খুলনা প্রতিনিধি

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ছাত্র অর্ণব কুমার হত্যার ঘটনায় পুলিশ হেফাজতে নেওয়া তিনজনের মধ্যে একজন নিহতের বন্ধু গোলাম রাব্বানি। আজ রোববার (২৬ জানুয়ারি) তাঁকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আজ সকালে সোনাডাঙ্গা থানা-পুলিশ রাব্বানিকে খুলনার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-১-এর আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করে। প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পাশাপাশি ৯ মার্চ মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়।
এদিকে আদালতে হাজিরের জন্য গোলাম রাব্বানিকে আনা হলে তিনি এই প্রতিবেদকের কাছে নিজেকে নির্দোষ বলে দাবি করেন।
এর আগে, শনিবার (২৫ জানুয়ারি) অর্ণব হত্যার ঘটনায় গোলাম রাব্বানিসহ তিনজনকে হেফাজতে নেয় পুলিশ। তাৎক্ষণিক তাঁদের পরিচয় জানায়নি তারা। বাকি দুজনকে শর্ত সাপেক্ষে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, শুক্রবার রাত সোয়া ৯টার দিকে সন্ত্রাসীরা গুলি চালিয়ে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে অর্ণবকে হত্যা করে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে রাতভর অভিযান চালিয়ে অর্ণবের তিন বন্ধুকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু রাব্বানির কথাবার্তা অসংলগ্ন থাকায় তাঁকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
তিনি জানান, গ্রেপ্তার গোলাম রাব্বানি নিহত অর্ণবের বন্ধু ছিলেন। ওই দিন বিকেলে সেই অর্ণবকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এ ছাড়া মোবাইল ফোনে সর্বশেষ কল লিস্টে গোলাম রাব্বানির নাম ছিল।
প্রতিবাদ ও বিক্ষোভ
অর্ণব হত্যার প্রতিবাদে খুলনার নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা নগরীর কেডিএ অ্যাভিনিউ সড়কে বিক্ষোভ সমাবেশ করেছেন। আজ রোববার বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত অনুষ্ঠিত এই কর্মসূচিতে শিক্ষার্থীরা তিন দিনের মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তার ও সন্ত্রাসী কার্যক্রম বন্ধের দাবি জানান।
আরও পড়ুন:

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ছাত্র অর্ণব কুমার হত্যার ঘটনায় পুলিশ হেফাজতে নেওয়া তিনজনের মধ্যে একজন নিহতের বন্ধু গোলাম রাব্বানি। আজ রোববার (২৬ জানুয়ারি) তাঁকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আজ সকালে সোনাডাঙ্গা থানা-পুলিশ রাব্বানিকে খুলনার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-১-এর আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করে। প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পাশাপাশি ৯ মার্চ মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়।
এদিকে আদালতে হাজিরের জন্য গোলাম রাব্বানিকে আনা হলে তিনি এই প্রতিবেদকের কাছে নিজেকে নির্দোষ বলে দাবি করেন।
এর আগে, শনিবার (২৫ জানুয়ারি) অর্ণব হত্যার ঘটনায় গোলাম রাব্বানিসহ তিনজনকে হেফাজতে নেয় পুলিশ। তাৎক্ষণিক তাঁদের পরিচয় জানায়নি তারা। বাকি দুজনকে শর্ত সাপেক্ষে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, শুক্রবার রাত সোয়া ৯টার দিকে সন্ত্রাসীরা গুলি চালিয়ে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে অর্ণবকে হত্যা করে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে রাতভর অভিযান চালিয়ে অর্ণবের তিন বন্ধুকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু রাব্বানির কথাবার্তা অসংলগ্ন থাকায় তাঁকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
তিনি জানান, গ্রেপ্তার গোলাম রাব্বানি নিহত অর্ণবের বন্ধু ছিলেন। ওই দিন বিকেলে সেই অর্ণবকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এ ছাড়া মোবাইল ফোনে সর্বশেষ কল লিস্টে গোলাম রাব্বানির নাম ছিল।
প্রতিবাদ ও বিক্ষোভ
অর্ণব হত্যার প্রতিবাদে খুলনার নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা নগরীর কেডিএ অ্যাভিনিউ সড়কে বিক্ষোভ সমাবেশ করেছেন। আজ রোববার বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত অনুষ্ঠিত এই কর্মসূচিতে শিক্ষার্থীরা তিন দিনের মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তার ও সন্ত্রাসী কার্যক্রম বন্ধের দাবি জানান।
আরও পড়ুন:

রোববার সন্ধ্যায় মেহেদী গোবরা থেকে মোটরসাইকেলযোগে শহরের বাসায় ফেরার পথে চিত্রা নদীর এসএম সুলতান সেতু এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যানকে ধাক্কা দেয়।
১ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনে (তেজগাঁও এলাকা) রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে ‘তিন সাইফুলের’ উপস্থিতি ভোটের মাঠে বাড়তি কৌতূহল তৈরি করেছে। তাঁরা হলেন—দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাইফুল
৬ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় সর্বোচ্চ খরচের পরিকল্পনা করেছেন বিএনপির আলী আসগর লবী। আর জেলায় সবচেয়ে কম বাজেট একই দলের আরেক প্রার্থী রকিবুল ইসলাম বকুলের। হলফনামায় ছয়টি আসনের প্রার্থীদের অধিকাংশই নিজস্ব আয়ের পাশাপাশি স্বজনদের কাছ থেকে ধার ও অনুদান নিয়ে এই ব্যয় মেটানোর কথা জানিয়েছেন।
৬ ঘণ্টা আগে
পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
৭ ঘণ্টা আগে