Ajker Patrika

খাগড়াছড়িতে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ২

খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়িতে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ২

খাগড়াছড়িতে ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রাতে খাগড়াছড়ি সদর থানার মামলা দায়ের পর তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। 

গ্রেপ্তারকৃতরা হলেন, খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার আলুটিলা এলাকার বিকাশ কান্তি ত্রিপুরার ছেলে ধনিময় ত্রিপুরা ও একই উপজেলার তাইন্দং হেডম্যান পাড়ার বিক্রম ত্রিপুরার ছেলে সমুয়েল ত্রিপুরা। 

মামলার এজাহারে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে খাগড়াছড়ি পৌর এলাকায় ভাড়া বাসায় ওই স্কুলছাত্রীকে রেখে গ্রামের বাড়িতে যান পরিবারের অন্য সদস্যরা। ওই স্কুলছাত্রী রাতে বাড়ির বাইরে প্রাকৃতিক কাজে বের হলে আসামিরা জোরপূর্বক তাকে নিজেদের বাড়িতে নিয়ে যান। পরে সেখানে স্কুলছাত্রীকে ধর্ষণ করেন। ঘটনার পর রাতেই তাকে ছেড়ে দেয় আসামিরা। 

প্রতিবেশীর কাছ থেকে বিষয়টি জানতে পেরে গ্রাম থেকে ফিরে মেয়ের কাছে বিষয়টি জানতে চায় তার মা। এ সময় সে তার মাকে সব খুলে বলে। মেয়ের কাছে সব শুনে স্কুলছাত্রীর মা বাদী হয়ে ২ জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন। 

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘স্কুলছাত্রীর মা বাদী হয়ে ২ জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেছেন। পরে এজাহারভুক্ত ২ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাঁদের আদালতে পাঠানো হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

অভিজ্ঞতা ছাড়াই কর্মী নেবে আরএফএল

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

আজকের রাশিফল: খুনসুটি গভীর প্রেমে রূপ নেবে, মুখ থুবড়ে পড়ার হালকা যোগ আছে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত