ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপার দেশীয় ধারালো অস্ত্র ও মাদকদ্রব্যসহ নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর ছেলে হাসিব আহমেদকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় আরও ১০ জনকে আটক করা হয়।
আজ শনিবার সন্ধ্যা ৬টার কবিরপুর নতুন ব্রিজের ওপর থেকে নির্বাচনী সহিংসতা সৃষ্টির শঙ্কায় নৌকা প্রতীকের স্টিকার লাগানো মাইক্রোবাস থেকে তাঁদের আটক করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম নুরুন্নবী জানান, নৌকার স্টিকার লাগানো একটি মাইক্রোবাস কবির পুর নতুন ব্রিজ হয়ে উপজেলা শহরের দিকে আসছিল। সন্দেহ হলে গাড়িটির গতিরোধ করে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়ির ভেতর থেকে ১১ জনকে আটক করা হয়। সে সময় তাঁদের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা, একটি সেভেন গিয়ার, তিনটি চাইনিজ কুড়াল, দুটি হাতুড়ি, দুটি স্টিলের লাঠি উদ্ধার করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও জানান, যেহেতু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে এ জন্য তাদের কারাদণ্ড না দিয়ে নিয়মিত মামলার জন্য থানায় সোপর্দ করা হয়েছে। ধারণা করা হচ্ছে রাতে হয়তো তাঁরা নির্বাচনকে ঘিরে কোনো সহিংসতামূলক কর্মকাণ্ড করার জন্য এগুলো বহন করছিলেন। তবে এর মধ্যে প্রার্থীর ছেলে আছে কিনা জানা নেই।
এদিকে নির্বাচনে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী এম হাকিম আহমেদ বলেন, ‘যে গাড়ি থেকে দেশীয় অস্ত্র ও মাদক সহ ১১ জনকে আটকের কথা শোনা যাচ্ছে তাদের মধ্যে আমার ছেলে হাসিব ছিল। তবে তাঁদের কাছে কোনো মাদক বা অস্ত্র পাওয়া যায়নি। তারা কেউই আটক হয়নি, এটা নিয়ে মিথ্যা গুজব ছড়ানো হচ্ছে।’
বিষয়টি নিয়ে স্বতন্ত্র আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোস্তফা আরিফ রেজা মন্নু বলেন, ‘হাকিম আহমেদের ছেলে হাসিব সহ বেশ কিছু ছেলে কয়েক দিন ধরেই এভাবে গাড়িতে করে বিভিন্ন গ্রামে গিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে ভোটারদের আনারসের ভোট না নিতে হুমকি দিয়ে আসছে। আজকে তাঁরা আটক হয়েছে। তাঁদের উদ্দেশ্যই ছিল আমার ওপর, আমার কর্মীদের ওপর হামলা করা।’
এ বিষয়ে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, ম্যাজিস্ট্রেট যাদের আটক করে থানায় সোপর্দ করেছেন তাঁদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। যেহেতু কোনো সন্ত্রাসমূলক কর্মকাণ্ড করার সময় তাঁদের কাছ থেকে এগুলো উদ্ধার করা হয়নি, অস্ত্রগুলো গাড়িতে এগুলো ছিল, সেহেতু বিষয়টি কি তা খতিয়ে দেখা হচ্ছে।
উল্লেখ্য, আগামীকাল রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শৈলকুপা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

ঝিনাইদহের শৈলকুপার দেশীয় ধারালো অস্ত্র ও মাদকদ্রব্যসহ নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর ছেলে হাসিব আহমেদকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় আরও ১০ জনকে আটক করা হয়।
