পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি

পার্বত্য চট্টগ্রামের ত্রিপুরা সম্প্রদায়ের প্রধান সামাজিক উৎসব বৈসু শুরু হয়েছে। আজ বুধবার সকাল ১০টায় খাগড়াছড়ি পৌর টাউন হল প্রাঙ্গণে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে এ উৎসবের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা।
‘চিনি হুকুমু, চিনি সিনিমুং’ অর্থাৎ ‘আমাদের সংস্কৃতি আমাদের পরিচয়’ এই স্লোগানে হচ্ছে এবারের বৈসু উৎসব।
বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের সভাপতি সুশীল জীবন ত্রিপুরার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তারপর বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ, বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সংসদ ও ত্রিপুরা স্টুডেন্টস ফোরামের যৌথ উদ্যোগে খাগড়াছড়িতে ত্রিপুরা সম্প্রদায়ের গড়িয়া নৃত্য, বৈসু নৃত্যসহ বিভিন্ন ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশন ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বর হয়ে বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, ত্রিপুরাদের নিজস্ব সংস্কৃতিকে টিকিয়ে রাখার জন্য বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আজকে বৈসু র্যালির মধ্য দিয়ে অন্যান্য জাতি-গোষ্ঠীর ও সংস্কৃতির যাঁরা আছেন তাদের মধ্যে মেলবন্ধন সৃষ্টি হবে। সব সংস্কৃতির মধ্য দিয়েই ঐক্যের বন্ধন সৃষ্টি করতে চাই।
ঐতিহ্যবাহী বৈসু উৎসব উপলক্ষে হাজার ত্রিপুরা নারী-পুরুষ, তরুণ-তরুণীরা তাদের নিজস্ব ঐতিহ্যবাহী পোশাক রিনাই-রিসা, পুরুষেরা ধুতি-কুটি ও রিসা পরিধান করে র্যালিতে অংশ নেন।
অনুষ্ঠানে খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান, পুলিশ সুপার মুক্তা ধর, জেলা পরিষদের চেয়ারম্যান মংসুই প্রু চৌধুরী, পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী, জেলা পরিষদের সদস্য হিরন জয়, শতরুপা চাকমা, কল্যাণ মিত্র বড়ুয়া, খোকনেশ্বর ত্রিপুরা, বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের সাধারণ সম্পাদক স্নেহাশীষ ত্রিপুরাসহ ত্রিপুরা সমাজের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পার্বত্য চট্টগ্রামের ত্রিপুরা সম্প্রদায়ের প্রধান সামাজিক উৎসব বৈসু শুরু হয়েছে। আজ বুধবার সকাল ১০টায় খাগড়াছড়ি পৌর টাউন হল প্রাঙ্গণে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে এ উৎসবের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা।
‘চিনি হুকুমু, চিনি সিনিমুং’ অর্থাৎ ‘আমাদের সংস্কৃতি আমাদের পরিচয়’ এই স্লোগানে হচ্ছে এবারের বৈসু উৎসব।
বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের সভাপতি সুশীল জীবন ত্রিপুরার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তারপর বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ, বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সংসদ ও ত্রিপুরা স্টুডেন্টস ফোরামের যৌথ উদ্যোগে খাগড়াছড়িতে ত্রিপুরা সম্প্রদায়ের গড়িয়া নৃত্য, বৈসু নৃত্যসহ বিভিন্ন ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশন ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বর হয়ে বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, ত্রিপুরাদের নিজস্ব সংস্কৃতিকে টিকিয়ে রাখার জন্য বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আজকে বৈসু র্যালির মধ্য দিয়ে অন্যান্য জাতি-গোষ্ঠীর ও সংস্কৃতির যাঁরা আছেন তাদের মধ্যে মেলবন্ধন সৃষ্টি হবে। সব সংস্কৃতির মধ্য দিয়েই ঐক্যের বন্ধন সৃষ্টি করতে চাই।
ঐতিহ্যবাহী বৈসু উৎসব উপলক্ষে হাজার ত্রিপুরা নারী-পুরুষ, তরুণ-তরুণীরা তাদের নিজস্ব ঐতিহ্যবাহী পোশাক রিনাই-রিসা, পুরুষেরা ধুতি-কুটি ও রিসা পরিধান করে র্যালিতে অংশ নেন।
অনুষ্ঠানে খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান, পুলিশ সুপার মুক্তা ধর, জেলা পরিষদের চেয়ারম্যান মংসুই প্রু চৌধুরী, পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী, জেলা পরিষদের সদস্য হিরন জয়, শতরুপা চাকমা, কল্যাণ মিত্র বড়ুয়া, খোকনেশ্বর ত্রিপুরা, বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের সাধারণ সম্পাদক স্নেহাশীষ ত্রিপুরাসহ ত্রিপুরা সমাজের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

রাজধানীর কদমতলী এলাকায় শাহাবুদ্দিন (৪০) নামে এক ভাঙ্গারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত ১০টার দিকে কদমতলী কুদার বাজার আদর্শ সড়ক এলাকায় ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক রাত সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।
৩ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ কর্মীদের বিএনপিতে ভেড়ানোর অভিযোগ উঠেছে খোদ দলটির কোনো কোনো নেতার বিরুদ্ধে। এ নিয়ে দলীয় নেতারা একে অপরকে দায়ী করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ বিষয়ে কথা চালাচালি হচ্ছে। এদিকে আওয়ামী লীগ কর্মীদের দলে ভেড়ানোকে আশঙ্কাজনক বলছেন বিএনপির শীর্ষ নেতারা।
৩ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুর প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে রয়েছেন তাঁর স্ত্রী সাবিনা ইয়াসমিন। ১ জানুয়ারি যাচাই-বাছাই শেষে নির্বাচন কমিশন রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও সাবিনা ইয়াসমিনসহ...
৩ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেরপুরের তিনটি নির্বাচনী এলাকাতেই স্বতন্ত্র প্রার্থীদের চাপে পড়েছে বিএনপি। আর দীর্ঘদিন একক প্রার্থী নিয়ে মাঠে থাকলেও জোটের প্রার্থী ঘোষণা নিয়ে চাপে পড়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটও।
৩ ঘণ্টা আগে