ইবি (কুষ্টিয়া) প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা তিন দফা দাবিতে কর্মবিরতি পালন করেছে। আজ শনিবার সকাল ৯টা থেকে সকাল ১০টা পর্যন্ত এ কর্মবিরতি করেছে কর্মকর্তারা।
তাদের দাবি হলো-কর্মঘণ্টা কমানো, বেতনের নীতিমালা পরিবর্তন ও চাকরির বয়সসীমা ৬২ বছরের উন্নীতকরণ।
জানা গেছে, দীর্ঘদিন ধরে কর্মকর্তারা সহকারী রেজিস্ট্রার পদে ৩৫ হাজার ৫০০ ও উপ-রেজিস্ট্রার বা সমমান পদে ৫০ হাজার টাকা বেতন স্কেলের দাবি করে আসছেন। আন্দোলনের প্রেক্ষিতে ২০১৯ সালে ২৪৭ তম সিন্ডিকেট সভায় শর্ত সাপেক্ষে দাবি মেনে নেয় তৎকালীন প্রশাসন। এতে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের ফলাফল ও চাকরির সময়ের ওপরে কিছু শর্ত আরোপ করা হয়। এ ছাড়া কোন প্রশাসনিক জটিলতা সৃষ্টি হলে এই সুবিধা সংশোধন করার কথা বলে প্রশাসন।
এতে শিক্ষাগত যোগ্যতার শর্ত অনুযায়ী এই বেতন স্কেল থেকে বঞ্চিত কর্মকর্তারা ক্ষোভ প্রকাশ করেন। তাদের দাবির প্রেক্ষিতে সম্প্রতি হওয়া ২৫৪ তম সিন্ডিকেট সভায় সকলের জন্য একই স্কেল নির্ধারণ করা হয়। এদিকে সম্প্রতি দেওয়া বেতন স্কেলের নীতিমালায় সহকারী রেজিস্ট্রার হওয়ার ছয় বছর ও উপ-রেজিস্ট্রার হওয়ার পাঁচ বছর পর স্কেল কার্যকর হওয়ার বিষয় উল্লেখ আছে বলে জানান কর্মকর্তারা।
ফলে আজ শনিবার এক ঘণ্টা কর্মবিরতি পালন করেছেন কর্মকর্তা। এতে শিক্ষার্থীরা কাগজপত্র উত্তোলনসহ বিভিন্ন প্রশাসনিক কাজ করতে গিয়ে ভোগান্তিতে পড়েছেন। জানা গেছে, আগামীকাল রবিবার তারা দুই ঘণ্টা কর্মবিরতি পালন করবেন। দাবি আদায় না হলে তারা পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন।
এ বিষয়ে কর্মকর্তা সমিতির সভাপতি এটিএম এমদাদুল আলম বলেন, ‘আমাদের দাবিসমূহ যৌক্তিক। আমরা আজ (শনিবার) এক ঘণ্টা কর্মবিরতি করেছি। আগামীকাল দুই ঘণ্টা করব। এর পরেও দাবি আদায় না হলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করব।’

ইসলামী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা তিন দফা দাবিতে কর্মবিরতি পালন করেছে। আজ শনিবার সকাল ৯টা থেকে সকাল ১০টা পর্যন্ত এ কর্মবিরতি করেছে কর্মকর্তারা।
তাদের দাবি হলো-কর্মঘণ্টা কমানো, বেতনের নীতিমালা পরিবর্তন ও চাকরির বয়সসীমা ৬২ বছরের উন্নীতকরণ।
জানা গেছে, দীর্ঘদিন ধরে কর্মকর্তারা সহকারী রেজিস্ট্রার পদে ৩৫ হাজার ৫০০ ও উপ-রেজিস্ট্রার বা সমমান পদে ৫০ হাজার টাকা বেতন স্কেলের দাবি করে আসছেন। আন্দোলনের প্রেক্ষিতে ২০১৯ সালে ২৪৭ তম সিন্ডিকেট সভায় শর্ত সাপেক্ষে দাবি মেনে নেয় তৎকালীন প্রশাসন। এতে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের ফলাফল ও চাকরির সময়ের ওপরে কিছু শর্ত আরোপ করা হয়। এ ছাড়া কোন প্রশাসনিক জটিলতা সৃষ্টি হলে এই সুবিধা সংশোধন করার কথা বলে প্রশাসন।
এতে শিক্ষাগত যোগ্যতার শর্ত অনুযায়ী এই বেতন স্কেল থেকে বঞ্চিত কর্মকর্তারা ক্ষোভ প্রকাশ করেন। তাদের দাবির প্রেক্ষিতে সম্প্রতি হওয়া ২৫৪ তম সিন্ডিকেট সভায় সকলের জন্য একই স্কেল নির্ধারণ করা হয়। এদিকে সম্প্রতি দেওয়া বেতন স্কেলের নীতিমালায় সহকারী রেজিস্ট্রার হওয়ার ছয় বছর ও উপ-রেজিস্ট্রার হওয়ার পাঁচ বছর পর স্কেল কার্যকর হওয়ার বিষয় উল্লেখ আছে বলে জানান কর্মকর্তারা।
ফলে আজ শনিবার এক ঘণ্টা কর্মবিরতি পালন করেছেন কর্মকর্তা। এতে শিক্ষার্থীরা কাগজপত্র উত্তোলনসহ বিভিন্ন প্রশাসনিক কাজ করতে গিয়ে ভোগান্তিতে পড়েছেন। জানা গেছে, আগামীকাল রবিবার তারা দুই ঘণ্টা কর্মবিরতি পালন করবেন। দাবি আদায় না হলে তারা পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন।
এ বিষয়ে কর্মকর্তা সমিতির সভাপতি এটিএম এমদাদুল আলম বলেন, ‘আমাদের দাবিসমূহ যৌক্তিক। আমরা আজ (শনিবার) এক ঘণ্টা কর্মবিরতি করেছি। আগামীকাল দুই ঘণ্টা করব। এর পরেও দাবি আদায় না হলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করব।’

কুড়িল বিশ্বরোড বিআরটিসি বাস কাউন্টারের পেছন রেললাইনের পাশ দিয়ে যাওয়ার সময় মানুষের জটলা দেখতে পান তিনি। এগিয়ে গিয়ে দেখেন রেললাইনের পাশেই ওই যুবক রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন।
৪ মিনিট আগে
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দুর্নীতি রাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু। সাহস মানে কেবল বিপদের মুখে দাঁড়ানো নয়, বরং অন্যায় আদেশকে ‘না’ বলা এবং মজলুমের পক্ষে দাঁড়িয়ে সততার সঙ্গে দায়িত্ব পালন করাই প্রকৃত সাহসিকতা।
৬ মিনিট আগে
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আত্রাই নদী থেকে অজ্ঞাতপরিচয় দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১২ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার আত্রাই নদীর লক্ষিতলা ব্রিজের পাশ থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
১০ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির পুঁতে রাখা মাইন বিস্ফোরণে মো. হানিফ (২৮) নামে এক যুবকের বাঁ পা বিচ্ছিন্ন হয়ে গেছে। সোমবার (১২ জানুয়ারি) সকাল ১০টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল-সংলগ্ন নাফ নদীর তীরে এ দুর্ঘটনা ঘটে।
১১ মিনিট আগে