বেনাপোল বন্দর প্রতিনিধি

বেনাপোল বন্দরে সিঅ্যান্ডএফ ব্যবসায়ীদের কর্মবিরতি শেষ না হতেই শুরু হয়েছে ট্রান্সপোর্ট মালিক সমিতির কর্মবিরতি। বন্দরের উপপরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদারের প্রত্যাহারসহ ৩ দফা দাবিতে আগামীকাল বুধবার থেকে বেনাপোল স্থলবন্দরে লাগাতার কর্মবিরতির ঘোষণা দিয়েছে বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতি। এ কর্মবিরতিকে সমর্থন জানিয়েছে বন্দরের আরও ৪টি বাণিজ্যিক সংগঠন।
আজ মঙ্গলবার দুপুর ১২টায় বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতির নিজস্ব ভবনে এক সংবাদ সম্মেলনে আগামীকাল বুধবার (৮ জুন) থেকে লাগাতার এই কর্মবিরতি ঘোষণা করা হয়। আগে মঙ্গলবার বেনাপোল বন্দরে সিঅ্যান্ডএফ ব্যবসায়ীদের কর্মবিরতিতে দিনভর বাণিজ্যিক কার্যক্রম বন্ধ ছিল।
৩ দফা দাবিগুলো হলো বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক (ট্রাফিক) মো. মামুন কবীর তরফদারকে প্রত্যাহার করা, বেনাপোল স্থলবন্দরে প্রয়োজনীয় ইকুইপমেন্ট সরবরাহসহ দক্ষ চালক নিয়োগ দেওয়া এবং বন্দরে পর্যাপ্ত শেড ও জায়গা বৃদ্ধি ও যানজট মুক্ত রাখা।
বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতির সাধারণ সম্পাদক আজিম উদ্দীন গাজী বলেন, ‘বারবার প্রতিশ্রুতি দিয়েও কথা রাখছে না বন্দর। বাণিজ্য অচলাবস্থার মধ্যে। বাধ্য হয়ে এ কর্মবিরতি। যতক্ষণ পর্যন্ত ৩ দফা দাবি আদায় না হচ্ছে লাগাতার এ কর্মবিরতি চলবে।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি এ কে এম আতিকুজ্জামান (সনি), সহসভাপতি-১ ইদ্রিস আলী, সহসভাপতি-২ মশিয়ার রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান (সুমন), অর্থ সম্পাদক মুছা করিম (মুছা), দপ্তর সম্পাদক জহিরুল ইসলাম (রিপন), কার্যকরী সদস্য-১ রাজু আহম্মেদ, কার্যকরী সদস্য-২ আহসান হাবিব।

বেনাপোল বন্দরে সিঅ্যান্ডএফ ব্যবসায়ীদের কর্মবিরতি শেষ না হতেই শুরু হয়েছে ট্রান্সপোর্ট মালিক সমিতির কর্মবিরতি। বন্দরের উপপরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদারের প্রত্যাহারসহ ৩ দফা দাবিতে আগামীকাল বুধবার থেকে বেনাপোল স্থলবন্দরে লাগাতার কর্মবিরতির ঘোষণা দিয়েছে বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতি। এ কর্মবিরতিকে সমর্থন জানিয়েছে বন্দরের আরও ৪টি বাণিজ্যিক সংগঠন।
আজ মঙ্গলবার দুপুর ১২টায় বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতির নিজস্ব ভবনে এক সংবাদ সম্মেলনে আগামীকাল বুধবার (৮ জুন) থেকে লাগাতার এই কর্মবিরতি ঘোষণা করা হয়। আগে মঙ্গলবার বেনাপোল বন্দরে সিঅ্যান্ডএফ ব্যবসায়ীদের কর্মবিরতিতে দিনভর বাণিজ্যিক কার্যক্রম বন্ধ ছিল।
৩ দফা দাবিগুলো হলো বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক (ট্রাফিক) মো. মামুন কবীর তরফদারকে প্রত্যাহার করা, বেনাপোল স্থলবন্দরে প্রয়োজনীয় ইকুইপমেন্ট সরবরাহসহ দক্ষ চালক নিয়োগ দেওয়া এবং বন্দরে পর্যাপ্ত শেড ও জায়গা বৃদ্ধি ও যানজট মুক্ত রাখা।
বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতির সাধারণ সম্পাদক আজিম উদ্দীন গাজী বলেন, ‘বারবার প্রতিশ্রুতি দিয়েও কথা রাখছে না বন্দর। বাণিজ্য অচলাবস্থার মধ্যে। বাধ্য হয়ে এ কর্মবিরতি। যতক্ষণ পর্যন্ত ৩ দফা দাবি আদায় না হচ্ছে লাগাতার এ কর্মবিরতি চলবে।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি এ কে এম আতিকুজ্জামান (সনি), সহসভাপতি-১ ইদ্রিস আলী, সহসভাপতি-২ মশিয়ার রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান (সুমন), অর্থ সম্পাদক মুছা করিম (মুছা), দপ্তর সম্পাদক জহিরুল ইসলাম (রিপন), কার্যকরী সদস্য-১ রাজু আহম্মেদ, কার্যকরী সদস্য-২ আহসান হাবিব।

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা শুরু থেকেই জামায়াতের আমিরের আসনে প্রার্থী দিইনি। অ্যাডভোকেট হেলাল আমাদের আমিরের প্রতি সম্মান দেখিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেছেন, এটাই রাজনীতির সৌন্দর্য।’
১ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরের রায়পুরে সন্দেহের জেরে ‘মাদকাসক্ত’ একদল যুবকের হামলায় আহত কলেজছাত্র আশরাফুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
৩ ঘণ্টা আগে
রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
১০ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
১১ ঘণ্টা আগে