যশোরের মনিরামপুরে মাছের ঘেরে বিদ্যুতায়িত হয়ে ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যের মৃত্যু হয়েছে। তাঁর নাম মশিয়ার রহমান (৪০)। গতকাল শুক্রবার রাতে উপজেলার মোবারকপুর গ্রামে এ ঘটনা ঘটে।
মশিয়ার রহমান মনিরামপুরের চালুয়াহাটি ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের টানা দুবারের ইউপি সদস্য। তাঁর বাবার নাম আব্দুস সাত্তার গাজী। স্থানীয় রাজগঞ্জ বাজারে মশিয়ারের মোবাইল ফোনের ব্যবসা রয়েছে।
রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) যোগেশ মণ্ডল ইউপি সদস্য মারা যাওয়ার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন। তিনি বলেন, ‘বিদ্যুতায়িত হয়ে মশিয়ার রহমানের মৃত্যুর বিষয়টি প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। স্বজনদের অনুরোধে লাশের ময়নাতদন্ত হচ্ছে না।’
চালুয়াহাটি ইউনিয়ন যুবলীগের সভাপতি ও নিহত ইউপি সদস্যর প্রতিবেশী ইমরান খান পান্না বলেন, ‘বাড়ির পাশে মশিয়ার মেম্বারের মাছের ঘের আছে। গত শুক্রবার দিবাগত রাত ৯টার দিকে স্ত্রীকে সঙ্গে নিয়ে তিনি ঘেরপাড়ের সবজি গাছে পানি দিতে যান। এরপর বৈদ্যুতিক সেচযন্ত্র চালু করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে পানিতে ছিটকে পড়েন তিনি।’
ইমরান খান পান্না আরও বলেন, ‘এ সময় মেম্বরের স্ত্রীর চিৎকারে আশপাশের লোকজন গিয়ে তাঁকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তখন জরুরি বিভাগের চিকিৎসক মশিয়ার রহমানকে মৃত ঘোষণা করেন।’

মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল এলাকায় বিস্তীর্ণ মাঠজুড়ে ধান, গমসহ নানা ধরনের ফসল। তারই মাঝখানে একখণ্ড জমিতে কোদাল দিয়ে তামাকগাছ পরিচর্যা করছেন এক কৃষক। একসময় এই জমিতেও বিভিন্ন ফসল উৎপাদন হতো। অধিক লাভের প্রলোভনে এখন সেখানে ঢুকে পড়েছে তামাক চাষ।
২২ মিনিট আগে
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বরিশালে আসছেন ৪ ফেব্রুয়ারি। ঠিক তার এক দিন পর ৬ ফেব্রুয়ারি বরিশাল সফর করবেন জামায়াতের আমির শফিকুর রহমান। এর মাঝে ৫ ফেব্রুয়ারি বরিশালে নির্বাচনী জনসভায় আসছেন ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
৩২ মিনিট আগে
চট্টগ্রাম-৪ আসনটি সীতাকুণ্ড উপজেলা এবং নগরীর কিছু অংশ (আকবর শাহ-পাহাড়তলী আংশিক) নিয়ে গঠিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে প্রার্থী হয়েছেন ৯ জন। প্রার্থীরা নানা ধরনের প্রচারণার মাধ্যমে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন।
১ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুরের তিনটি আসনে বিএনপির শক্ত প্রতিদ্বন্দ্বী জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য। দুটি পক্ষই জোর প্রচার চালিয়ে যাচ্ছে। দিচ্ছে নানা প্রতিশ্রুতি। তবে পিরোজপুর ১ ও ২ আসনে জামায়াতের প্রার্থী দুই সহোদর কাজে লাগাতে চান প্রয়াত বাবা দেলাওয়ার হোসাইন সাঈদীর ইমেজ।
১ ঘণ্টা আগে