পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি

খাগড়াছড়ির পানছড়িতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আঞ্চলিক দুই সশস্ত্র সংগঠনের গোলাগুলিতে রূপসী চাকমা নামে এক গৃহবধূ নিহতের খবর পাওয়া গেছে। আজ সোমবার উপজেলার দুর্গম মাচ্ছাছড়া এলাকায় আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ এবং জেএসএস (সন্তু) গ্রুপের মধ্যে গোলাগুলির সময় ওই গৃহবধূ গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন।
নিহত গৃহবধূ দুর্গম সীমান্তের লোগাং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ধুধুকছড়া হাতিমারা এলাকার হেমন্ত চাকমার স্ত্রী রূপসী চাকমা (বন্দনা মা হিসেবে পরিচিতি)।
সূত্র জানায়, সকাল ৮টার দুপুর পর্যন্ত জেএসএস (সন্তু) গ্রুপের একটি সশস্ত্র দল দক্ষিণ ধুধুকছড়া এলাকায় ইউপিডিএফ কর্মীদের ক্রমণের উদ্দেশ্যে গুলিবর্ষণ শুরু করে। এ সময় একটি গুলি বাড়ির বেড়া ভেদ করে রূপসী চাকমার পিঠে বিদ্ধ হয়। এতে সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয়।
রূপসী চাকমার মেয়ে বন্ধনা চাকমা সামাজিক যোগাযোগমাধ্যমে এক চিরকুটের ছবি পোস্ট করে লিখেন, ‘ম মারে হিত্তে মারেই ফেলল, ইক্কু মুই হারে মা ডাগিম?
তিনি আরও লিখেন, ‘তোমরা বরং এক কাজ করো, আমরা যারা সাধারণ জনগণ আছি সবাইকে আগে মেরে ফেলো, না হয় নিজেরা নিজেরা ডুয়েলিং আহবান করে সিদ্ধান্ত নাও। আর সহ্য হয় না।’
অপরদিকে সোশ্যাল মিডিয়ায় উভয় পক্ষের তিনজনের মৃত্যু ও ৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত সত্যতা পাওয়া যায়নি।
পানছড়ির থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসীম উদ্দিন বলেন, ‘সকাল-থেকে পাহাড়ের দুটি আঞ্চলিক সংগঠনের আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি ঘটনা চলছে শুনেছি। দুর্গম এলাকা ও মোবাইল নেটওয়ার্ক না থাকায় যোগাযোগ করা সম্ভব হয় নাই। সন্ধ্যায় লোকমুখে এক নারীর মৃত্যু হয়েছে বলে শুনেছি। তবে এই নিয়ে নিহতের পরিবার-স্বজন ও স্থানীয় জনপ্রতিনিধিদের কেউ অভিযোগ করেনি। নিহতের পরিবারের অভিযোগ পেলে আইনগত সহায়তা করা হবে।’
উল্লেখ্য, আধিপত্য বিস্তারে দীর্ঘদিন ধরে পানছড়ির সীমান্তবর্তী এলাকায় খুন, অপহরণ সহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে অস্থিতিশীল চলছে। সেখান প্রায়ই আধিপত্য বিস্তারে দু’পক্ষের গোলাগুলি ও সশস্ত্র হামলা চলে। পাহাড়ি দুর্গম এলাকার সুবাদে সেখানে গুলিবিদ্ধ ও নিহত হলেও জন সম্মুখে খবর আসে না। গত ১০ নভেম্বর ২০২৪ সশস্ত্র হামলায় পিসিপির সাবেক ছাত্র নেতা ও ইউপিডিএফ সংগঠক মিটন চাকমা গুলিবিদ্ধ হয়ে নিহত হয়।

