যশোর প্রতিনিধি

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘ছাত্ররাই ভাষা আন্দোলনে নেতৃত্ব দিয়েছে, উনসত্তরের গণ-অভ্যুত্থান, একাত্তরের মুক্তিযুদ্ধ করেছে। ছাত্ররাই প্রথমেই বুকের রক্ত রাজপথে ঢেলে দিয়েছে। তাহলে কেন এই কর্তৃত্ববাদী স্বৈরশাসকের কাছে ছাত্ররা মাথা নোয়াবে? এই স্বৈরশাসকের বিরুদ্ধে দেশে আরেকবার যুদ্ধ হবে। সেই যুদ্ধের হাতিয়ার হবে ছাত্রদল।’
শামসুজ্জামান দুদু বলেন, ‘বাংলাদেশে যা কিছুই করে ছাত্ররা করে, ছাত্রদল করে। জিয়ার সৈনিকেরা করে। খালেদা জিয়া-তারেক জিয়ার সৈনিকেরা করে। এই ছাত্রদলের ওপর আমরা শুধু ভরসা করি না। রয়েছে বিশ্বাস, আস্থা, দৃঢ়তা।’
আজ বুধবার সন্ধ্যায় যশোর শহরের চারখাম্বামোড় এলাকার একটি হোটেল চত্বরে আয়োজিত খুলনা বিভাগীয় ছাত্রদলের ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে শামসুজ্জামান দুদু এই মন্তব্য করেন। অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া।
কেন্দ্রীয় ছাত্রদলের আয়োজনে শামসুজ্জামান দুদু আরও বলেন, ‘ছাত্রদলই কর্তৃত্ববাদী শাসনকে মাটি থেকে চিরদিনের মতো উপড়িয়ে তুলতে পারে। আমরা যদি আমাদের তরুণ নেতা তারেক জিয়ার কথামতো চলতে না পারি তাহলে দেশনায়ক খালেদা জিয়াকে মুক্ত করতে পারব না। আমাদের নেতাকে লন্ডন থেকে ফিরিয়ে আনতে পারব না। এই ছাত্র সমাজ আর ছাত্রদলের ওপর তারেক রহমান যে আশা করেছে, সেটা সবাইকে পূরণ করতে হবে।’
ছাত্রদলের অনেক ইতিহাস ঐতিহ্য রয়েছে বলে দাবি করে শামসুজ্জামান দুদু বলেন, ‘স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে সব আন্দোলনে ছাত্রদল নেতৃত্ব দিয়েছে।’
ছাত্রদলের সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কণ্ডু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আামিরুজ্জামান খান শিমুল, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম, সদস্যসচিব সৈয়দ সাবেরুল হক সাবু প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল। ইফতার মাহফিলে খুলনা বিভাগের ১০ জেলার বিভিন্ন ইউনিটের ছাত্রদলের নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন।

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘ছাত্ররাই ভাষা আন্দোলনে নেতৃত্ব দিয়েছে, উনসত্তরের গণ-অভ্যুত্থান, একাত্তরের মুক্তিযুদ্ধ করেছে। ছাত্ররাই প্রথমেই বুকের রক্ত রাজপথে ঢেলে দিয়েছে। তাহলে কেন এই কর্তৃত্ববাদী স্বৈরশাসকের কাছে ছাত্ররা মাথা নোয়াবে? এই স্বৈরশাসকের বিরুদ্ধে দেশে আরেকবার যুদ্ধ হবে। সেই যুদ্ধের হাতিয়ার হবে ছাত্রদল।’
শামসুজ্জামান দুদু বলেন, ‘বাংলাদেশে যা কিছুই করে ছাত্ররা করে, ছাত্রদল করে। জিয়ার সৈনিকেরা করে। খালেদা জিয়া-তারেক জিয়ার সৈনিকেরা করে। এই ছাত্রদলের ওপর আমরা শুধু ভরসা করি না। রয়েছে বিশ্বাস, আস্থা, দৃঢ়তা।’
আজ বুধবার সন্ধ্যায় যশোর শহরের চারখাম্বামোড় এলাকার একটি হোটেল চত্বরে আয়োজিত খুলনা বিভাগীয় ছাত্রদলের ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে শামসুজ্জামান দুদু এই মন্তব্য করেন। অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া।
কেন্দ্রীয় ছাত্রদলের আয়োজনে শামসুজ্জামান দুদু আরও বলেন, ‘ছাত্রদলই কর্তৃত্ববাদী শাসনকে মাটি থেকে চিরদিনের মতো উপড়িয়ে তুলতে পারে। আমরা যদি আমাদের তরুণ নেতা তারেক জিয়ার কথামতো চলতে না পারি তাহলে দেশনায়ক খালেদা জিয়াকে মুক্ত করতে পারব না। আমাদের নেতাকে লন্ডন থেকে ফিরিয়ে আনতে পারব না। এই ছাত্র সমাজ আর ছাত্রদলের ওপর তারেক রহমান যে আশা করেছে, সেটা সবাইকে পূরণ করতে হবে।’
ছাত্রদলের অনেক ইতিহাস ঐতিহ্য রয়েছে বলে দাবি করে শামসুজ্জামান দুদু বলেন, ‘স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে সব আন্দোলনে ছাত্রদল নেতৃত্ব দিয়েছে।’
ছাত্রদলের সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কণ্ডু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আামিরুজ্জামান খান শিমুল, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম, সদস্যসচিব সৈয়দ সাবেরুল হক সাবু প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল। ইফতার মাহফিলে খুলনা বিভাগের ১০ জেলার বিভিন্ন ইউনিটের ছাত্রদলের নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৬ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৭ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৭ ঘণ্টা আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য রাঙামাটি আসনের ভোটে বড় ফ্যাক্টর আঞ্চলিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) অংশ নিচ্ছে না। এতে জয়ের পাল্লা ভারী হয়েছে বিএনপির। এদিকে জেএসএসের রাজনীতিতে একসময় যুক্ত থাকা স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমাও আছেন আলোচনায়।
৭ ঘণ্টা আগে