খাগড়াছড়ি ও রাঙামাটি প্রতিনিধি

খাগড়াছড়ির গিরিফুল এলাকা থেকে অপহৃত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীর এখনো খোঁজ মেলেনি। এই শিক্ষার্থীদের উদ্ধারের দাবিতে আজ রোববার খাগড়াছড়ি ও রাঙামাটিতে বিক্ষোভ সমাবেশ হয়েছে। তাঁদের অক্ষত উদ্ধারের দাবি জানানো হয়েছে এসব সমাবেশ থেকে।
পাহাড়ে নববর্ষের উদ্যাপন দেখতে গিয়ে গত বুধবার অপহৃত হন ওই শিক্ষার্থীরা। তাঁদের মধ্যে রিশন চাকমা পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির ছাত্রসংগঠন পাহাড়ি ছাত্র পরিষদের সদস্য। এ ঘটনায় পাহাড়ের সংগঠন ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টকে (ইউপিডিএফ) দায়ী করেছে পাহাড়ি ছাত্র পরিষদ (জেএসএস)।
এদিকে অপহৃত শিক্ষার্থীদের উদ্ধারের দাবিতে রোববার বেলা ১১টায় খাগড়াছড়ি শহরের জেলা ও দায়রা জজ আদালত ফটকে প্রতিবাদ সমাবেশ করে খাগড়াছড়ির আদিবাসী ছাত্রসমাজ। সেখানে বক্তারা বলেন, ওই পাঁচ শিক্ষার্থীকে দ্রুত মুক্তি না দিলে পাল্টা পদক্ষেপ নেওয়া হবে। এ ছাড়া রাঙামাটির কাউখালীতে এক পাহাড়ি ছাত্রীকে ধর্ষণের বিচার দাবি করা হয় সমাবেশ থেকে। এর আগে খাগড়াছড়ি শহরের মহাজনপাড়া থেকে একটি মিছিল বের হয়। এটি শাপলা চত্বর হয়ে জেলা ও দায়রা জজ আদালতের সামনে গিয়ে শেষ হয়। পরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
একই দাবিতে রাঙামাটি শহরের কুমার সুমিত রায় জিমনেসিয়াম প্রাঙ্গণে প্রতিবাদ সমাবেশ করেছে রাঙামাটি আদিবাসী ছাত্রসমাজ। সমাবেশে বক্তারা বলেন,৫টি দিন অতিবাহিত হলেও খাগড়াছড়ির গিরিফুল থেকে অপহৃত ৫ আদিবাসী শিক্ষার্থীকে মুক্তি দেওয়া হয়নি। ওই শিক্ষার্থীদের কোথায় রাখা হয়েছে, এ বিষয়ে তাঁদের পরিবার এখনো জানতে পারছে না। তাঁদের দ্রুত নিঃশর্ত মুক্তি দিতে হবে। এ ছাড়া রাঙামাটির কাউখালীর ধর্ষণের বিচারের দাবিও জানানো হয়েছে ওই সভা থেকে।
যা বলছে পুলিশ ও পরিবার
ওই পাঁচ শিক্ষার্থীকে উদ্ধারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। এ প্রসঙ্গে খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল বলেন, পুলিশের কাছে কেউ অভিযোগ না করলেও আমরা স্বপ্রণোদিত হয়ে অপহৃতদের উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত রেখেছি।
তবে অপহৃতদের একজনের অভিভাবক রোববার আজকের পত্রিকাকে বলেন, তাঁরা ইউপিডিএফ নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ করেছেন। সুখবরের অপেক্ষায় আছেন।
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, ‘অপহৃতদের সুস্থভাবে উদ্ধারের ব্যাপারে নিয়মিত খবর রাখছি। স্বরাষ্ট্র উপদেষ্টা সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন।’

