
মেহেরপুরের গাংনীতে আলুর বাজার আবারও গরম, রোজার পর দাম বেড়েছে সবজিরও। তবে পুরো রমজানে প্রায় স্বস্তিতে বাজার করেছে ক্রেতারা। সবজির দাম ছিল হাতের নাগালে। রমজানে আলুর দাম ছিল ৩৫ থেকে ৪০ টাকা কেজি। কিন্তু রমজান পার হতেই বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি।
ক্রেতারা বলছেন, যথাযথভাবে বাজার মনিটরিং না থাকার সুযোগে ব্যবসায়ীরা তাঁদের ঠকাচ্ছেন। তবে উপজেলা প্রশাসন বলছে, বাজার মনিটরিং করা হচ্ছে। কোনো অসাধু ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না।
গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার দেবীপুর বাজারে গিয়ে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে আলুসহ সবজির দাম বাড়ার খবর পাওয়া গেছে। বাজার করতে আসা মো. আনিছুর রহমান বলেন, রমজান মাসের পরই বাজারে আলুর দাম বেড়েছে। এ ছাড়া সব সবজির দামও বেড়েছে। রমজান মাসে এগুলোর দাম অনেক কম ছিল।
ক্রেতা সাহাবুল ইসলাম বলেন, ‘আমাদের আয় সংসার খরচ, ওষুধ কিনতে গিয়েই প্রায় শেষ হয়ে যায়। ছেলেমেয়েদের লেখাপড়ার খরচ আছে। রমজানেও বাজারে আলুসহ সব তরকারির দাম কম ছিল। অথচ রমজান শেষ হতেই দাম বেড়ে গেছে।
বাজার করতে আসা মজিরুল ইসলাম বলেন, ‘রমজানেও আলু ৩৫ থেকে ৪০ টাকা কেজি ছিল। ঈদের পর সবজির দামও বেড়েছে। আমরা নিম্ন আয়ের মানুষ। মাঝে মাঝে কিছু জিনিসের দাম এত বাড়ে কেন জানি না।’
সবজি ব্যবসায়ী সাহারুল ইসলাম বলেন, সবজির দাম আবার বেড়েছে। বাজারে বেগুন ৫০ টাকা, পটোল ৬০ টাকা, টমেটো ৪০ টাকা, উচ্ছে ৬০ টাকা, ঢ্যাঁড়স ৪০ টাকা, মিষ্টি কুমড়া ৩০ টাকাসহ সব সবজির দাম বেড়েছে। গত রমজান মাসে সব সবজির দাম মোটামুটি কম ছিল।’
ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, রমজান মাসে বেগুন ছিল ২০ থেকে ৩০ টাকা, উচ্ছে ৪০ থেকে ৫০ টাকা, ঢ্যাঁড়স ২০ থেকে ৩০ টাকা, মিষ্টি কুমড়া ২০ থেকে ২৫ টাকা, পটোল ৩০ থেকে ৪০ টাকা, টমেটো ৩০ থেকে ৪০ টাকা।
ব্যবসায়ী উসমান আলী বলেন, বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০ টাকায়, রসুন ১৬০ টাকা, আলু ৬০ টাকা। অথচ রমজান মাসে পেঁয়াজের কেজি ছিল ৬০ টাকা, রসুন ১০০ থেকে ১২০ টাকা, আলু ৩৫ থেকে ৪০ টাকা।
এ বিষয়ে জানতে চাইলে গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রীতম সাহা আজকের পত্রিকাকে বলেন, বাজার মনিটরিং করা হচ্ছে। কোনো সিন্ডিকেট তৈরি করতে দেওয়া হবে না। অতিরিক্ত দাম নিলেই ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না। কিছু অসাধু ব্যবসায়ীর জন্য বাজারের পরিস্থিতি খারাপ হয়। বাজার নিয়ন্ত্রণে সবার সহযোগিতা প্রয়োজন।

শেরপুরে বিএনপি-জামায়াতের সংঘর্ষে শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম (৪০) নিহতের ঘটনার ৩ দিন পর থানায় মামলা দায়ের হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) দিবাগত রাতে নিহত রেজাউল করিমের স্ত্রী মোছা. মার্জিয়া (৩৪) বাদী হয়ে ঝিনাইগাতী থানায় এ হত্যা মামলা করেন।
১ ঘণ্টা আগে
বরগুনা-২ আসনে নির্বাচনী প্রচারকালে ইসলামী আন্দোলনের নেতা মাওলানা নাসির উদ্দিন ও তাঁর মায়ের ওপর জামায়াত কর্মীদের হামলার প্রতিবাদে বেতাগীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
২ ঘণ্টা আগে
প্রায় আড়াই মাস ভারতের কারাগারে বন্দী থাকার পর অবশেষে দেশে ফিরেছেন ১২৮ জন মৎস্যজীবী। দুই দেশের মধ্যকার সমঝোতা ও বন্দিবিনিময় চুক্তির অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার তাঁদের দেশে পাঠানো হয়।
২ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজকর্ম বিভাগের এক নারী শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় এলাকাসংলগ্ন মেহেরচণ্ডীর একটি বাসা থেকে মরদেহ উদ্ধার করা। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন
৪ ঘণ্টা আগে