
বাগেরহাটের চিতলমারী থানা-পুলিশ কৌশলে কিশোর-কিশোরীর বিয়ে ঠেকিয়ে দিয়েছে। আজ সোমবার বিকেল ৫টায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম কামরুজ্জামান খান বিষয়টি নিশ্চিত করেছেন। কিশোরীর বাবা ও এলাকাবাসী পুলিশের এ ভূমিকাকে সাধুবাদ জানিয়েছেন।
চিতলমারী থানার ওসি এএইচএম কামরুজ্জামান খান বলেন, উপজেলার শিবপুর গ্রামের নবম শ্রেণির ছাত্রীর বাবা গতকাল রোববার সন্ধ্যায় থানায় লিখিতভাবে জানান যে তাঁর মেয়ে এবং প্রতিবেশীর এসএসসি পরীক্ষার্থী ছেলে নিখোঁজ হয়েছে। ছেলের বাবা তাদের গোপনে বিয়ে দিতে চান। অভিযোগ পেয়ে ছেলের বাবাকে থানায় ডেকে আনা হয়। কয়েক ঘণ্টা পর দুই কিশোর-কিশোরীকেও থানায় হাজির করা হয়। তারা পরস্পরকে ভালোবাসার কথা জানায়। তখন তাদের বোঝানো হয় যে প্রাপ্তবয়স্ক হলে তারা বিয়ে করতে পারবে। এরপর স্ব-স্ব অভিভাবকের জিম্মায় দেওয়া হয়।
ওই ছাত্রীর বাবা জানান, রোববার সকাল থেকে তারা দুজন নিখোঁজ ছিল। বিষয়টি স্থানীয় কিশোর-কিশোরী ক্লাবের জেন্ডার প্রমোটার নাহিদা ইয়াসমিনের মাধ্যমে উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তাকে জানানো হয়।
মহিলাবিষয়ক কর্মকর্তার নির্দেশে আকাশ শ্রাবণ মহিলা উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা ছেলের বাড়িতে গিয়ে ছেলের বাবাকে বাল্যবিবাহ না দিতে অনুরোধ করেন। কিন্তু তিনি বলেন, ছেলে-মেয়ের সম্পর্কের ব্যাপারে তাঁর কিছুই জানা নেই। বাধ্য হয়ে সন্ধ্যা ৭টার দিকে থানা-পুলিশ জানায়। পরে পুলিশের উদ্যোগে এ বিয়ে ঠেকিয়ে দেওয়া হয়।

মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল এলাকায় বিস্তীর্ণ মাঠজুড়ে ধান, গমসহ নানা ধরনের ফসল। তারই মাঝখানে একখণ্ড জমিতে কোদাল দিয়ে তামাকগাছ পরিচর্যা করছেন এক কৃষক। একসময় এই জমিতেও বিভিন্ন ফসল উৎপাদন হতো। অধিক লাভের প্রলোভনে এখন সেখানে ঢুকে পড়েছে তামাক চাষ।
২২ মিনিট আগে
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বরিশালে আসছেন ৪ ফেব্রুয়ারি। ঠিক তার এক দিন পর ৬ ফেব্রুয়ারি বরিশাল সফর করবেন জামায়াতের আমির শফিকুর রহমান। এর মাঝে ৫ ফেব্রুয়ারি বরিশালে নির্বাচনী জনসভায় আসছেন ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
৩২ মিনিট আগে
চট্টগ্রাম-৪ আসনটি সীতাকুণ্ড উপজেলা এবং নগরীর কিছু অংশ (আকবর শাহ-পাহাড়তলী আংশিক) নিয়ে গঠিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে প্রার্থী হয়েছেন ৯ জন। প্রার্থীরা নানা ধরনের প্রচারণার মাধ্যমে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন।
১ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুরের তিনটি আসনে বিএনপির শক্ত প্রতিদ্বন্দ্বী জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য। দুটি পক্ষই জোর প্রচার চালিয়ে যাচ্ছে। দিচ্ছে নানা প্রতিশ্রুতি। তবে পিরোজপুর ১ ও ২ আসনে জামায়াতের প্রার্থী দুই সহোদর কাজে লাগাতে চান প্রয়াত বাবা দেলাওয়ার হোসাইন সাঈদীর ইমেজ।
১ ঘণ্টা আগে