খাগড়াছড়ির গিরিফুল এলাকা থেকে অপহৃত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীর এখনো খোঁজ মেলেনি। এই শিক্ষার্থীদের উদ্ধারের দাবিতে আজ রোববার খাগড়াছড়ি ও রাঙামাটিতে বিক্ষোভ সমাবেশ হয়েছে। তাঁদের অক্ষত উদ্ধারের দাবি জানানো হয়েছে এসব সমাবেশ থেকে।
পাহাড়ে নববর্ষের উদ্যাপন দেখতে গিয়ে গত বুধবার অপহৃত হন ওই শিক্ষার্থীরা। তাঁদের মধ্যে রিশন চাকমা পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির ছাত্রসংগঠন পাহাড়ি ছাত্র পরিষদের সদস্য। এ ঘটনায় পাহাড়ের সংগঠন ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টকে (ইউপিডিএফ) দায়ী করেছে পাহাড়ি ছাত্র পরিষদ (জেএসএস)।
এদিকে অপহৃত শিক্ষার্থীদের উদ্ধারের দাবিতে রোববার বেলা ১১টায় খাগড়াছড়ি শহরের জেলা ও দায়রা জজ আদালত ফটকে প্রতিবাদ সমাবেশ করে খাগড়াছড়ির আদিবাসী ছাত্রসমাজ। সেখানে বক্তারা বলেন, ওই পাঁচ শিক্ষার্থীকে দ্রুত মুক্তি না দিলে পাল্টা পদক্ষেপ নেওয়া হবে। এ ছাড়া রাঙামাটির কাউখালীতে এক পাহাড়ি ছাত্রীকে ধর্ষণের বিচার দাবি করা হয় সমাবেশ থেকে। এর আগে খাগড়াছড়ি শহরের মহাজনপাড়া থেকে একটি মিছিল বের হয়। এটি শাপলা চত্বর হয়ে জেলা ও দায়রা জজ আদালতের সামনে গিয়ে শেষ হয়। পরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
একই দাবিতে রাঙামাটি শহরের কুমার সুমিত রায় জিমনেসিয়াম প্রাঙ্গণে প্রতিবাদ সমাবেশ করেছে রাঙামাটি আদিবাসী ছাত্রসমাজ। সমাবেশে বক্তারা বলেন,৫টি দিন অতিবাহিত হলেও খাগড়াছড়ির গিরিফুল থেকে অপহৃত ৫ আদিবাসী শিক্ষার্থীকে মুক্তি দেওয়া হয়নি। ওই শিক্ষার্থীদের কোথায় রাখা হয়েছে, এ বিষয়ে তাঁদের পরিবার এখনো জানতে পারছে না। তাঁদের দ্রুত নিঃশর্ত মুক্তি দিতে হবে। এ ছাড়া রাঙামাটির কাউখালীর ধর্ষণের বিচারের দাবিও জানানো হয়েছে ওই সভা থেকে।
যা বলছে পুলিশ ও পরিবার
ওই পাঁচ শিক্ষার্থীকে উদ্ধারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। এ প্রসঙ্গে খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল বলেন, পুলিশের কাছে কেউ অভিযোগ না করলেও আমরা স্বপ্রণোদিত হয়ে অপহৃতদের উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত রেখেছি।
তবে অপহৃতদের একজনের অভিভাবক রোববার আজকের পত্রিকাকে বলেন, তাঁরা ইউপিডিএফ নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ করেছেন। সুখবরের অপেক্ষায় আছেন।
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, ‘অপহৃতদের সুস্থভাবে উদ্ধারের ব্যাপারে নিয়মিত খবর রাখছি। স্বরাষ্ট্র উপদেষ্টা সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন।’

অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার করা হয়েছে খুলনা নগরীর সোনাডাঙ্গার গুহা রেস্টুরেন্টের ম্যানেজার নাজমুল হাসানকে। গতকাল বুধবার রাতে তাঁকে ডুমুরিয়া থেকে উদ্ধার করা হয়। অপহরণকারীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
৩০ মিনিট আগে
খাদ্য নিরাপত্তা ও ধান গবেষণায় নতুন দিগন্ত উন্মোচনে গাজীপুরে ছয় দিনব্যাপী ‘বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা ২০২৪-২৫’ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার গাজীপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) মিলনায়তনে কর্মশালার উদ্বোধন করা হয়।
১ ঘণ্টা আগে
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় সম্পর্ক থাকার অভিযোগ তুলে এক গৃহবধূ ও যুবককে গাছের সঙ্গে বেঁধে চুল কেটে ও গলায় জুতার মালা পরিয়ে নির্যাতন করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
১ ঘণ্টা আগে
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. মো. জালাল উদ্দিন ও চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে খেলাফত মজলিসের দলীয় প্রার্থী তোফায়েল আহমদকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বরত পৃথক দুই সিভিল জজ।
১ ঘণ্টা আগে