আজ শনিবার সন্ধ্যা ৬টার কবিরপুর নতুন ব্রিজের ওপর থেকে নির্বাচনী সহিংসতা সৃষ্টির শঙ্কায় নৌকা প্রতীকের স্টিকার লাগানো মাইক্রোবাস থেকে তাঁদের আটক করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম নুরুন্নবী জানান, নৌকার স্টিকার লাগানো একটি মাইক্রোবাস কবির পুর নতুন ব্রিজ হয়ে উপজেলা শহরের দিকে আসছিল। সন্দেহ হলে গাড়িটির গতিরোধ করে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়ির ভেতর থেকে ১১ জনকে আটক করা হয়। সে সময় তাঁদের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা, একটি সেভেন গিয়ার, তিনটি চাইনিজ কুড়াল, দুটি হাতুড়ি, দুটি স্টিলের লাঠি উদ্ধার করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও জানান, যেহেতু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে এ জন্য তাদের কারাদণ্ড না দিয়ে নিয়মিত মামলার জন্য থানায় সোপর্দ করা হয়েছে। ধারণা করা হচ্ছে রাতে হয়তো তাঁরা নির্বাচনকে ঘিরে কোনো সহিংসতামূলক কর্মকাণ্ড করার জন্য এগুলো বহন করছিলেন। তবে এর মধ্যে প্রার্থীর ছেলে আছে কিনা জানা নেই।
এদিকে নির্বাচনে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী এম হাকিম আহমেদ বলেন, ‘যে গাড়ি থেকে দেশীয় অস্ত্র ও মাদক সহ ১১ জনকে আটকের কথা শোনা যাচ্ছে তাদের মধ্যে আমার ছেলে হাসিব ছিল। তবে তাঁদের কাছে কোনো মাদক বা অস্ত্র পাওয়া যায়নি। তারা কেউই আটক হয়নি, এটা নিয়ে মিথ্যা গুজব ছড়ানো হচ্ছে।’
বিষয়টি নিয়ে স্বতন্ত্র আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোস্তফা আরিফ রেজা মন্নু বলেন, ‘হাকিম আহমেদের ছেলে হাসিব সহ বেশ কিছু ছেলে কয়েক দিন ধরেই এভাবে গাড়িতে করে বিভিন্ন গ্রামে গিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে ভোটারদের আনারসের ভোট না নিতে হুমকি দিয়ে আসছে। আজকে তাঁরা আটক হয়েছে। তাঁদের উদ্দেশ্যই ছিল আমার ওপর, আমার কর্মীদের ওপর হামলা করা।’
এ বিষয়ে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, ম্যাজিস্ট্রেট যাদের আটক করে থানায় সোপর্দ করেছেন তাঁদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। যেহেতু কোনো সন্ত্রাসমূলক কর্মকাণ্ড করার সময় তাঁদের কাছ থেকে এগুলো উদ্ধার করা হয়নি, অস্ত্রগুলো গাড়িতে এগুলো ছিল, সেহেতু বিষয়টি কি তা খতিয়ে দেখা হচ্ছে।
উল্লেখ্য, আগামীকাল রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শৈলকুপা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

অনলাইন প্ল্যাটফর্মে টেলিগ্রামে বিনিয়োগ ও চাকরি দেওয়ার কথা বলে ১ কোটির বেশি টাকা আত্মসাৎকারী প্রতারক চক্রের আরেক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেপ্তার আসামির নাম মো. সোহেল মিয়া (৪১)।
১২ মিনিট আগে
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অ্যানেসথেসিয়া ও আইসিইউ বিভাগের প্রধান অধ্যাপক হারুন অর রশিদ গণমাধ্যমকে বলেন, ‘শিশুটির অবস্থা গুরুতর। তাকে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। গুলি তার মুখের এক পাশ দিয়ে ঢুকে মস্তিষ্কে প্রবেশ করেছে।’
৩০ মিনিট আগে
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে বাংলা বিভাগের শিক্ষক অধ্যাপক ড. রুবেল আনসারকে দুই বছরের জন্য একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব থেকে বিরত রাখার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের ২৩৪তম সিন্ডিকেটের সভায় এ সিদ্ধান্ত নেওয়ার পর রোববার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রে
৪০ মিনিট আগে
২৫০ শয্যাবিশিষ্ট ফেনী জেনারেল হাসপাতালের অপারেশন থিয়েটারে রান্নাঘর স্থাপনসহ নানা অনিয়ম ও অব্যবস্থাপনার ঘটনায় দুই সিনিয়র স্টাফ নার্সকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রোববার (১১ জানুয়ারি) নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ও স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্ম সচিব....
১ ঘণ্টা আগে