অভয়নগর প্রতিনিধি

যশোরের অভয়নগরের নওয়াপাড়া পৌরসভায় ২০২২-২০২৩ অর্থ বছরে নতুন কোনো কর আরোপ ছাড়াই ১১২ কোটি ৯৩ লাখ ৬৫ হাজার ১৯১ টাকার উদ্বৃত্ত বাজেট পেশ করা হয়েছে। এ ছাড়া ২০২১-২০২২ অর্থ বছরের সংশোধিত বাজেট পেশ করা হয়। আজ বুধবার দুপুর ১২টার দিকে পৌর মিলনায়তনে আয়োজিত সভায় এ উন্মুক্ত বাজেট পেশ করা হয়। মেয়র সুশান্ত কুমার দাস শান্তর সভাপতিত্বে পৌর নির্বাহী কর্মকর্তা মোশারফ হোসেন এ বাজেট পেশ করেন।
বাজেটে রাজস্ব খাতে ৯ কোটি ৪৫ লাখ ৬৫ হাজার ৮৬৭ টাকা আয় ও ৯ কোটি ৩০ লাখ ৬৮ হাজার টাকা ব্যয় ধরা হয়েছে। উন্নয়ন খাতে ১০২ কোটি ৪৯ লাখ টাকা আয় ও সমপরিমাণ ব্যয় ধরা হয়েছে। এ ছাড়া ২০২১-২০২২ অর্থ বছরের সংশোধিত বাজেটে রাজস্ব খাতে ৬ কোটি ৩১ লাখ ৪১ হাজার ২৬৭ ও ৬ কোটি ৫৭ লাখ ৮৩ হাজার ৯৯৮ টাকা ব্যয় ধরা হয়েছে। উন্নয়ন খাতে ৬ কোটি ৬৮ লাখ আয় ও ব্যয় ধরা হয়েছে সাত কোটি ৯১ লাখ ৭৬ হাজার ৬৪০ টাকা।
অনুষ্ঠানে নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান, উপজেলা আওয়ামী লীগের সভানেত্রী ডা. সাফিয়া খানম, পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম সরদার, নওয়াপাড়া বাজার কমিটির সভাপতি গাজী নজরুল ইসলাম, প্যানেল মেয়র জাহাঙ্গীর হোসেন বিশ্বাস, সব ওয়ার্ড কাউন্সিলর ও হিসাবরক্ষক মো. উজ্জ্বল বক্তব্য দেন।
বাজেটে নওয়াপাড়া পৌরসভাকে আধুনিক পৌরসভা গড়ার লক্ষ্যে ব্যাপক হারে বৃক্ষরোপণ ও মশক নিধন, সড়কবাতি সম্প্রসারণ, বিশুদ্ধ ও নিরাপদ পানি সরবরাহ ব্যবস্থা চালু, নারীর ক্ষমতায়ন ও দুস্থ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং উন্নত যোগাযোগ ও পয়োনিষ্কাশন ব্যবস্থাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

যশোরের অভয়নগরের নওয়াপাড়া পৌরসভায় ২০২২-২০২৩ অর্থ বছরে নতুন কোনো কর আরোপ ছাড়াই ১১২ কোটি ৯৩ লাখ ৬৫ হাজার ১৯১ টাকার উদ্বৃত্ত বাজেট পেশ করা হয়েছে। এ ছাড়া ২০২১-২০২২ অর্থ বছরের সংশোধিত বাজেট পেশ করা হয়। আজ বুধবার দুপুর ১২টার দিকে পৌর মিলনায়তনে আয়োজিত সভায় এ উন্মুক্ত বাজেট পেশ করা হয়। মেয়র সুশান্ত কুমার দাস শান্তর সভাপতিত্বে পৌর নির্বাহী কর্মকর্তা মোশারফ হোসেন এ বাজেট পেশ করেন।
বাজেটে রাজস্ব খাতে ৯ কোটি ৪৫ লাখ ৬৫ হাজার ৮৬৭ টাকা আয় ও ৯ কোটি ৩০ লাখ ৬৮ হাজার টাকা ব্যয় ধরা হয়েছে। উন্নয়ন খাতে ১০২ কোটি ৪৯ লাখ টাকা আয় ও সমপরিমাণ ব্যয় ধরা হয়েছে। এ ছাড়া ২০২১-২০২২ অর্থ বছরের সংশোধিত বাজেটে রাজস্ব খাতে ৬ কোটি ৩১ লাখ ৪১ হাজার ২৬৭ ও ৬ কোটি ৫৭ লাখ ৮৩ হাজার ৯৯৮ টাকা ব্যয় ধরা হয়েছে। উন্নয়ন খাতে ৬ কোটি ৬৮ লাখ আয় ও ব্যয় ধরা হয়েছে সাত কোটি ৯১ লাখ ৭৬ হাজার ৬৪০ টাকা।
অনুষ্ঠানে নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান, উপজেলা আওয়ামী লীগের সভানেত্রী ডা. সাফিয়া খানম, পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম সরদার, নওয়াপাড়া বাজার কমিটির সভাপতি গাজী নজরুল ইসলাম, প্যানেল মেয়র জাহাঙ্গীর হোসেন বিশ্বাস, সব ওয়ার্ড কাউন্সিলর ও হিসাবরক্ষক মো. উজ্জ্বল বক্তব্য দেন।
বাজেটে নওয়াপাড়া পৌরসভাকে আধুনিক পৌরসভা গড়ার লক্ষ্যে ব্যাপক হারে বৃক্ষরোপণ ও মশক নিধন, সড়কবাতি সম্প্রসারণ, বিশুদ্ধ ও নিরাপদ পানি সরবরাহ ব্যবস্থা চালু, নারীর ক্ষমতায়ন ও দুস্থ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং উন্নত যোগাযোগ ও পয়োনিষ্কাশন ব্যবস্থাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

টানা ছয় দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে উত্তরের জেলা পঞ্চগড়ে। কনকনে শীত ও ঘন কুয়াশায় দিন শুরু হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে গিয়ে রোদ ওঠায় কিছুটা স্বস্তি মিলছে। বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে
২৫ মিনিট আগে
নদের এক পারে মনিরামপুর উপজেলার ডুমুরখালি বাজার এবং অপর পারে ঝিকরগাছা উপজেলার উজ্জ্বলপুর গ্রাম। এ ছাড়া নদীর ওপারে ডুমুরখালী গ্রামের মানুষের বিস্তীর্ণ ফসলি জমি ও মাছের ঘের রয়েছে। দীর্ঘদিন ধরে যোগাযোগব্যবস্থার অভাবে দুই পারের মানুষকে নৌকায় পারাপারের ঝুঁকি নিয়ে চলাচল করতে হতো।
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আপিল শুনানিতে পিরোজপুর-২ (কাউখালী, ভান্ডারিয়া ও নেছারাবাদ) আসনের স্বতন্ত্র প্রার্থী মো. মাহমুদ হোসেনের মনোনয়ন বাতিল বহাল রাখা হয়েছে। ১ শতাংশ ভোটারের সমর্থনসূচক তালিকায় গরমিল এবং ঋণখেলাপি থাকার অভিযোগে তাঁর আপিল নামঞ্জুর করেছে নির্বাচন কমিশন। ফলে আসন্ন নির্বাচনে তাঁর
১ ঘণ্টা আগে
অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবীন সৈনিকদের শপথবাক্য পাঠ করাবেন এবং কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করবেন।
২ ঘণ্টা আগে