Ajker Patrika

দামুড়হুদায় ঘাস কাটা মেশিনে বিদ্যুতায়িত হয়ে ২ ভাইয়ের মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি­
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পুরোনো বাস্তপুর গ্রামে ঘাস কাটা মেশিনে বিদ্যুতায়িত হয়ে দুই ভাই মারা গেছেন। আজ বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেল ৫টার দিকে দামুড়হুদা উপজেলার পুরোনো বাস্তুপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন আক্তারুজ্জামান (৫৭) ও আলম হোসেন (৪০)। তাঁদের বাড়ি দামুড়হুদা উপজেলার পুরোনো বাস্তপুর গ্রামে।

নিহত আক্তারুজ্জামানের ছেলে মো. সিজার বলেন, ‘বিকেলে আমার চাচা আলম ঘাস কাটার মেশিনে ঘাস কাটছিলেন। এমন সময় বিদ্যুতায়িত হয়ে মাটিত পড়ে যান। চাচাকে মাটিতে পড়ে যাওয়া দেখে আব্বু হাঁসুয়া দিয়ে কারেন্টের তার কাটার চেষ্টা করেন। এ সময় আব্বুরও শক লাগে। আমিসহ পরিবারের লোকজন ছুটে এসে দেখি, আমার চাচা আলম ঘটনাস্থলেই মারা গেছেন। আব্বুকে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মেহবুবা মুস্তারিন মৌ বলেন, ‘বিকেল ৫টার দিকে জরুরি বিভাগে বিদ্যুতায়িত হয়ে আহত এক ব্যক্তিকে আনা হয়। তাঁকে মৃত অবস্থায় পেয়েছি। জেনেছি আরেকজন ঘটনাস্থলেই মারা গেছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মিটফোর্ডে সোহাগ হত্যা মামলার আসামি দুই ভাই নেত্রকোনায় গ্রেপ্তার

‘নৌকা আউট, শাপলা ইন’, সিইসির সঙ্গে বৈঠক শেষে এনসিপির চাওয়া

পারটেক্স এমডি রুবেল আজিজের ১১৬ কোটি টাকার সম্পত্তি নিলামে তুলছে ব্যাংক এশিয়া

যশোরে কেন্দ্রের ভুলে বিজ্ঞানের ৪৮ জন ফেল, সংশোধনে জিপিএ-৫ পেল সবাই

জরুরি অবস্থা ঘোষণায় লাগবে মন্ত্রিসভার অনুমোদন, প্রস্তাবে একমত রাজনৈতিক দলগুলো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত