ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপার দেশীয় ধারালো অস্ত্র ও মাদকদ্রব্যসহ নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর ছেলে হাসিব আহমেদকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় আরও ১০ জনকে আটক করা হয়।
আজ শনিবার সন্ধ্যা ৬টার কবিরপুর নতুন ব্রিজের ওপর থেকে নির্বাচনী সহিংসতা সৃষ্টির শঙ্কায় নৌকা প্রতীকের স্টিকার লাগানো মাইক্রোবাস থেকে তাঁদের আটক করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম নুরুন্নবী জানান, নৌকার স্টিকার লাগানো একটি মাইক্রোবাস কবির পুর নতুন ব্রিজ হয়ে উপজেলা শহরের দিকে আসছিল। সন্দেহ হলে গাড়িটির গতিরোধ করে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়ির ভেতর থেকে ১১ জনকে আটক করা হয়। সে সময় তাঁদের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা, একটি সেভেন গিয়ার, তিনটি চাইনিজ কুড়াল, দুটি হাতুড়ি, দুটি স্টিলের লাঠি উদ্ধার করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও জানান, যেহেতু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে এ জন্য তাদের কারাদণ্ড না দিয়ে নিয়মিত মামলার জন্য থানায় সোপর্দ করা হয়েছে। ধারণা করা হচ্ছে রাতে হয়তো তাঁরা নির্বাচনকে ঘিরে কোনো সহিংসতামূলক কর্মকাণ্ড করার জন্য এগুলো বহন করছিলেন। তবে এর মধ্যে প্রার্থীর ছেলে আছে কিনা জানা নেই।
এদিকে নির্বাচনে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী এম হাকিম আহমেদ বলেন, ‘যে গাড়ি থেকে দেশীয় অস্ত্র ও মাদক সহ ১১ জনকে আটকের কথা শোনা যাচ্ছে তাদের মধ্যে আমার ছেলে হাসিব ছিল। তবে তাঁদের কাছে কোনো মাদক বা অস্ত্র পাওয়া যায়নি। তারা কেউই আটক হয়নি, এটা নিয়ে মিথ্যা গুজব ছড়ানো হচ্ছে।’
বিষয়টি নিয়ে স্বতন্ত্র আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোস্তফা আরিফ রেজা মন্নু বলেন, ‘হাকিম আহমেদের ছেলে হাসিব সহ বেশ কিছু ছেলে কয়েক দিন ধরেই এভাবে গাড়িতে করে বিভিন্ন গ্রামে গিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে ভোটারদের আনারসের ভোট না নিতে হুমকি দিয়ে আসছে। আজকে তাঁরা আটক হয়েছে। তাঁদের উদ্দেশ্যই ছিল আমার ওপর, আমার কর্মীদের ওপর হামলা করা।’
এ বিষয়ে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, ম্যাজিস্ট্রেট যাদের আটক করে থানায় সোপর্দ করেছেন তাঁদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। যেহেতু কোনো সন্ত্রাসমূলক কর্মকাণ্ড করার সময় তাঁদের কাছ থেকে এগুলো উদ্ধার করা হয়নি, অস্ত্রগুলো গাড়িতে এগুলো ছিল, সেহেতু বিষয়টি কি তা খতিয়ে দেখা হচ্ছে।
উল্লেখ্য, আগামীকাল রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শৈলকুপা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

ঝিনাইদহের শৈলকুপার দেশীয় ধারালো অস্ত্র ও মাদকদ্রব্যসহ নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর ছেলে হাসিব আহমেদকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় আরও ১০ জনকে আটক করা হয়।
