কেশবপুর (যশোর) প্রতিনিধি
যশোরের কেশবপুরে বিশেষজ্ঞ চিকিৎসক না হয়েও অস্ত্রোপচার করছিলেন এক উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (সেকমো)। ভ্রাম্যমাণ আদালত অভিযানে তাঁকে হাতেনাতে ধরে দুই মাসের কারাদণ্ড দিয়েছেন। গতকাল শনিবার (১ ফেব্রুয়ারি) রাতে কেশবপুর শহরের কপোতাক্ষ সার্জিক্যাল ক্লিনিকে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত চিকিৎসক ফিরোজ কবীর, যিনি সাগরদাঁড়ি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কেন্দ্রে কর্মরত উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (সেকমো)। দীর্ঘদিন ধরে তিনি নিজেকে বিশেষজ্ঞ চিকিৎসক পরিচয়ে অস্ত্রোপচার চালিয়ে আসছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শনিবার রাতে পৌর শহরের কপোতাক্ষ সার্জিক্যাল ক্লিনিকে সেকমো ফিরোজ কবীর হার্নিয়া আক্রান্ত লুৎফর রহমান নামের এক রোগীকে অপারেশন করছিলেন। গোয়েন্দা বিভাগের তথ্যের ভিত্তিতে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একদল চিকিৎসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে এসে অস্ত্রোপচারের সময় তাঁকে হাতেনাতে আটক ধরেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ নেওয়াজ বলেন, ভুয়া পরিচয়ে অস্ত্রোপচারের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ফিরোজ কবীরকে দুই মাসের বিনা শ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া হার্নিয়া অপারেশন করা ওই রোগীকে উন্নত চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ নেওয়াজ বলেন, ‘বিশেষজ্ঞ চিকিৎসকের অনুমোদন ছাড়া অপারেশন করা শাস্তিযোগ্য অপরাধ। তাই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।’
কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, আজ রোববার (২ ফেব্রুয়ারি) দণ্ডপ্রাপ্ত ফিরোজ কবীরকে যশোর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
যশোরের কেশবপুরে বিশেষজ্ঞ চিকিৎসক না হয়েও অস্ত্রোপচার করছিলেন এক উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (সেকমো)। ভ্রাম্যমাণ আদালত অভিযানে তাঁকে হাতেনাতে ধরে দুই মাসের কারাদণ্ড দিয়েছেন। গতকাল শনিবার (১ ফেব্রুয়ারি) রাতে কেশবপুর শহরের কপোতাক্ষ সার্জিক্যাল ক্লিনিকে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত চিকিৎসক ফিরোজ কবীর, যিনি সাগরদাঁড়ি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কেন্দ্রে কর্মরত উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (সেকমো)। দীর্ঘদিন ধরে তিনি নিজেকে বিশেষজ্ঞ চিকিৎসক পরিচয়ে অস্ত্রোপচার চালিয়ে আসছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শনিবার রাতে পৌর শহরের কপোতাক্ষ সার্জিক্যাল ক্লিনিকে সেকমো ফিরোজ কবীর হার্নিয়া আক্রান্ত লুৎফর রহমান নামের এক রোগীকে অপারেশন করছিলেন। গোয়েন্দা বিভাগের তথ্যের ভিত্তিতে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একদল চিকিৎসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে এসে অস্ত্রোপচারের সময় তাঁকে হাতেনাতে আটক ধরেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ নেওয়াজ বলেন, ভুয়া পরিচয়ে অস্ত্রোপচারের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ফিরোজ কবীরকে দুই মাসের বিনা শ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া হার্নিয়া অপারেশন করা ওই রোগীকে উন্নত চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ নেওয়াজ বলেন, ‘বিশেষজ্ঞ চিকিৎসকের অনুমোদন ছাড়া অপারেশন করা শাস্তিযোগ্য অপরাধ। তাই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।’
কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, আজ রোববার (২ ফেব্রুয়ারি) দণ্ডপ্রাপ্ত ফিরোজ কবীরকে যশোর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
গাজীপুরের শ্রীপুর থেকে সিরাজগঞ্জ-৬ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) চয়ন ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার টেপিরবাড়ি গ্রামের মাটির মসজিদ এলাকা থেকে তাঁকে শ্রীপুর থানা-পুলিশ গ্রেপ্তার করে।
১ ঘণ্টা আগেগাজীপুর মহানগরীর ধীরাশ্রম দক্ষিণখান এলাকায় সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের মারধর ও নির্যাতনের ঘটনায় নতুন শঙ্কার সৃষ্টি হয়েছে। এ ঘটনার জেরে আওয়ামী লীগের নেতারা এখন ঘরছাড়া। হামলার বিষয়ে সাধারণ মানুষেরা মুখ খুলছেন না। হামলায় গ্রেপ্তারে অভিযান শুরুর পর সাবেক
৭ ঘণ্টা আগেনীলফামারীর ডিমলার বিভিন্ন এলাকার কৃষিজমি ও নদ-নদী থেকে অবাধে তোলা হচ্ছে বালু। এতে সেতু, বাঁধ, আবাদি জমি ও বসতভিটা বিলীন হওয়ার হুমকিতে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, বালু তোলার সঙ্গে জড়িতরা প্রভাবশালী হওয়ায় কেউ তাদের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস পাচ্ছেন না।
৮ ঘণ্টা আগেসাইকেল-ভ্যানে করে বাহারি ফুল নিয়ে বাজারে এসেছেন চাষিরা। তাঁদের কারও কাছে গোলাপ, গ্লাডিওলাস, রজনীগন্ধা; কারও কাছে জারবেরা, চন্দ্রমল্লিকাসহ বিভিন্ন প্রজাতির সব ফুল। দূরদূরান্ত থেকে আসা ব্যাপারীরা সেই ফুল কিনছেন। ফুল বেচাকেনার এমন হাঁকডাক যশোর-বেনাপোল মহাসড়কঘেঁষে গড়ে ওঠা ফুলের রাজধানীখ্যাত
৮ ঘণ্টা আগে