দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি

খাগড়াছড়ির দীঘিনালা থেকে ১৩ কিলোমিটার দূরে বাবুছড়া বাজার উন্নয়নে ২৪ লাখ টাকা ব্যয়ে পানি সরবরাহ প্রকল্পের কাজ করা হয়। পানি সরবরাহ আওতায় ২০১৮ সালে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর থেকে পানি সরবরাহ প্রকল্পের কাজ দেওয়া হয়। প্রকল্পের মেয়াদ ৩ বছর থাকলেও কাজ শেষ হওয়ার মাসখানেকের মধ্যেই বাজারে পানি সরবরাহ বন্ধ রয়েছে বলে বাজার কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে।
বাবুছড়া বাজারে সরেজমিনে গিয়ে দেখা যায়, বাজারে পানি সরবরাহ প্রকল্পের আওতায় পানির গাজি ট্যাংকটি ফুটো হয়েছে। পানির হাউসে নোংরা দূষিত আর কালো রঙের পানিতে ভরপুর, মশার প্রজননক্ষেত্রে পরিণত হয়েছে পানির হাউসটি। পানির টেপগুলো অকেজো হয়ে মরিচা ধরেছে।
বাবুছড়া বাজার কমিটির সভাপতি মো. মজিবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ২০১৮ সালে বাজার প্রকল্পের আওতায় পানি সরবরাহর জন্য উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর একটি প্রকল্প দেয়। তবে প্রকল্পের মাস না যেতেই পানি সরবরাহ বন্ধ হয়ে যায়। পানির ট্যাংক ফেটে গেছে। এ বিষয়ে জনস্বাস্থ্য বিভাগে অভিযোগ করার পর তা মেরামত করা হয়। মেরামতের সপ্তাহ না যেতেই আবার ফেটে যায় ট্যাংক। পরবর্তীতে আর মেরামত না করায় অকেজো হয়ে আছে পানি সরবরাহ প্রকল্পের সরঞ্জাম।
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম বলেন, ২০১৮ সালে ২৪ লাখ টাকা ব্যয়ে বাজারে পানি সরবরাহের একটি প্রকল্প দেওয়া হয়। প্রকল্পের সময় অনুযায়ী কোনো সরঞ্জাম নষ্ট হলে কোম্পানির পক্ষ থেকে মেরামত করে দেওয়ার কথা আছে। তবে বাজার কমিটি মেরামত করে নিতে চাচ্ছেন না। প্রকল্পের সকল সরঞ্জাম নতুনভাবে চাচ্ছেন।

খাগড়াছড়ির দীঘিনালা থেকে ১৩ কিলোমিটার দূরে বাবুছড়া বাজার উন্নয়নে ২৪ লাখ টাকা ব্যয়ে পানি সরবরাহ প্রকল্পের কাজ করা হয়। পানি সরবরাহ আওতায় ২০১৮ সালে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর থেকে পানি সরবরাহ প্রকল্পের কাজ দেওয়া হয়। প্রকল্পের মেয়াদ ৩ বছর থাকলেও কাজ শেষ হওয়ার মাসখানেকের মধ্যেই বাজারে পানি সরবরাহ বন্ধ রয়েছে বলে বাজার কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে।
বাবুছড়া বাজারে সরেজমিনে গিয়ে দেখা যায়, বাজারে পানি সরবরাহ প্রকল্পের আওতায় পানির গাজি ট্যাংকটি ফুটো হয়েছে। পানির হাউসে নোংরা দূষিত আর কালো রঙের পানিতে ভরপুর, মশার প্রজননক্ষেত্রে পরিণত হয়েছে পানির হাউসটি। পানির টেপগুলো অকেজো হয়ে মরিচা ধরেছে।
বাবুছড়া বাজার কমিটির সভাপতি মো. মজিবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ২০১৮ সালে বাজার প্রকল্পের আওতায় পানি সরবরাহর জন্য উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর একটি প্রকল্প দেয়। তবে প্রকল্পের মাস না যেতেই পানি সরবরাহ বন্ধ হয়ে যায়। পানির ট্যাংক ফেটে গেছে। এ বিষয়ে জনস্বাস্থ্য বিভাগে অভিযোগ করার পর তা মেরামত করা হয়। মেরামতের সপ্তাহ না যেতেই আবার ফেটে যায় ট্যাংক। পরবর্তীতে আর মেরামত না করায় অকেজো হয়ে আছে পানি সরবরাহ প্রকল্পের সরঞ্জাম।
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম বলেন, ২০১৮ সালে ২৪ লাখ টাকা ব্যয়ে বাজারে পানি সরবরাহের একটি প্রকল্প দেওয়া হয়। প্রকল্পের সময় অনুযায়ী কোনো সরঞ্জাম নষ্ট হলে কোম্পানির পক্ষ থেকে মেরামত করে দেওয়ার কথা আছে। তবে বাজার কমিটি মেরামত করে নিতে চাচ্ছেন না। প্রকল্পের সকল সরঞ্জাম নতুনভাবে চাচ্ছেন।

চানন্দী ইউনিয়নের নদীতীরবর্তী করিম বাজার–দরবেশ বাজার এলাকার একটি পিচঢালাই রাস্তার ইট তুলে নেওয়ার অভিযোগ এনে স্থানীয় বিএনপির কয়েকজন নেতার নাম উল্লেখ করে এনসিপির এক নেতা ফেসবুকে পোস্ট দেন। ওই পোস্টকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
১০ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জের ছয়টি আসনের সব কটিতেই মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি ও জামায়াতে ইসলামীর সম্ভাব্য প্রার্থীরা। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা বিশ্লেষণে উঠে এসেছে, তাঁদের আয় ও সম্পদের চিত্র।
৪ ঘণ্টা আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম অংশে দাপিয়ে বেড়াচ্ছে নিষিদ্ধ তিন চাকার ব্যাটারিচালিত অটোরিকশা। মহাসড়ক নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা হাইওয়ে পুলিশকেও পাত্তা দিচ্ছেন না এসব অটোরিকশাচালক। পুলিশের সামনেই তাঁরা অটোরিকশা চালাচ্ছেন, যত্রতত্র যাত্রী তুলছেন-নামাচ্ছেন।
৪ ঘণ্টা আগে
গাজীপুরের শ্রীপুরে সংরক্ষিত বনাঞ্চলঘেঁষা কৃষিজমির মাটি ১০০ ফুট গভীরে খনন করে লুটপাট করা হচ্ছে। গভীর খননের ফলে নিচের স্তরে মাটির পরিবর্তে দেখা মিলেছে সিলিকন বালু। এতে করে মাটিখেকোদের দাপট বেড়েই চলেছে। সন্ধ্যা থেকে শুরু হয়ে ভোররাত পর্যন্ত চলে এই দাপট।
৫ ঘণ্টা আগে