শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগরে উপজেলা ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে ১৭ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার বেলা ২টার দিকে উপজেলা সদরের গোপালপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলা কমিটিতে পদ না পাওয়া রাজু মণ্ডল ও সদ্য গঠিত কমিটির সভাপতি আব্দুল হাকিম সবুজের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ হয়েছে। এই সংঘর্ষের জন্য উভয় পক্ষ পরস্পরকে দায়ী করেছে এবং বিনা উসকানিতে নিজেদের ওপর হামলা হয়েছে দাবি করে এ ঘটনায় তাঁরা আইনের আশ্রয় নেওয়ার কথাও জানিয়েছে।
চলতি সপ্তাহে আব্দুল হাকিম সবুজকে সভাপতি ও মাহাবুব বাবুকে সাধারণ সম্পাদক করে উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়। এই কমিটি গঠনকে কেন্দ্র করে দীর্ঘ দিন ধরে এই দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।
এ নিয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল হাকিম সবুজ জানান, কমিটি ঘোষণার পর আজ মঙ্গলবার এলাকায় ফিরলে উপজেলার বিভিন্ন অংশ থেকে কর্মী সমর্থকেরা এসে তাঁকে শুভেচ্ছা জানান। বেলা ২টার দিকে কয়েক জন সহযোগীকে নিয়ে বাড়িতে যাচ্ছিলেন। পথে গোপালপুরে পৌঁছালে রাজুর নেতৃত্বে ২৫ থেকে ৩০ জন তাঁর ওপর হামলা করেন। এ ঘটনায় ঊর্ধ্বতন নেতৃবৃন্দের সঙ্গে পরামর্শ করে শ্যামনগর থানায় অভিযোগ করবেন বলেও জানান উপজেলা ছাত্রলীগ সভাপতি।
অন্যদিকে এ নিয়ে রাজু মণ্ডল জানান, কর্মী সমর্থকদের নিয়ে আব্দুল হাকিম সবুজ আজ দুপুরের পর শোডাউন করতে গোপালপুর এলাকায় যান। এ সময় সবুজের সঙ্গে থাকা কর্মী সমর্থকেরা তাঁকে উদ্দেশ্য করে গালিগালাজ করেন। সেখানে উপস্থিত এলাকাবাসী এর প্রতিবাদ জানায়। এরপর সবুজের নেতৃত্বে ৩০ থেকে ৩৫ কর্মী সমর্থক তাঁদের ওপর হামলা করেন।
এ নিয়ে জানতে চাইলে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নুরুল ইসলাম বাদল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ নিয়ে লিখিত অভিযোগ পেলে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।

সাতক্ষীরার শ্যামনগরে উপজেলা ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে ১৭ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার বেলা ২টার দিকে উপজেলা সদরের গোপালপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলা কমিটিতে পদ না পাওয়া রাজু মণ্ডল ও সদ্য গঠিত কমিটির সভাপতি আব্দুল হাকিম সবুজের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ হয়েছে। এই সংঘর্ষের জন্য উভয় পক্ষ পরস্পরকে দায়ী করেছে এবং বিনা উসকানিতে নিজেদের ওপর হামলা হয়েছে দাবি করে এ ঘটনায় তাঁরা আইনের আশ্রয় নেওয়ার কথাও জানিয়েছে।
চলতি সপ্তাহে আব্দুল হাকিম সবুজকে সভাপতি ও মাহাবুব বাবুকে সাধারণ সম্পাদক করে উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়। এই কমিটি গঠনকে কেন্দ্র করে দীর্ঘ দিন ধরে এই দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।
এ নিয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল হাকিম সবুজ জানান, কমিটি ঘোষণার পর আজ মঙ্গলবার এলাকায় ফিরলে উপজেলার বিভিন্ন অংশ থেকে কর্মী সমর্থকেরা এসে তাঁকে শুভেচ্ছা জানান। বেলা ২টার দিকে কয়েক জন সহযোগীকে নিয়ে বাড়িতে যাচ্ছিলেন। পথে গোপালপুরে পৌঁছালে রাজুর নেতৃত্বে ২৫ থেকে ৩০ জন তাঁর ওপর হামলা করেন। এ ঘটনায় ঊর্ধ্বতন নেতৃবৃন্দের সঙ্গে পরামর্শ করে শ্যামনগর থানায় অভিযোগ করবেন বলেও জানান উপজেলা ছাত্রলীগ সভাপতি।
অন্যদিকে এ নিয়ে রাজু মণ্ডল জানান, কর্মী সমর্থকদের নিয়ে আব্দুল হাকিম সবুজ আজ দুপুরের পর শোডাউন করতে গোপালপুর এলাকায় যান। এ সময় সবুজের সঙ্গে থাকা কর্মী সমর্থকেরা তাঁকে উদ্দেশ্য করে গালিগালাজ করেন। সেখানে উপস্থিত এলাকাবাসী এর প্রতিবাদ জানায়। এরপর সবুজের নেতৃত্বে ৩০ থেকে ৩৫ কর্মী সমর্থক তাঁদের ওপর হামলা করেন।
এ নিয়ে জানতে চাইলে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নুরুল ইসলাম বাদল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ নিয়ে লিখিত অভিযোগ পেলে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।

যশোর সরকারি এম এম কলেজের শহীদ আসাদ হলে ঢুকে রবিউল ইসলাম (২১) নামে অনার্স দ্বিতীয় বর্ষের এক ছাত্রকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে হলের ২০৮ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। আহত রবিউল ইসলাম ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাঁদপাড়া গ্রামের আব্দুল মালেকের
১৯ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৬ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
৬ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
৭ ঘণ্টা আগে