খাগড়াছড়ির পানছড়িতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আঞ্চলিক দুই সশস্ত্র সংগঠনের গোলাগুলিতে রূপসী চাকমা নামে এক গৃহবধূ নিহতের খবর পাওয়া গেছে। আজ সোমবার উপজেলার দুর্গম মাচ্ছাছড়া এলাকায় আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ এবং জেএসএস (সন্তু) গ্রুপের মধ্যে গোলাগুলির সময় ওই গৃহবধূ গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন।
নিহত গৃহবধূ দুর্গম সীমান্তের লোগাং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ধুধুকছড়া হাতিমারা এলাকার হেমন্ত চাকমার স্ত্রী রূপসী চাকমা (বন্দনা মা হিসেবে পরিচিতি)।
সূত্র জানায়, সকাল ৮টার দুপুর পর্যন্ত জেএসএস (সন্তু) গ্রুপের একটি সশস্ত্র দল দক্ষিণ ধুধুকছড়া এলাকায় ইউপিডিএফ কর্মীদের ক্রমণের উদ্দেশ্যে গুলিবর্ষণ শুরু করে। এ সময় একটি গুলি বাড়ির বেড়া ভেদ করে রূপসী চাকমার পিঠে বিদ্ধ হয়। এতে সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয়।
রূপসী চাকমার মেয়ে বন্ধনা চাকমা সামাজিক যোগাযোগমাধ্যমে এক চিরকুটের ছবি পোস্ট করে লিখেন, ‘ম মারে হিত্তে মারেই ফেলল, ইক্কু মুই হারে মা ডাগিম?
তিনি আরও লিখেন, ‘তোমরা বরং এক কাজ করো, আমরা যারা সাধারণ জনগণ আছি সবাইকে আগে মেরে ফেলো, না হয় নিজেরা নিজেরা ডুয়েলিং আহবান করে সিদ্ধান্ত নাও। আর সহ্য হয় না।’
অপরদিকে সোশ্যাল মিডিয়ায় উভয় পক্ষের তিনজনের মৃত্যু ও ৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত সত্যতা পাওয়া যায়নি।
পানছড়ির থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসীম উদ্দিন বলেন, ‘সকাল-থেকে পাহাড়ের দুটি আঞ্চলিক সংগঠনের আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি ঘটনা চলছে শুনেছি। দুর্গম এলাকা ও মোবাইল নেটওয়ার্ক না থাকায় যোগাযোগ করা সম্ভব হয় নাই। সন্ধ্যায় লোকমুখে এক নারীর মৃত্যু হয়েছে বলে শুনেছি। তবে এই নিয়ে নিহতের পরিবার-স্বজন ও স্থানীয় জনপ্রতিনিধিদের কেউ অভিযোগ করেনি। নিহতের পরিবারের অভিযোগ পেলে আইনগত সহায়তা করা হবে।’
উল্লেখ্য, আধিপত্য বিস্তারে দীর্ঘদিন ধরে পানছড়ির সীমান্তবর্তী এলাকায় খুন, অপহরণ সহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে অস্থিতিশীল চলছে। সেখান প্রায়ই আধিপত্য বিস্তারে দু’পক্ষের গোলাগুলি ও সশস্ত্র হামলা চলে। পাহাড়ি দুর্গম এলাকার সুবাদে সেখানে গুলিবিদ্ধ ও নিহত হলেও জন সম্মুখে খবর আসে না। গত ১০ নভেম্বর ২০২৪ সশস্ত্র হামলায় পিসিপির সাবেক ছাত্র নেতা ও ইউপিডিএফ সংগঠক মিটন চাকমা গুলিবিদ্ধ হয়ে নিহত হয়।

রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংক পিএলসির কাছ থেকে নেওয়া বিপুল অঙ্কের ঋণ পরিশোধ না করেই ব্যাংকের কাছে বন্ধক রাখা সম্পত্তি গোপনে ভেঙে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে চট্টগ্রামের খাতুনগঞ্জভিত্তিক ব্যবসায়িক প্রতিষ্ঠান মেসার্স জয়নব ট্রেডিং লিমিটেডের বিরুদ্ধে।
২ ঘণ্টা আগে
২৫০ শয্যাবিশিষ্ট ফেনী জেনারেল হাসপাতালের প্রসূতি ওয়ার্ডের এক পাশে সন্তান প্রসবের জন্য অস্ত্রোপচার কক্ষ (ওটি)। অন্য পাশের একটি কক্ষে রাখা হয় প্রসূতিদের। কিন্তু প্রসূতি ও নবজাতকদের সংক্রমণ ঝুঁকিতে ফেলে স্পর্শকাতর এই ওয়ার্ডের মধ্যেই নিয়মিত রান্নাবান্না ও খাওয়া-দাওয়া করছেন হাসপাতালের নার্সরা।
২ ঘণ্টা আগে
ঢাকা শহরের উত্তর থেকে দক্ষিণে নির্বিঘ্নে যান চলাচলের লক্ষ্য নিয়ে ৪৬.৭৩ কিলোমিটার দীর্ঘ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণকাজ ১৪ বছর ধরে চলমান। ২০২৩ ও ২০২৪ সালে আংশিকভাবে যান চলাচলের জন্য চালু হলেও নানা জটিলতায় প্রকল্পের কাজ এখনো পুরোপুরি শেষ হয়নি।
৩ ঘণ্টা আগে
চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-আংশিক সাতকানিয়া) আসনে বিএনপির প্রার্থী জসিম উদ্দিন আহমেদের দেড় বছরের ব্যবধানে সম্পদ ২১ কোটি থেকে বেড়ে ৪১ কোটির ঘরে পৌঁছেছে। হোটেল ব্যবসা ও দোকানপাট ভাড়া দিয়ে এক বছর আগেও তিনি বার্ষিক করতেন ১ কোটি টাকার ওপরে।
৩ ঘণ্টা আগে