জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাট-২ আসনে জাল ভোট দিতে এসে দুটি কেন্দ্র থেকে তিনজনকে আটক করা হয়েছে। আজ রোববার দুপুরে জেলার কালাই উপজেলার মাত্রাই ইউনিয়নের মাত্রাই উচ্চবিদ্যালয় কেন্দ্র এবং একই ইউনিয়নের কাটাহার দাখিল মাদ্রাসা কেন্দ্র থেকে আরও দুজনকে আটক করা হয়।
আটক তিনজন হলেন জেলার কালাই উপজেলার মাত্রাই ইউনিয়নের মাত্রাই-মদনাহার গ্রামের আব্দুল মোমেন (১৮)। একই ইউনিয়নের কুসুমসাড়া গ্রামের তিথি আক্তার (১৭) এবং একই গ্রামের মাজহারুল ইসলাম (১৮)।
জেলার কালাই উপজেলার দায়িত্বপ্রাপ্ত সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিল উদ্দিন আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আটক যুবক-যুবতী জাল ভোট (অন্যের পরিচয়ে ভোট) দিতে এসেছিলেন। কিন্তু ভোট দিতে পারেননি। এঁদের মধ্যে আব্দুল মোমেনকে বেলা ২টার দিকে মাত্রাই উচ্চবিদ্যালয় এবং অন্য দুজনকে বেলা আড়াইটার দিকে কাটাহার দাখিল মাদ্রাসা কেন্দ্র থেকে আটক করা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান।’
আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়ে জানতে চাইলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তার কাছ থেকে সাজার বিষয়ে জেনে নিন।’
এদিকে মাত্রাই উচ্চবিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. মিনহাজুল ইসলামের কাছে সাজার বিষয়ে জানতে চাইলে তিনি এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।
অপর দিকে কাটাহার দাখিল মাদ্রাসা কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. রেজাউল করিমের মোবাইল ফোনে একাধিকবার চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

জয়পুরহাট-২ আসনে জাল ভোট দিতে এসে দুটি কেন্দ্র থেকে তিনজনকে আটক করা হয়েছে। আজ রোববার দুপুরে জেলার কালাই উপজেলার মাত্রাই ইউনিয়নের মাত্রাই উচ্চবিদ্যালয় কেন্দ্র এবং একই ইউনিয়নের কাটাহার দাখিল মাদ্রাসা কেন্দ্র থেকে আরও দুজনকে আটক করা হয়।
আটক তিনজন হলেন জেলার কালাই উপজেলার মাত্রাই ইউনিয়নের মাত্রাই-মদনাহার গ্রামের আব্দুল মোমেন (১৮)। একই ইউনিয়নের কুসুমসাড়া গ্রামের তিথি আক্তার (১৭) এবং একই গ্রামের মাজহারুল ইসলাম (১৮)।
জেলার কালাই উপজেলার দায়িত্বপ্রাপ্ত সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিল উদ্দিন আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আটক যুবক-যুবতী জাল ভোট (অন্যের পরিচয়ে ভোট) দিতে এসেছিলেন। কিন্তু ভোট দিতে পারেননি। এঁদের মধ্যে আব্দুল মোমেনকে বেলা ২টার দিকে মাত্রাই উচ্চবিদ্যালয় এবং অন্য দুজনকে বেলা আড়াইটার দিকে কাটাহার দাখিল মাদ্রাসা কেন্দ্র থেকে আটক করা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান।’
আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়ে জানতে চাইলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তার কাছ থেকে সাজার বিষয়ে জেনে নিন।’
এদিকে মাত্রাই উচ্চবিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. মিনহাজুল ইসলামের কাছে সাজার বিষয়ে জানতে চাইলে তিনি এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।
অপর দিকে কাটাহার দাখিল মাদ্রাসা কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. রেজাউল করিমের মোবাইল ফোনে একাধিকবার চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলায় ডিবির দাখিল করা চার্জশিট প্রত্যাখ্যান করে বাদীর নারাজি দাখিলের পর মামলাটি অধিকতর তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এই নির্দেশ দেন।
১১ মিনিট আগে
পটুয়াখালী-১ (সদর, মির্জাগঞ্জ ও দুমকি) আসনের আওতাধীন একটি পৌরসভা ও তিনটি উপজেলা বিএনপির কমিটি স্থগিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২০ মিনিট আগে
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারীরা এখনো শনাক্ত হয়নি বলে দাবি করেছে মামলার বাদীপক্ষ। তারা বলছে, ডিবি পুলিশ তদন্ত করে একটি হাস্যকর প্রতিবেদন দিয়েছে। হত্যাকাণ্ডের মূল রহস্য তদন্ত প্রতিবেদনে স্পষ্ট হয়নি। এ কারণে আরও তদন্ত প্রয়োজন।
২৬ মিনিট আগে
কক্সবাজারের চকরিয়া উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় আহত মোটরসাইকেল আরোহী বাপ্পারাজ মল্লিক মারা গেছেন। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে তিনি মারা যান।
৩২ মিনিট আগে