আজ শনিবার সন্ধ্যা ৬টার কবিরপুর নতুন ব্রিজের ওপর থেকে নির্বাচনী সহিংসতা সৃষ্টির শঙ্কায় নৌকা প্রতীকের স্টিকার লাগানো মাইক্রোবাস থেকে তাঁদের আটক করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম নুরুন্নবী জানান, নৌকার স্টিকার লাগানো একটি মাইক্রোবাস কবির পুর নতুন ব্রিজ হয়ে উপজেলা শহরের দিকে আসছিল। সন্দেহ হলে গাড়িটির গতিরোধ করে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়ির ভেতর থেকে ১১ জনকে আটক করা হয়। সে সময় তাঁদের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা, একটি সেভেন গিয়ার, তিনটি চাইনিজ কুড়াল, দুটি হাতুড়ি, দুটি স্টিলের লাঠি উদ্ধার করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও জানান, যেহেতু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে এ জন্য তাদের কারাদণ্ড না দিয়ে নিয়মিত মামলার জন্য থানায় সোপর্দ করা হয়েছে। ধারণা করা হচ্ছে রাতে হয়তো তাঁরা নির্বাচনকে ঘিরে কোনো সহিংসতামূলক কর্মকাণ্ড করার জন্য এগুলো বহন করছিলেন। তবে এর মধ্যে প্রার্থীর ছেলে আছে কিনা জানা নেই।
এদিকে নির্বাচনে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী এম হাকিম আহমেদ বলেন, ‘যে গাড়ি থেকে দেশীয় অস্ত্র ও মাদক সহ ১১ জনকে আটকের কথা শোনা যাচ্ছে তাদের মধ্যে আমার ছেলে হাসিব ছিল। তবে তাঁদের কাছে কোনো মাদক বা অস্ত্র পাওয়া যায়নি। তারা কেউই আটক হয়নি, এটা নিয়ে মিথ্যা গুজব ছড়ানো হচ্ছে।’
বিষয়টি নিয়ে স্বতন্ত্র আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোস্তফা আরিফ রেজা মন্নু বলেন, ‘হাকিম আহমেদের ছেলে হাসিব সহ বেশ কিছু ছেলে কয়েক দিন ধরেই এভাবে গাড়িতে করে বিভিন্ন গ্রামে গিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে ভোটারদের আনারসের ভোট না নিতে হুমকি দিয়ে আসছে। আজকে তাঁরা আটক হয়েছে। তাঁদের উদ্দেশ্যই ছিল আমার ওপর, আমার কর্মীদের ওপর হামলা করা।’
এ বিষয়ে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, ম্যাজিস্ট্রেট যাদের আটক করে থানায় সোপর্দ করেছেন তাঁদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। যেহেতু কোনো সন্ত্রাসমূলক কর্মকাণ্ড করার সময় তাঁদের কাছ থেকে এগুলো উদ্ধার করা হয়নি, অস্ত্রগুলো গাড়িতে এগুলো ছিল, সেহেতু বিষয়টি কি তা খতিয়ে দেখা হচ্ছে।
উল্লেখ্য, আগামীকাল রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শৈলকুপা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

জিজ্ঞাসাবাদের বরাতে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আহসান হাবীব পলাশ বলেছেন, সম্প্রতি হিন্দুধর্মাবলম্বীদের ঘরবাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ১৫ থেকে ১৬ জনের একটি সংঘবদ্ধ চক্র জড়িত। তারা দেশে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে এই অগ্নিসংযোগ করে।
৫ মিনিট আগে
মিঠামইনে ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনায় অবহেলার অভিযোগে তিন চেয়ারম্যানকে সাময়িক বহিষ্কার করে প্রশাসক নিয়োগ করেছে জেলা প্রশাসক। গতকাল সোমবার জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা স্বাক্ষরিত আদেশে এ তথ্য জানা যায়।
১৯ মিনিট আগে
ভোলা সদর উপজেলায় বন্ধন হেলথ কেয়ার অ্যান্ড ডায়াবেটিস সেন্টার নামের একটি ক্লিনিকে ভুল গ্রুপের রক্ত সঞ্চালন করায় প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। মারা যাওয়া রোগীর নাম লামিয়া আক্তার। এ ঘটনায় তাঁর স্বজন ও এলাকাবাসী ক্লিনিকের সামনে বিক্ষোভ করেছেন। নবজাতক সুস্থ আছে বলে জানা গেছে। ওই নারীর মৃত্যুর পরপরই জেলা
২৫ মিনিট আগে
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে টাঙ্গাইল জেলা যুবদলের সদস্যসচিব তৌহিদুল ইসলাম বাবুকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। আজ মঙ্গলবার যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
১ ঘণ্টা আগে