কুষ্টিয়ার কুমারখালীতে বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় কলেজছাত্রীর বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় থানায় মামলা হয়েছে। আজ বুধবার সকালে ওই তরুণীর বাবা বাদী হয়ে সাবেক প্রেমিক সম্রাট শেখ ও তাঁর বন্ধু মানিক হোসেনকে আসামি করে কুমারখালী থানায় মামলাটি করেন। মামলায় অজ্ঞাতপরিচয় আরও দুই-তিনজনকে আসামি করা হয়।
মামলা দায়েরের পর অভিযান চালিয়ে আসামি মানিক হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তার মানিক উপজেলার নন্দলালপুর ইউনিয়নের বড়ুরিয়া গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, প্রায় চার বছর আগে নন্দনালপুর ইউনিয়নের এলংগী গ্রামের ভ্যানচালক বিল্লাল শেখের ছেলে সম্রাট শেখের সঙ্গে ওই কলেজছাত্রীর প্রেমের সম্পর্ক ছিল। তবে মনের মিল না হওয়ায় দুই বছর আগে সেই সম্পর্ক ভেঙে যায়। এরপরও বিয়ের প্রস্তাব দিয়ে মাঝেমধ্যে বাড়িতে লোক পাঠাতেন সম্রাট। সম্রাট বর্তমানে সৌদি আরব প্রবাসী। বিয়েতে রাজি না হওয়ায় ওই কলেজছাত্রীকে লোক দিয়ে পথেঘাটে উত্ত্যক্ত করাসহ অ্যাসিড নিক্ষেপ ও আগুনে পুড়িয়ে হত্যার হুমকি দিয়ে আসছিলেন।
গত শনিবার রাত ১টার দিকে সম্রাটের লোকজন প্রেমিকার বাড়িতে আগুন দেয়। ফায়ার সার্ভিস ও প্রতিবেশীদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে এলেও দুই মণ রসুনের বীজ, শ্যালো ইঞ্জিনসহ প্রায় ১০ লাখ টাকা মূল্যের তিনটি ষাঁড় গরু পুড়ে যায়।
মামলার বাদী বলেন, ‘সম্রাট আমার মেয়েকে বিয়ে করতে না পেরে বিদেশে বসেই নিয়মিত হত্যা ও আগুন দেওয়ার হুমকি দিয়ে আসছিল। গত শনিবার আমার বাড়িতে সম্রাটের লোকজন আগুন দিয়েছে। আমি সুষ্ঠু বিচারের আশায় থানায় মামলা করেছি।’
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা কুমারখালী থানার উপপরিদর্শক (এসআই) মারুফ হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ার পর থেকে সম্রাট মেয়ে ও তাঁর পরিবারকে হুমকি-ধমকি দিয়ে আসছিল। প্রাথমিকভাবে জানতে পেরেছি, সম্রাট বিদেশে বসে তাঁর লোকজন দিয়ে আগুন দিয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।’

মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল এলাকায় বিস্তীর্ণ মাঠজুড়ে ধান, গমসহ নানা ধরনের ফসল। তারই মাঝখানে একখণ্ড জমিতে কোদাল দিয়ে তামাকগাছ পরিচর্যা করছেন এক কৃষক। একসময় এই জমিতেও বিভিন্ন ফসল উৎপাদন হতো। অধিক লাভের প্রলোভনে এখন সেখানে ঢুকে পড়েছে তামাক চাষ।
১৮ মিনিট আগে
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বরিশালে আসছেন ৪ ফেব্রুয়ারি। ঠিক তার এক দিন পর ৬ ফেব্রুয়ারি বরিশাল সফর করবেন জামায়াতের আমির শফিকুর রহমান। এর মাঝে ৫ ফেব্রুয়ারি বরিশালে নির্বাচনী জনসভায় আসছেন ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
২৮ মিনিট আগে
চট্টগ্রাম-৪ আসনটি সীতাকুণ্ড উপজেলা এবং নগরীর কিছু অংশ (আকবর শাহ-পাহাড়তলী আংশিক) নিয়ে গঠিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে প্রার্থী হয়েছেন ৯ জন। প্রার্থীরা নানা ধরনের প্রচারণার মাধ্যমে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন।
১ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুরের তিনটি আসনে বিএনপির শক্ত প্রতিদ্বন্দ্বী জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য। দুটি পক্ষই জোর প্রচার চালিয়ে যাচ্ছে। দিচ্ছে নানা প্রতিশ্রুতি। তবে পিরোজপুর ১ ও ২ আসনে জামায়াতের প্রার্থী দুই সহোদর কাজে লাগাতে চান প্রয়াত বাবা দেলাওয়ার হোসাইন সাঈদীর ইমেজ।
১ ঘণ্টা আগে