
যশোরের মনিরামপুরে ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে রিক্তা পারভিন (২৫) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। এ সময় ছিটকে পড়ে আহত হয়েছেন রিক্তার ভ্যান চালক স্বামী আবু মুছা ও তিন বছরের মেয়ে নুসরাত। আজ মঙ্গলবার সন্ধ্যায় যশোর-চুকনগর সড়কের সুন্দলপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে।
হতাহত পরিবারটির বাড়ি একই উপজেলার হোগলাডাঙ্গা মধুপুর গ্রামে। খবর পেয়ে মনিরামপুর থানা-পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা গৃহবধূর লাশ উদ্ধার করেছেন। স্থানীয়রা ট্রাক ও এর চালক আহম্মদ আলীকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন।
নিহত গৃহবধূর স্বজন সাংবাদিক মোহাম্মদ বাবুল আকতার ও মনিরামপুর ফায়ার সার্ভিসের দলনেতা আমিনুল ইসলাম বলেন, আজ বিকেলে স্বামীর ইঞ্জিন ভ্যানে চড়ে মেয়ে নুসরাতকে নিয়ে সুন্দলপুর বাজারে এক হোমিও চিকিৎসকের কাছে যান রিক্তা পারভিন। সেখান থেকে ফেরার পথে সুন্দলপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে পেছন থেকে আসা যশোরগামী দ্রুতগতির একটি ট্রাক ইঞ্জিন ভ্যানকে ধাক্কা দেয়। এতে সড়কের ওপর ছিটকে পড়ে ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান গৃহবধূ রিক্তা। এ সময় আহত হন গৃহবধূর স্বামী মুছা ও শিশুকন্যা নুসরাত।
মনিরামপুর ফায়ার সার্ভিসের দলনেতা আমিনুল ইসলাম বলেন, আমরা গৃহবধূর লাশ ও তাঁর স্বামী সন্তানকে উদ্ধার করে মনিরামপুর হাসপাতালে পৌঁছে দিয়েছি।
মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রাফেজা খাতুন বলেন, গৃহবধূকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তাঁর স্বামী সন্তানকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
মনিরামপুর থানার উপপরিদর্শক অমিত দাস বলেন, গৃহবধূর লাশ আমাদের হেফাজতে আছে। দুর্ঘটনায় দায়ী ট্রাক ও চালককে আটক করা হয়েছে।

যশোরের মনিরামপুরে ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে রিক্তা পারভিন (২৫) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। এ সময় ছিটকে পড়ে আহত হয়েছেন রিক্তার ভ্যান চালক স্বামী আবু মুছা ও তিন বছরের মেয়ে নুসরাত। আজ মঙ্গলবার সন্ধ্যায় যশোর-চুকনগর সড়কের সুন্দলপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে।
হতাহত পরিবারটির বাড়ি একই উপজেলার হোগলাডাঙ্গা মধুপুর গ্রামে। খবর পেয়ে মনিরামপুর থানা-পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা গৃহবধূর লাশ উদ্ধার করেছেন। স্থানীয়রা ট্রাক ও এর চালক আহম্মদ আলীকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন।
নিহত গৃহবধূর স্বজন সাংবাদিক মোহাম্মদ বাবুল আকতার ও মনিরামপুর ফায়ার সার্ভিসের দলনেতা আমিনুল ইসলাম বলেন, আজ বিকেলে স্বামীর ইঞ্জিন ভ্যানে চড়ে মেয়ে নুসরাতকে নিয়ে সুন্দলপুর বাজারে এক হোমিও চিকিৎসকের কাছে যান রিক্তা পারভিন। সেখান থেকে ফেরার পথে সুন্দলপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে পেছন থেকে আসা যশোরগামী দ্রুতগতির একটি ট্রাক ইঞ্জিন ভ্যানকে ধাক্কা দেয়। এতে সড়কের ওপর ছিটকে পড়ে ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান গৃহবধূ রিক্তা। এ সময় আহত হন গৃহবধূর স্বামী মুছা ও শিশুকন্যা নুসরাত।
মনিরামপুর ফায়ার সার্ভিসের দলনেতা আমিনুল ইসলাম বলেন, আমরা গৃহবধূর লাশ ও তাঁর স্বামী সন্তানকে উদ্ধার করে মনিরামপুর হাসপাতালে পৌঁছে দিয়েছি।
মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রাফেজা খাতুন বলেন, গৃহবধূকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তাঁর স্বামী সন্তানকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
মনিরামপুর থানার উপপরিদর্শক অমিত দাস বলেন, গৃহবধূর লাশ আমাদের হেফাজতে আছে। দুর্ঘটনায় দায়ী ট্রাক ও চালককে আটক করা হয়েছে।

ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) মো. আরিফুল ইসলাম জানান, গতকাল রাতে বসুন্ধরা আবাসিক এলাকায় একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে নাঈমের প্রাইভেটকারটির। এতে মোটরসাইকেলের আরোহীরা নঈমকে প্রাইভেটকার থেকে টেনেহিঁচড়ে বের করে এলোপাতাড়ি মারধর করে।
৩ মিনিট আগে
রাজশাহীর মোহনপুর উপজেলায় পুকুর খননে বাধা দেওয়ায় আহমেদ জুবায়ের (২৩) নামের এক তরুণকে হত্যার ঘটনায় বিপ্লব হোসেন (৫২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল বুধবার দিবাগত রাতে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ওয়াপদা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৩১ মিনিট আগে
এসআই সুমন চন্দ্র শেখ আরও বলেন, ওই যুবকের মাথাসহ শরীরের একাধিক জায়গায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। কে বা কারা তাঁকে কুপিয়ে হত্যা করেছে, তা তাৎক্ষণিক জানা যায়নি। বিষয়টি তদন্তের পর বলা যাবে। ময়নাতদন্তের জন্য মৃতদেহটি মর্গে রাখা হয়েছে।
১ ঘণ্টা আগে
ঠাকুরগাঁও সদর উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে তেলবাহী লরির সংঘর্ষে দুই চালকসহ অন্তত ছয়জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে সদর উপজেলার বড় খোঁচাবাড়ি এলাকায় বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের সামনে এই দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে