কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় রাজনৈতিক মামলায় আওয়ামী লীগের কর্মী আজাদুর রহমান জিহাদ কারাগারে আছেন। প্রতিপক্ষের ওপর হামলা ও লুটপাটের মামলায় পালিয়ে বেড়াচ্ছেন তাঁর সমর্থক ও স্বজনেরা।
সেই সুযোগে তাঁদের প্রতিপক্ষ স্থানীয় আশরাফ সিদ্দিকীর লোকজন উক্ত জমি দখলের পাঁয়তারা শুরু করে। এর অংশ হিসেবে বিরুদ্ধে চারটি দোকান ও দাদার কবরস্থান ভেঙে ফেলে দখলের অভিযোগ উঠেছে। কাটা হয়েছে বেশ কিছু গাছপালাও। সেখানে তোলা হয়েছে ইটের দেয়াল। এখন ভাঙা দোকানের ইটগুলো সরিয়ে নেওয়া হচ্ছে। কুষ্টিয়ার কুমারখালীর কল্যাণপুর বাজার এলাকায় গিয়ে এ ভাঙা-গড়ার দৃশ্য দেখা যায়।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে দখলের এই অভিযোগের তথ্যও বেরিয়ে আসে। গতকাল মঙ্গলবার দুপুরে কল্যাণপুর মাধ্যমিক বিদ্যালয়সংলগ্ন মাঠে গিয়ে দেখা যায়, কয়েক বিঘা জমির চারদিকে বাঁশের চিকন খুঁটিতে বাঁধা লাল পতাকা। গ্রামটি উপজেলার শিলাইদহ ইউনিয়নে অবস্থিত।
১৪৪ ধারা অমান্য করে জমি দখল, ভাঙচুর ও গাছ কাটার বিষয়টি স্বীকার করলেও প্রতিপক্ষের অভিযোগ অস্বীকার করেন আশরাফ সিদ্দিক। তিনি বলেন, ‘আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে প্রায় ১৬ বছর প্রকৌশলী জিহাদ ও তাঁর সমর্থকেরা আমাদের প্রায় ১০-১২ বিঘা জমি দখল করে রেখেছিলেন। এখন আওয়ামী লীগ নেই। তাই আমাদের জমি আমরা দখল করে নিয়েছি।’
শিলাইদহ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাজেদুর রহমান বলেন, ‘আমার ভাই সমাজপ্রধান আজাদুর রহমান জিহাদ কারাগারে। সে সুযোগে বিএনপির ছত্রচ্ছায়ায় প্রতিপক্ষ আশরাফ সিদ্দিকের পক্ষ আমাদের চারটি দোকান ও দাদা-দাদির কবর ভেঙে দিয়েছে। দোকানের পাশের বাগানের মেহগনি গাছগুলো কেটে নিয়েছে। এখন ইটের দেয়াল দিয়ে ঘিরে নিচ্ছে। আবার মাঠের জমিতেও লাল পতাকা টাঙিয়ে দখল করে নিছে।’
তাঁর ভাষ্য, আদালতে রেকর্ড সংশোধনী ও ভাগ-বাঁটোয়ারা মামলা চলছে। মামলায় আদালত ১৪৪ ধারা জারি করেছেন। কিন্তু প্রতিপক্ষরা আদালতের আদেশ অমান্য করে জবরদখল করে নিয়েছে।
এলাকাবাসী ও জিহাদের কয়েকজন স্বজন জানান, প্রায় ২০৭ শতাংশ জমি ভোগদখল করে আসছেন গ্রাম্য মাতব্বর আজাদুর রহমান জিহাদ, তাঁর ভাই আওয়ামী লীগ নেতা মাজেদুর রহমান, আরেক চাচাতো ভাই তমিজুর রহমান ও তাঁদের শরিকেরা। ওই জমি নিয়ে প্রতিবেশী আশরাফ সিদ্দিক ও তাঁদের শরিকদের সঙ্গে মামলা চলছে। ২০২২ সালের ২০ ডিসেম্বর ২০৭ শতাংশ জমির ওপর ১৪৪ ধারা জারি করেন আদালত।
স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকার পতনের পর আদালতের ১৪৪ ধারা অমান্য করে ১৪ নভেম্বর থেকে কবরস্থান, কৃষিজমি, গাছের বাগানসহ প্রায় ১২ বিঘা জমি দখল করে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ আশরাফ সিদ্দিক গংয়ের বিরুদ্ধে।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, জমি নিয়ে দুই পক্ষের মধ্যে কয়েকবার হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ব্যাপারে থানায় দুটি মামলাও রয়েছে।

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় রাজনৈতিক মামলায় আওয়ামী লীগের কর্মী আজাদুর রহমান জিহাদ কারাগারে আছেন। প্রতিপক্ষের ওপর হামলা ও লুটপাটের মামলায় পালিয়ে বেড়াচ্ছেন তাঁর সমর্থক ও স্বজনেরা।
সেই সুযোগে তাঁদের প্রতিপক্ষ স্থানীয় আশরাফ সিদ্দিকীর লোকজন উক্ত জমি দখলের পাঁয়তারা শুরু করে। এর অংশ হিসেবে বিরুদ্ধে চারটি দোকান ও দাদার কবরস্থান ভেঙে ফেলে দখলের অভিযোগ উঠেছে। কাটা হয়েছে বেশ কিছু গাছপালাও। সেখানে তোলা হয়েছে ইটের দেয়াল। এখন ভাঙা দোকানের ইটগুলো সরিয়ে নেওয়া হচ্ছে। কুষ্টিয়ার কুমারখালীর কল্যাণপুর বাজার এলাকায় গিয়ে এ ভাঙা-গড়ার দৃশ্য দেখা যায়।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে দখলের এই অভিযোগের তথ্যও বেরিয়ে আসে। গতকাল মঙ্গলবার দুপুরে কল্যাণপুর মাধ্যমিক বিদ্যালয়সংলগ্ন মাঠে গিয়ে দেখা যায়, কয়েক বিঘা জমির চারদিকে বাঁশের চিকন খুঁটিতে বাঁধা লাল পতাকা। গ্রামটি উপজেলার শিলাইদহ ইউনিয়নে অবস্থিত।
১৪৪ ধারা অমান্য করে জমি দখল, ভাঙচুর ও গাছ কাটার বিষয়টি স্বীকার করলেও প্রতিপক্ষের অভিযোগ অস্বীকার করেন আশরাফ সিদ্দিক। তিনি বলেন, ‘আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে প্রায় ১৬ বছর প্রকৌশলী জিহাদ ও তাঁর সমর্থকেরা আমাদের প্রায় ১০-১২ বিঘা জমি দখল করে রেখেছিলেন। এখন আওয়ামী লীগ নেই। তাই আমাদের জমি আমরা দখল করে নিয়েছি।’
শিলাইদহ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাজেদুর রহমান বলেন, ‘আমার ভাই সমাজপ্রধান আজাদুর রহমান জিহাদ কারাগারে। সে সুযোগে বিএনপির ছত্রচ্ছায়ায় প্রতিপক্ষ আশরাফ সিদ্দিকের পক্ষ আমাদের চারটি দোকান ও দাদা-দাদির কবর ভেঙে দিয়েছে। দোকানের পাশের বাগানের মেহগনি গাছগুলো কেটে নিয়েছে। এখন ইটের দেয়াল দিয়ে ঘিরে নিচ্ছে। আবার মাঠের জমিতেও লাল পতাকা টাঙিয়ে দখল করে নিছে।’
তাঁর ভাষ্য, আদালতে রেকর্ড সংশোধনী ও ভাগ-বাঁটোয়ারা মামলা চলছে। মামলায় আদালত ১৪৪ ধারা জারি করেছেন। কিন্তু প্রতিপক্ষরা আদালতের আদেশ অমান্য করে জবরদখল করে নিয়েছে।
এলাকাবাসী ও জিহাদের কয়েকজন স্বজন জানান, প্রায় ২০৭ শতাংশ জমি ভোগদখল করে আসছেন গ্রাম্য মাতব্বর আজাদুর রহমান জিহাদ, তাঁর ভাই আওয়ামী লীগ নেতা মাজেদুর রহমান, আরেক চাচাতো ভাই তমিজুর রহমান ও তাঁদের শরিকেরা। ওই জমি নিয়ে প্রতিবেশী আশরাফ সিদ্দিক ও তাঁদের শরিকদের সঙ্গে মামলা চলছে। ২০২২ সালের ২০ ডিসেম্বর ২০৭ শতাংশ জমির ওপর ১৪৪ ধারা জারি করেন আদালত।
স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকার পতনের পর আদালতের ১৪৪ ধারা অমান্য করে ১৪ নভেম্বর থেকে কবরস্থান, কৃষিজমি, গাছের বাগানসহ প্রায় ১২ বিঘা জমি দখল করে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ আশরাফ সিদ্দিক গংয়ের বিরুদ্ধে।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, জমি নিয়ে দুই পক্ষের মধ্যে কয়েকবার হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ব্যাপারে থানায় দুটি মামলাও রয়েছে।

তিন দিন ধরে রাজবাড়ীর পদ্মা নদীতে কুমির বিচরণ করতে দেখা গেছে। এতে নদীপাড়ের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তীরবর্তী এলাকায় নদীতে কখনো সকালে, কখনো দুপুরে কুমির ভেসে উঠছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। হঠাৎ পদ্মায় কুমির বিচরণের খবর শুনে তা দেখতে নদীতীরে ভিড় করছে উৎসুক জনতা।
৫ মিনিট আগে
দীর্ঘ এক দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে হাসি ফিরেছে সুমন-এনি দম্পতির ঘরে। আজ মঙ্গলবার একসঙ্গে জন্ম নেওয়া পাঁচ নবজাতককে নিয়ে বাড়ি ফিরেছেন তাঁরা। এর আগে গত বৃহস্পতিবার ওই প্রসূতি পাঁচ সন্তান জন্ম দেন। তার মধ্যে তিনজন মেয়ে ও দুজন ছেলে।
৩১ মিনিট আগে
ট্রেড ইউনিয়নের নামে হয়রানি, খাদ্য মূল্যস্ফীতি, ওয়ান স্টপ সার্ভিসের অভাব ও নিয়মবহির্ভূত স্ট্রিট ফুডের বিস্তারে দেশের রেস্তোরাঁ খাত আগে থেকেই সংকটে ছিল। নতুন করে যোগ হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) চরম সংকট। বাড়তি দাম দিয়েও সময়মতো মিলছে না এলপিজি। এতে অনেক রেস্তোরাঁই বন্ধের পথে রয়েছে।
১ ঘণ্টা আগে
শরীয়তপুর সদর উপজেলায় আলোচিত শিশু হৃদয় খান নিবিড় হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড ও একজনকে ২১ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে শরীয়তপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে