দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি বলেছেন, জাতি দুর্ভাগ্যের সঙ্গে লক্ষ্য করছে যে, বিএনপি প্রায় প্রতিদিনই বেগম জিয়ার অসুস্থতা নিয়ে রাজনীতি করছে; কিন্তু তাঁর চিকিৎসার আইনি যে প্রক্রিয়া সেটার মধ্যে যাচ্ছে না। এতে সন্দেহ সৃষ্টি হয়, বিএনপি আসলে খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে রাজনীতি করতে চায়, চিকিৎসা করতে চায় না।
আজ মঙ্গলবার কুষ্টিয়ায় একটি শিক্ষাপ্রতিষ্ঠানে অভিভাবক সমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মাহবুব উল আলম হানিফ বলেন, বিএনপি ধরেই নিয়েছে খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে রাজনীতি করলে রাজনৈতিক ফায়দা পাওয়া যাবে। সে কারণেই তাদের এই প্রক্রিয়া। না হলে তারা এত দিনে আইনি প্রক্রিয়ার মধ্যে যেত, গেলে হয়তো একটা সমাধান আসত।
তিনি বলেন, ‘বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সুচিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠুন এটা আমরা চাই। বিএনপি বা তাঁর চিকিৎসকেরা যদি মনে করেন বিদেশে চিকিৎসার প্রয়োজন, তাহলে যেহেতু বেগম খালেদা দণ্ডপ্রাপ্ত কয়েদি সেই হিসেবে তাঁকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে যেতে হবে। আমি আশা করি, বিএনপি খালেদা জিয়ার শারীরিক অসুস্থতা নিয়ে রাজনীতি না করে আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে তাঁর চিকিৎসার ব্যাপারে সমাধান করবেন।’
মার্কিন রাষ্ট্রদূতকে নিয়ে মির্জা ফখরুলের বক্তব্য প্রসঙ্গে হানিফ বলেন, ‘মার্কিন রাষ্ট্রদূতের বিষয়ে মির্জা ফখরুল সাহেবকে যে মুখপাত্র হিসেবে নিয়োগ দিয়েছে এটা আমাদের জাতি অবশ্য জানে না। একজন রাষ্ট্রদূতের পক্ষ হয়ে যখন একটি দলের মহাসচিব কথা বলেন, তখন জাতির মধ্যে এটা নিয়ে একটা সন্দেহ হয়। মির্জা ফখরুলের এই বক্তব্যর মধ্যে দিয়ে আবারও প্রমাণ হলো বিএনপি এই মুহূর্তে বিদেশি শক্তির ক্রীড়নক হিসেবে বাংলাদেশে কোনো দুরভিসন্ধি //////বত্বাই লিপ্ত আছেন।’
বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন প্রসঙ্গে আ.লীগের যুগ্ম সম্পাদক আরও বলেন, ‘যেহেতু বিএনপি কখনো সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়ায় হাটে নাই, তাদের কাছে এটা অসম্ভব বলেই মনে হবে। কিন্তু দেশে একমাত্র আওয়ামী লীগই সুষ্ঠু নির্বাচন করে, নির্বাচনে পরাজিত হওয়ার পরও শান্তিপূর্ণভাবে দায়িত্ব হস্তান্তর করেছিল ২০০১ সালে।
আর বিএনপি তো নির্বাচনে বিশ্বাসীই না। যার ফলে সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন এটা তাদের কাছে একটা কাল্পনিক ব্যাপার বলেই মনে হয়, তারা ভাবতেই পারে। কিন্তু এদেশের মানুষ বিশ্বাস করে, সংবিধান অনুযায়ী অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব।’
এ সময় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা, এডুকেয়ার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে চেয়ারম্যান মোজ্জামেল হক রাসেলসহ শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি বলেছেন, জাতি দুর্ভাগ্যের সঙ্গে লক্ষ্য করছে যে, বিএনপি প্রায় প্রতিদিনই বেগম জিয়ার অসুস্থতা নিয়ে রাজনীতি করছে; কিন্তু তাঁর চিকিৎসার আইনি যে প্রক্রিয়া সেটার মধ্যে যাচ্ছে না। এতে সন্দেহ সৃষ্টি হয়, বিএনপি আসলে খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে রাজনীতি করতে চায়, চিকিৎসা করতে চায় না।
আজ মঙ্গলবার কুষ্টিয়ায় একটি শিক্ষাপ্রতিষ্ঠানে অভিভাবক সমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মাহবুব উল আলম হানিফ বলেন, বিএনপি ধরেই নিয়েছে খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে রাজনীতি করলে রাজনৈতিক ফায়দা পাওয়া যাবে। সে কারণেই তাদের এই প্রক্রিয়া। না হলে তারা এত দিনে আইনি প্রক্রিয়ার মধ্যে যেত, গেলে হয়তো একটা সমাধান আসত।
তিনি বলেন, ‘বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সুচিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠুন এটা আমরা চাই। বিএনপি বা তাঁর চিকিৎসকেরা যদি মনে করেন বিদেশে চিকিৎসার প্রয়োজন, তাহলে যেহেতু বেগম খালেদা দণ্ডপ্রাপ্ত কয়েদি সেই হিসেবে তাঁকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে যেতে হবে। আমি আশা করি, বিএনপি খালেদা জিয়ার শারীরিক অসুস্থতা নিয়ে রাজনীতি না করে আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে তাঁর চিকিৎসার ব্যাপারে সমাধান করবেন।’
মার্কিন রাষ্ট্রদূতকে নিয়ে মির্জা ফখরুলের বক্তব্য প্রসঙ্গে হানিফ বলেন, ‘মার্কিন রাষ্ট্রদূতের বিষয়ে মির্জা ফখরুল সাহেবকে যে মুখপাত্র হিসেবে নিয়োগ দিয়েছে এটা আমাদের জাতি অবশ্য জানে না। একজন রাষ্ট্রদূতের পক্ষ হয়ে যখন একটি দলের মহাসচিব কথা বলেন, তখন জাতির মধ্যে এটা নিয়ে একটা সন্দেহ হয়। মির্জা ফখরুলের এই বক্তব্যর মধ্যে দিয়ে আবারও প্রমাণ হলো বিএনপি এই মুহূর্তে বিদেশি শক্তির ক্রীড়নক হিসেবে বাংলাদেশে কোনো দুরভিসন্ধি //////বত্বাই লিপ্ত আছেন।’
বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন প্রসঙ্গে আ.লীগের যুগ্ম সম্পাদক আরও বলেন, ‘যেহেতু বিএনপি কখনো সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়ায় হাটে নাই, তাদের কাছে এটা অসম্ভব বলেই মনে হবে। কিন্তু দেশে একমাত্র আওয়ামী লীগই সুষ্ঠু নির্বাচন করে, নির্বাচনে পরাজিত হওয়ার পরও শান্তিপূর্ণভাবে দায়িত্ব হস্তান্তর করেছিল ২০০১ সালে।
আর বিএনপি তো নির্বাচনে বিশ্বাসীই না। যার ফলে সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন এটা তাদের কাছে একটা কাল্পনিক ব্যাপার বলেই মনে হয়, তারা ভাবতেই পারে। কিন্তু এদেশের মানুষ বিশ্বাস করে, সংবিধান অনুযায়ী অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব।’
এ সময় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা, এডুকেয়ার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে চেয়ারম্যান মোজ্জামেল হক রাসেলসহ শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৫ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৫ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৫ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
৫ ঘণ্টা আগে