মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি

মাগুরার মহম্মদপুরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে মো. নাসির মোল্যা (২৮) নামে এক যুবককে মেরে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবলীগ নেতার বিরুদ্ধে। এ ঘটনায় আহত নাসিরকে চিকিৎসার জন্য মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে উপজেলার ডুমুরশিয়া বাজারে এ ঘটনা ঘটে।
ওই যুবলীগ নেতার নাম মিজানুর রহমান মিন্টু। তিনি ১ নম্বর বাবুখালী ইউনিয়ন আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। আর আহত নাসির একজন অটোচালক ও আওয়ামী লীগ কর্মী। তিনি একই ইউনিয়নের রায়পুর গ্রামের গনি মোল্লার ছেলে।
আহত নাসির মোল্যা আজকের পত্রিকাকে বলেন, ‘আমি মিন্টুর কাছে ধার হিসেবে দেওয়া ৪৫ হাজার টাকা পাব। সে দীর্ঘদিন যাবৎ টাকা ফেরত না দিয়ে বিভিন্ন টালবাহানা করে। টাকা ফেরত চাইলে দলের প্রভাবশালী হওয়ায় আমাকে ভয় দেখিয়ে এড়িয়ে যায়। আজ শনিবার বিকেলে ডুমুরশিয়া বাজারে গেলে হঠাৎ এলোপাতাড়ি কিলঘুষি ও আমার মাথায় কোপ দেয়। একপর্যায়ে আশপাশের লোকজন আসলে মিন্টু পালিয়ে যায়।’
যুবলীগ নেতা মিন্টু বলেন, ‘আমিও নাসিরের কাছে ৩০ হাজার টাকা পাব। আজ বিকেলে ডুমুরশিয়া বাজারে নাসির মোল্ল্যাকে দেখে ডাক দিলে, সে আমার কাছে আসেনি। পরবর্তীতে আমি তাঁর কাছে গিয়ে আমার পাওনা টাকা চাওয়ার একপর্যায়ে অটোর মধ্যে ধস্তাধস্তি হয়। অটোর রডে নাসিরের মাথায় সামান্য আঘাত লাগে। তাঁকে আমি কোনো কিছু দিয়ে আঘাত করিনি।’
এ বিষয়ে বাবুখালী পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. সাগর আহম্মেদ আজকের পত্রিকাকে বলেন, ‘সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে ওই বাজারে পুলিশ পাঠিয়েছি। ওখানে কাউকে পাওয়া যায়নি। তবে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’

মাগুরার মহম্মদপুরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে মো. নাসির মোল্যা (২৮) নামে এক যুবককে মেরে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবলীগ নেতার বিরুদ্ধে। এ ঘটনায় আহত নাসিরকে চিকিৎসার জন্য মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে উপজেলার ডুমুরশিয়া বাজারে এ ঘটনা ঘটে।
ওই যুবলীগ নেতার নাম মিজানুর রহমান মিন্টু। তিনি ১ নম্বর বাবুখালী ইউনিয়ন আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। আর আহত নাসির একজন অটোচালক ও আওয়ামী লীগ কর্মী। তিনি একই ইউনিয়নের রায়পুর গ্রামের গনি মোল্লার ছেলে।
আহত নাসির মোল্যা আজকের পত্রিকাকে বলেন, ‘আমি মিন্টুর কাছে ধার হিসেবে দেওয়া ৪৫ হাজার টাকা পাব। সে দীর্ঘদিন যাবৎ টাকা ফেরত না দিয়ে বিভিন্ন টালবাহানা করে। টাকা ফেরত চাইলে দলের প্রভাবশালী হওয়ায় আমাকে ভয় দেখিয়ে এড়িয়ে যায়। আজ শনিবার বিকেলে ডুমুরশিয়া বাজারে গেলে হঠাৎ এলোপাতাড়ি কিলঘুষি ও আমার মাথায় কোপ দেয়। একপর্যায়ে আশপাশের লোকজন আসলে মিন্টু পালিয়ে যায়।’
যুবলীগ নেতা মিন্টু বলেন, ‘আমিও নাসিরের কাছে ৩০ হাজার টাকা পাব। আজ বিকেলে ডুমুরশিয়া বাজারে নাসির মোল্ল্যাকে দেখে ডাক দিলে, সে আমার কাছে আসেনি। পরবর্তীতে আমি তাঁর কাছে গিয়ে আমার পাওনা টাকা চাওয়ার একপর্যায়ে অটোর মধ্যে ধস্তাধস্তি হয়। অটোর রডে নাসিরের মাথায় সামান্য আঘাত লাগে। তাঁকে আমি কোনো কিছু দিয়ে আঘাত করিনি।’
এ বিষয়ে বাবুখালী পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. সাগর আহম্মেদ আজকের পত্রিকাকে বলেন, ‘সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে ওই বাজারে পুলিশ পাঠিয়েছি। ওখানে কাউকে পাওয়া যায়নি। তবে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’

কিশোরগঞ্জের ভৈরবে ভুল চিকিৎসায় ঝুমা বেগম (২০) নামের এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। শহরের ট্রমা অ্যান্ড জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে। মৃত্যুর পর আজ শনিবার (৩ জানুয়ারি) দুপুরে গৃহবধূর লাশ নেওয়া হয় ভৈরব থানায়। থানায় লাশ রেখেই বিকেলে ৪ লাখ টাকায় রফাদফা হয়েছে বলে জানান রোগীর স্বজন রাশেদ মিয়া।
৭ মিনিট আগে
কুমিল্লার হোমনায় একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। গত শুক্রবার দিবাগত রাতে উপজেলার শ্রীমদ্দি গ্রামের নাথবাড়ির প্রয়াত সানু দাসের ঘরে এ ডাকাতির ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবারের দাবি, ডাকাতেরা ঘর থেকে ১০ ভরি স্বর্ণালংকার, ১২ ভরি রুপা ও ২০ হাজার টাকা লুটে নিয়েছে।
১৩ মিনিট আগে
সুন্দরবনে রিসোর্ট মালিক ও দুই পর্যটককে অপহরণ করেছে সশস্ত্র বনদস্যু বাহিনী। গতকাল শুক্রবার বিকেলে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ঢাংমারী এলাকার কেনুর খাল থেকে তাঁদের অপহরণ করা হয়। শনিবার (৩ জানুয়ারি) রাতে বিষয়টি জানাজানি হয়।
১৭ মিনিট আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসন থেকে এমপি প্রার্থী আলোচিত ভিক্ষুক আবুল মুনসুর ফকিরের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। আজ শনিবার (৩ জানুয়ারি) মনোনয়ন যাচাই-বাছাইয়ের শেষ দিনে ময়মনসিংহের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা সাইফুর রহমান তাঁর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে