
কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সুরুজ আলী বাবুর লাশ ময়নাতদন্তের জন্য তুলতে দেয়নি পরিবার। একই দিন গুলিবিদ্ধ হয়ে নিহত আরেকজন আশরাফুল ইসলামের লাশও ময়নাতদন্তের জন্য কবর থেকে তুলতে না দেওয়ায় ফিরে গেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
গত ৫ আগস্ট কুষ্টিয়া সদরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বাবু ও আশরাফুল নিহত হন। ৩ অক্টোবর পৃথক মামলায় তাঁদের লাশ ময়নাতদন্তের নির্দেশ দেন আদালত। আজ বুধবার দুপুরে আদালতের নির্দেশে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কবর থেকে লাশ তুলতে যান। তবে লাশ তুলতে গেলে দুই পরিবারই আপত্তি জানায়। ফলে নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ সংশ্লিষ্টরা ফিরে যান।
মামলা সূত্রে জানা গেছে, ৫ আগস্ট দুপুরে শহরের থানাপাড়া এলাকায় মারধর ও ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন সুরুজ আলী বাবু (৩২)। এ ঘটনায় ১৫ আগস্ট রাইসুল হক নামে এক আন্দোলনকারী বাদী হয়ে ৩৫ জনের নাম উল্লেখ করে কুষ্টিয়া মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। নিহত বাবু সদর উপজেলার হাটশ হরিপুর গ্রামের শালদহ এলাকার মৃত নওশের আলীর ছেলে। বাবু পেশায় স্বর্ণকার ছিলেন।
এদিকে একই দিন দুপুরে শহরের বকচত্বর এলাকায় আশরাফুল ইসলাম গুলিতে নিহত হন। হত্যার অভিযোগে ২০ আগস্ট তাঁর স্ত্রী লাবণী আক্তার ইতি কুষ্টিয়া মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ২৯ জনের নাম উল্লেখ করা হয়। নিহত আশরাফুল (৩৬) সদর উপজেলার শালদহ গ্রামের কফিল উদ্দিনের ছেলে। তিনি রংমিস্ত্রির কাজ করতেন। উভয় মামলায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতা-কর্মীদের আসামি করা হয়েছে।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের চিকিৎসক ইকবাল হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘লাশ দুটো ময়নাতদন্তের জন্য কবর থেকে ওঠাতে গিয়ে উভয় পরিবারসহ গ্রামবাসীদের আপত্তির মুখে পড়তে হয়। প্রায় এক ঘণ্টা ধরে বুঝিয়ে কোনো সুফল আসে না। তারা কেউ লাশ ওঠাতে রাজি হয়নি। একপর্যায়ে সেখান থেকে চলে আসতে হয়। ময়নাতদন্ত করা না গেলে হত্যা মামলার ভবিষ্যৎ কী হবে বলা যাচ্ছে না।’
মামলার এজাহারে বলা হয়েছে, আন্দোলনকারী বাবুকে এলোপাতাড়িভাবে মারধর ও কুপিয়ে হত্যা করা হয়েছে। আশরাফুলকে শরীরের বিভিন্ন স্থানে গুলি করে হত্যা করা হয়।
বাবু হত্যা মামলার বাদী রাইসুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনার এত দিন পরে এসে আন্দোলনে শহীদের লাশ কবর থেকে তোলা মানে অমর্যাদা করা। তাই পরিবার চাই না বাবুর লাশ উত্তোলন হোক। তা ছাড়া তদন্তের স্বার্থে যেকোনো ধরনের সহযোগিতা করতে আমরা রাজি আছি।’
নিহত আশরাফুলের স্ত্রী লাবণী আক্তার ইতি আজকের পত্রিকাকে বলেন, ‘আমি আমার স্বামীর লাশ কবর থেকে উত্তোলন করতে রাজি হয়নি। এতে যদি আসামিরা ছাড়া পেয়ে যায়, তবে যাক। আল্লাহ এর বিচার করবেন।’
এ বিষয়ে কুষ্টিয়া জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদ হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘লাশ উত্তোলনের ব্যাপারে বেশ কিছু বিষয় লক্ষ্য করে ম্যাচ সেন্টিমেন্টকে আমলে নিই। ওই মুহূর্তে কোনো ত্বরিত সিদ্ধান্ত না নিয়ে জেলার ভারপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটকে অবহিত করি। পরে চলে আসি। তাঁদের (নিহতের পরিবার) মূল চাওয়াকে আমলে নিই।’

রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে প্রার্থী হতে ৩৮ জন মনোনয়ন দাখিল করেছিলেন। তাঁদের মধ্যে ১৯ জনের মনোনয়নপত্র বাতিল হয়। নির্বাচন কমিশনে আপিলের পর প্রার্থিতা ফিরে পেয়েছেন ১৩ জন। এখন রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে মোট প্রার্থী ৩২ জন।
২ ঘণ্টা আগে
জীবনের প্রতি ক্রমবর্ধমান বিতৃষ্ণা, হতাশা আর অনিশ্চয়তা মানুষকে ঠেলে দিচ্ছে চরম সিদ্ধান্তের দিকে। সামাজিক বন্ধন দুর্বল হওয়া, পারিবারিক উষ্ণতার অভাব, অর্থনৈতিক চাপ এবং মানসিক স্বাস্থ্যের অবহেলা মিলিয়ে আত্মহত্যা যেন অনেকের কাছে ‘শেষ মুক্তির পথ’ হয়ে উঠছে।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্তে আবারও সক্রিয় হয়ে উঠেছে অস্ত্র কারবারিরা। চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর সীমান্তপথে বাড়ছে অবৈধ অস্ত্রের আনাগোনা। প্রায় প্রতিদিনই ঢুকছে আগ্নেয়াস্ত্র। পরিস্থিতি সামাল দিতে জড়িতদের তালিকা করে নজরদারি ও অভিযান জোরদার করেছে পুলিশ।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের সিদ্ধান্তে ঢাকা-১৯ আসনে জামায়াতে ইসলামী প্রার্থিতা প্রত্যাহার করে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ছেড়ে দিয়েছে। তবে জোটের আরেক শরিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) প্রার্থিতা প্রত্যাহার করেনি। ফলে প্রার্থী না থাকলেও জামায়াতের ভোট কোন বাক্সে গিয়ে পড়বে...
২ ঘণ্টা আগে