ্কার-পরিচ্ছন্ন করা হচ্ছে।
দিঘীরপাড় এলাকার বাসিন্দা সাখাওয়াত আলী ও জামাল হোসেন বলেন, ২৫-৩০ বছর আগে গ্রামে একটি সমিতি ছিল। সেই সমিতি দুই ভাগ হয়ে যাওয়ায় আকবার হোসেন নামের এক ব্যক্তি সিড এনজিওটি খোলেন। শুরুতে বেশ জমজমাট চলছিল। ১৫-১৬ বছর আগে আকবরের মৃত্যুর পর তাঁর স্ত্রী রেবেকা সুলতানা এর দায়িত্ব নেন। এর পরপরই লোকজন অফিস ছেড়ে চলে যেতে শুরু করে। কাজকর্ম বন্ধ হয়ে যায়। আকবারের স্ত্রী ও ছেলে এখন ঢাকায় থাকেন। ১০-১২ বছর ধরে অফিস পরিত্যক্ত অবস্থায় আছে। জমি দখলে রাখার জন্য নামে মাত্র একটা সাইনবোর্ড ঝুলিয়ে রাখা হয়েছে।
স্থানীয়রা বলছেন, নাজনীন ইসলাম নামে কাউকে তাঁরা চেনেন না। আকবর মারা যাওয়ার পর তাঁর স্ত্রী রেবেকা সুলতানার নামে এনজিও করে নেওয়া হয়েছে বলে তাঁরা শুনেছেন। এখন কাগজে কলমে যে সাতজন কমিটিতে আছেন, তাঁরা রেবেকা সুলতানার আত্মীয়স্বজন।
এ বিষয়ে মোবাইল ফোনে কথা হয় রেবেকা সুলতানার সঙ্গে। তিনি বলেন, ‘সিডের বর্তমান সভাপতি নাজনীন ইসলামের ঢাকায় এনজিও আছে। তিনি ঢাকার স্থায়ী বাসিন্দা। আমি তাঁর এখানে কাজ করি। বর্তমানে এনজিওর তেমন কোনো কাজ নেই। এ জন্য নাজনীন ইসলামকে সভাপতি করেছি।’
রেবেকা সুলতানা আরও বলেন, ‘আমি সিডের নির্বাহী পরিচালকের দায়িত্বে আছি। নির্বাচন কমিশন থেকে আগে কখনো পর্যবেক্ষকের দায়িত্ব পাইনি। এবারই প্রথম এই দায়িত্ব পেলাম। অনেক সংস্থা থেকে আমাকে ফোন করে তথ্য চেয়েছে। সেই সংস্থাগুলো আমার পক্ষে রিপোর্ট দিয়েছে।’
এদিকে মনিরামপুর বাজারের পোস্টঅফিস পাড়ায় ডেভেলপমেন্ট পার্টনার (ডিপি) দপ্তরে গিয়ে কানিজ শবনম শাপলা নামের একজনকে পাওয়া গেছে। তিনি ডিপির নির্বাহী পরিচালক। তাঁর নির্দেশে অফিস ধোয়ামোছার কাজ করছেন এক শ্রমিক।
স্থানীয়রা বলছেন, কয়েক বছরে কোনো সময় অফিস খুলতে দেখা যায়নি। আগে এ অফিসে একজন সরকারি লোক ভাড়া থাকতেন। তাঁকে ছাড়া অফিসে কাউকে আসতে দেখা যায়নি।
এ বিষয়ে জানতে চাইলে ডিপির নির্বাহী পরিচালক কানিজ শবনম আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের নওগাঁয় ভিজিডির কাজ চলমান রয়েছে। সেখানে ছয়জন লোক কাজ করছে। মনিরামপুরে কার্যক্রম না থাকায় নিয়মিত অফিস খোলা হয় না। মাঝেমধ্যে আমি আসি।’
কানিজ শবনম আরও বলেন, ‘২৭ জন সাধারণ সদস্য ও ৯ সদস্যের নির্বাহী কমিটি রয়েছে ডিপির। সংস্থার বর্তমান সভাপতি মোকাম্মেল হোসেনের বাড়ি উপজেলার কাশিমনগর ইউনিয়নে। তিনি পেশায় ব্যবসায়ী। ২০১৮ সালে আমরা যশোর ও সাতক্ষীরা এলাকায় পর্যবেক্ষকের কাজ করেছি।’

চট্টগ্রামের মিরসরাইয়ে বউভাতের অনুষ্ঠানে যাওয়ার পথে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে এক নারী নিহত হয়েছেন। তিনি কনের নানি। এ ঘটনায় তিনজন আহত হন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার জোরারগঞ্জ থানার বাদামতলা এলাকায় বারইয়ারহাট-রামগড় সড়কের এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
সিলেট-৫ আসনে বিএনপির নেতৃত্বাধীন জোটের প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুককে শোকজ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু বিরুদ্ধে সরকারি কর্মকর্তাদের সঙ্গে অশালীন আচরণের কথা উল্লেখ করা হয়।
১ ঘণ্টা আগে
রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। একই সঙ্গে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে ব্যাখ্যা আগামীকাল বুধবার তাঁকে সশরীরে আদালতে তলব করা হয়েছে। আসনটির নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির
২ ঘণ্টা আগে
চট্টগ্রাম বন্দরে চাকরি পেয়েছেন গেজেটভুক্ত ৯ জুলাই যোদ্ধা। তাঁদেরকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ)। গত ১২ জানুয়ারি তাঁদের সঙ্গে চুক্তি সম্পাদনের মাধ্যমে এই নিয়োগ কার্যকর হয়েছে।
২ ঘণ্টা আগে