বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের শরণখোলায় দিনমজুর মো. সিদ্দিক হাওলাদারের (৪৪) মরদেহ উদ্ধারের ঘটনায় থানায় হত্যা মামলা করা হয়েছে। নিহতের ভাই বাদশা হাওলাদার বাদী হয়ে গতকাল বুধবার রাতে শরণখোলা থানায় এ মামলা করেন। মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মামলায় মোট তিনজনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তির নাম সুভাষ মৃধা (৪৭)। তিনি মামলার ৩ নম্বর এজাহারনামীয় আসামি। শরণখোলা উপজেলার বিধানসাগর এলাকার বাসিন্দা তিনি।
নিহত মো. সিদ্দিক হাওলাদার শরণখোলা উপজেলার পশ্চিম বানিয়াখালী গ্রামের মৃত নুরুল ইসলাম হাওলাদারের ছেলে। তাঁর স্ত্রী ও চার মেয়ে রয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, তদন্তের স্বার্থে মামলার ১ ও ২ নম্বর আসামির নাম প্রকাশ করা হয়নি। তাঁদের সঙ্গে চলাফেরা করতেন সিদ্দিক হাওলাদার। ৩০ সেপ্টেম্বর তাঁদের ফোন পেয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন তিনি। আর মরদেহ উদ্ধারের ঘটনাস্থলের পাশে ৩ নম্বর আসামির ঘের রয়েছে। মামলার ১ ও ২ নম্বর আসামির সঙ্গে তাঁরও যোগাযোগ রয়েছে।
বাগেরহাটের পুলিশ সুপার তৌহিদুল আরিফ বলেন, মো. সিদ্দিক হাওলাদারের ভাই বাদী হয়ে একটি মামলা করেছেন। মামলার এজাহারনামীয় এক আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি দিনমজুর মো. সিদ্দিক হাওলাদার। এ ঘটনায় ৫ অক্টোবর সিদ্দিকের ভাইয়ের ছেলে মহারাজ হাওলাদার রণখোলা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। গতকাল বুধবার সকালে পুলিশ খোন্তাকাটা ইউনিয়নের পশ্চিম বানিয়াখালী এলাকায় স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন খান জাহাঙ্গীরের ঘের থেকে তাঁর মরদেহ উদ্ধার করে।
বাগেরহাটের শরণখোলায় দিনমজুর মো. সিদ্দিক হাওলাদারের (৪৪) মরদেহ উদ্ধারের ঘটনায় থানায় হত্যা মামলা করা হয়েছে। নিহতের ভাই বাদশা হাওলাদার বাদী হয়ে গতকাল বুধবার রাতে শরণখোলা থানায় এ মামলা করেন। মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মামলায় মোট তিনজনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তির নাম সুভাষ মৃধা (৪৭)। তিনি মামলার ৩ নম্বর এজাহারনামীয় আসামি। শরণখোলা উপজেলার বিধানসাগর এলাকার বাসিন্দা তিনি।
নিহত মো. সিদ্দিক হাওলাদার শরণখোলা উপজেলার পশ্চিম বানিয়াখালী গ্রামের মৃত নুরুল ইসলাম হাওলাদারের ছেলে। তাঁর স্ত্রী ও চার মেয়ে রয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, তদন্তের স্বার্থে মামলার ১ ও ২ নম্বর আসামির নাম প্রকাশ করা হয়নি। তাঁদের সঙ্গে চলাফেরা করতেন সিদ্দিক হাওলাদার। ৩০ সেপ্টেম্বর তাঁদের ফোন পেয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন তিনি। আর মরদেহ উদ্ধারের ঘটনাস্থলের পাশে ৩ নম্বর আসামির ঘের রয়েছে। মামলার ১ ও ২ নম্বর আসামির সঙ্গে তাঁরও যোগাযোগ রয়েছে।
বাগেরহাটের পুলিশ সুপার তৌহিদুল আরিফ বলেন, মো. সিদ্দিক হাওলাদারের ভাই বাদী হয়ে একটি মামলা করেছেন। মামলার এজাহারনামীয় এক আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি দিনমজুর মো. সিদ্দিক হাওলাদার। এ ঘটনায় ৫ অক্টোবর সিদ্দিকের ভাইয়ের ছেলে মহারাজ হাওলাদার রণখোলা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। গতকাল বুধবার সকালে পুলিশ খোন্তাকাটা ইউনিয়নের পশ্চিম বানিয়াখালী এলাকায় স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন খান জাহাঙ্গীরের ঘের থেকে তাঁর মরদেহ উদ্ধার করে।
দালাল চক্রের খপ্পরে পড়ে অবৈধভাবে ইতালিতে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে লিবিয়ায় গিয়ে এক বছর যাবৎ নিখোঁজ শরীয়তপুর ও মাদারীপুর জেলার ২৪ তরুণ-যুবক। দিশেহারা হয়ে পড়েছেন তাঁদের স্বজনেরা। নিরুপায় হয়ে তাঁরা এখন আছাড়ি-পিছাড়ি খাচ্ছেন আদালত চত্বরে।
৩ ঘণ্টা আগেহালদাপাড়ে তামাক চাষ, অবাধে কাঠ পুড়িয়ে তামাক পোড়ানো ও মাত্রাতিরিক্ত রাসায়নিক সার ব্যবহারের কারণে দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর জীববৈচিত্র্য এখন হুমকির মুখে। তামাকের বিকল্প চাষাবাদে সরকারি-বেসরকারি উদ্যোগে প্রান্তিক কৃষকদের বিভিন্ন প্রণোদনা দেওয়া সত্ত্বেও কিছু মানুষ...
৩ ঘণ্টা আগেতিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে টানা ৪৮ ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করবে তিস্তাতীরের ৫ জেলার লাখো মানুষ। ‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ স্লোগানে আজ সোমবার রংপুরের মহিপুরে এ কর্মসূচির উদ্বোধন করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কাল
৩ ঘণ্টা আগেজিনিয়াস পাবলিকেশনসের প্যাভিলিয়নে সাজানো ধ্রুপদি সাহিত্যিকদের গল্পসংকলন। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, বনফুল, রবীন্দ্রনাথ ঠাকুর, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়ের নাম আছে সেখানে। মেলার অন্য স্টলেও চোখে পড়ে ধ্রুপদি লেখকদের গল্প; পাশাপাশি বেরিয়েছে নতুন গল্পকারদের লেখাও। তবে পুরোনোতে আস্থা ব
৩ ঘণ্টা আগে