Ajker Patrika

নড়াইলে মাদক মামলায় নারীর যাবজ্জীবন কারাদণ্ড

নড়াইল প্রতিনিধি 
আপডেট : ২৪ নভেম্বর ২০২৪, ১৪: ০৫
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

নড়াইলে মাদক মামলায় তাসলিমা বেগম (৫০) নামের এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে নড়াইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. সাইফুল আলম এ দণ্ডাদেশ দেন। রায়ে একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

সাজাপ্রাপ্ত তাসলিমা সাতক্ষীরা সদরের ছয়ঘুরিয়া গ্রামের মো. মুকুল মোল্যার স্ত্রী।

নড়াইল জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট তারিকুজ্জামান লিটু আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, দণ্ডপ্রাপ্ত নারী পলাতক রয়েছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ২৩ এপ্রিল দুপুরে নড়াইল-যশোর সড়কের চাঁচড়া শিবতলা কালীমন্দিরের সামনে নড়াইলগামী যাত্রীবাহী বাস তল্লাশির সময় তাসলিমা বেগম পালানোর চেষ্টা করেন। এ সময় তাঁকে আটক করে দেহ তল্লাশির পর ৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. শাহাবুর রহমান বাদী হয়ে সদর থানায় মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার এসআই নুরুস সালাম সিদ্দিক তাসলিমার নামে আদালতে চার্জশিট দাখিল করেন। মোট ৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক আসামি তাসলিমাকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গাজায় ট্রাম্প বাহিনীর অংশ হতে চায় বাংলাদেশ, যুক্তরাষ্ট্রকে জানালেন খলিলুর

দুবাই পালানোর সময় বিমানবন্দর থেকে নরসিংদী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

তারেক রহমানের নেতৃত্বেই বিনির্মিত হবে আগামীর বাংলাদেশ, মোদির প্রত্যাশা

রাইস কুকার ব্যবহারের ভুল ও সতর্কতা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত