বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের শরণখোলায় দিনমজুর মো. সিদ্দিক হাওলাদারের (৪৪) মরদেহ উদ্ধারের ঘটনায় থানায় হত্যা মামলা করা হয়েছে। নিহতের ভাই বাদশা হাওলাদার বাদী হয়ে গতকাল বুধবার রাতে শরণখোলা থানায় এ মামলা করেন। মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মামলায় মোট তিনজনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তির নাম সুভাষ মৃধা (৪৭)। তিনি মামলার ৩ নম্বর এজাহারনামীয় আসামি। শরণখোলা উপজেলার বিধানসাগর এলাকার বাসিন্দা তিনি।
নিহত মো. সিদ্দিক হাওলাদার শরণখোলা উপজেলার পশ্চিম বানিয়াখালী গ্রামের মৃত নুরুল ইসলাম হাওলাদারের ছেলে। তাঁর স্ত্রী ও চার মেয়ে রয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, তদন্তের স্বার্থে মামলার ১ ও ২ নম্বর আসামির নাম প্রকাশ করা হয়নি। তাঁদের সঙ্গে চলাফেরা করতেন সিদ্দিক হাওলাদার। ৩০ সেপ্টেম্বর তাঁদের ফোন পেয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন তিনি। আর মরদেহ উদ্ধারের ঘটনাস্থলের পাশে ৩ নম্বর আসামির ঘের রয়েছে। মামলার ১ ও ২ নম্বর আসামির সঙ্গে তাঁরও যোগাযোগ রয়েছে।
বাগেরহাটের পুলিশ সুপার তৌহিদুল আরিফ বলেন, মো. সিদ্দিক হাওলাদারের ভাই বাদী হয়ে একটি মামলা করেছেন। মামলার এজাহারনামীয় এক আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি দিনমজুর মো. সিদ্দিক হাওলাদার। এ ঘটনায় ৫ অক্টোবর সিদ্দিকের ভাইয়ের ছেলে মহারাজ হাওলাদার রণখোলা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। গতকাল বুধবার সকালে পুলিশ খোন্তাকাটা ইউনিয়নের পশ্চিম বানিয়াখালী এলাকায় স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন খান জাহাঙ্গীরের ঘের থেকে তাঁর মরদেহ উদ্ধার করে।

বাগেরহাটের শরণখোলায় দিনমজুর মো. সিদ্দিক হাওলাদারের (৪৪) মরদেহ উদ্ধারের ঘটনায় থানায় হত্যা মামলা করা হয়েছে। নিহতের ভাই বাদশা হাওলাদার বাদী হয়ে গতকাল বুধবার রাতে শরণখোলা থানায় এ মামলা করেন। মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মামলায় মোট তিনজনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তির নাম সুভাষ মৃধা (৪৭)। তিনি মামলার ৩ নম্বর এজাহারনামীয় আসামি। শরণখোলা উপজেলার বিধানসাগর এলাকার বাসিন্দা তিনি।
নিহত মো. সিদ্দিক হাওলাদার শরণখোলা উপজেলার পশ্চিম বানিয়াখালী গ্রামের মৃত নুরুল ইসলাম হাওলাদারের ছেলে। তাঁর স্ত্রী ও চার মেয়ে রয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, তদন্তের স্বার্থে মামলার ১ ও ২ নম্বর আসামির নাম প্রকাশ করা হয়নি। তাঁদের সঙ্গে চলাফেরা করতেন সিদ্দিক হাওলাদার। ৩০ সেপ্টেম্বর তাঁদের ফোন পেয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন তিনি। আর মরদেহ উদ্ধারের ঘটনাস্থলের পাশে ৩ নম্বর আসামির ঘের রয়েছে। মামলার ১ ও ২ নম্বর আসামির সঙ্গে তাঁরও যোগাযোগ রয়েছে।
বাগেরহাটের পুলিশ সুপার তৌহিদুল আরিফ বলেন, মো. সিদ্দিক হাওলাদারের ভাই বাদী হয়ে একটি মামলা করেছেন। মামলার এজাহারনামীয় এক আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি দিনমজুর মো. সিদ্দিক হাওলাদার। এ ঘটনায় ৫ অক্টোবর সিদ্দিকের ভাইয়ের ছেলে মহারাজ হাওলাদার রণখোলা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। গতকাল বুধবার সকালে পুলিশ খোন্তাকাটা ইউনিয়নের পশ্চিম বানিয়াখালী এলাকায় স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন খান জাহাঙ্গীরের ঘের থেকে তাঁর মরদেহ উদ্ধার করে।

ঠাকুরগাঁও সদর উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে তেলবাহী লরির সংঘর্ষে দুই চালকসহ অন্তত ছয়জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে সদর উপজেলার বড় খোঁচাবাড়ি এলাকায় বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের সামনে এই দুর্ঘটনা ঘটে।
১৮ মিনিট আগে
চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে শুরুতে বিএনপির প্রভাবশালী নেতা গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে মনোনয়ন দেওয়া হয়েছিল কেন্দ্র থেকে। কিন্তু মনোনয়নপত্র জমার কয়েক দিন আগে একই আসনে গোলাম আকবর খন্দকারকে মনোনয়ন দেওয়া হয়। আগের প্রার্থী বাতিলের বিষয় স্পষ্ট করা হয়নি কেন্দ্র থেকে।
৪৪ মিনিট আগে
শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় খোকন দাস (৫০) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে ও পুড়িয়ে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার (৩১ ডিসেম্বর) রাতে ডামুড্যা উপজেলার কনেশ্বর ইউনিয়নের তিলই এলাকায় এই ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
উত্তরের জেলা পঞ্চগড়ে এক সপ্তাহের বেশি সময় তাপমাত্রা কিছুটা বাড়তি থাকার পর বছরের প্রথম দিনেই হঠাৎ কমে গেছে। জেলায় তাপমাত্রা ফের এক অঙ্কের ঘরে নেমেছে। মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড...
১ ঘণ্টা আগে