কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

ঝিনাইদহের কোটচাঁদপুরে সড়ক দুর্ঘটনায় আহত রিমা খাতুন (২৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে এই দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাতজনে।
আজ শুক্রবার বেলা ১১টার দিকে ঢাকা মেডিকেলে কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় বলে জানান রিমার স্বজনেরা। তিনি কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গী গ্রামের রুবেল হোসেনের স্ত্রী।
পুলিশ, পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কোটচাঁদপুর পৌর কাশিপুর ডিগ্রি কলেজের সামনে মাইক্রোবাস, লেগুনা ও ইঞ্জিনচালিত ভ্যানের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যায় কোটচাঁদপুরের এলাঙ্গী গ্রামের তোরাব আলীর নাতনি খুকুমণি (৭) ও দেড় মাস বয়সী নাতিন শিশু রাফান।
কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যায় কালিগঞ্জ উপজেলার ঘিঘাটি গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে ভ্যানচালক সলেমান (৬০)। এরপর যশোর হাসপাতালে মারা যায় তোরাবের স্ত্রী শিউলি খাতুন (৫০), কালিগঞ্জ উপজেলার তিলেচানপুর গ্রামের মাজেদ শেখের ছেলে টিটু শেখ। আর ঢাকায় নেওয়ার পথে মারা যান ব্রাহ্মণবাড়িয়া গ্রামের সরাইল থানার বৈশামারিয়া গ্রামের নুর আলীর ছেলে আলামিন (৬৫)।
দুর্ঘটনায় আহত রিমা খাতুনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজে (খুমেক) নিয়ে যান স্বজনেরা। তাঁর অবস্থা অবনতি হলে রাতেই ঢামেকে নিয়ে যাওয়া হয়।
শুক্রবার বেলা ১১টার সময় রিমা খাতুন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রিমা খাতুন। বিষয়টি নিশ্চিত করেছেন রিমার স্বামী রুবেল হোসেন।
রিমার মৃত্যুর পর ওই ঘটনায় একই পরিবারের চার সদস্যের মৃত্যু হলো। এ দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল সাতজনে। তাঁরা প্রত্যেকে ছিলেন ভ্যানযাত্রী। এদিকে পরিবারের একে একে চার সদস্যের মৃত্যুতে ওই পরিবারে চলছে শোকের মাতম।
বিষয়টি নিয়ে কোটচাঁদপুর থানার উপপরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন বলেন, সড়ক দুর্ঘটনায় থানায় মামলা হয়েছে। এলাঙ্গী গ্রামের তোরাব আলী বাদী হয়ে কোটচাঁদপুর থানায় মামলাটি করেছেন।

ঝিনাইদহের কোটচাঁদপুরে সড়ক দুর্ঘটনায় আহত রিমা খাতুন (২৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে এই দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাতজনে।
আজ শুক্রবার বেলা ১১টার দিকে ঢাকা মেডিকেলে কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় বলে জানান রিমার স্বজনেরা। তিনি কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গী গ্রামের রুবেল হোসেনের স্ত্রী।
পুলিশ, পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কোটচাঁদপুর পৌর কাশিপুর ডিগ্রি কলেজের সামনে মাইক্রোবাস, লেগুনা ও ইঞ্জিনচালিত ভ্যানের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যায় কোটচাঁদপুরের এলাঙ্গী গ্রামের তোরাব আলীর নাতনি খুকুমণি (৭) ও দেড় মাস বয়সী নাতিন শিশু রাফান।
কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যায় কালিগঞ্জ উপজেলার ঘিঘাটি গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে ভ্যানচালক সলেমান (৬০)। এরপর যশোর হাসপাতালে মারা যায় তোরাবের স্ত্রী শিউলি খাতুন (৫০), কালিগঞ্জ উপজেলার তিলেচানপুর গ্রামের মাজেদ শেখের ছেলে টিটু শেখ। আর ঢাকায় নেওয়ার পথে মারা যান ব্রাহ্মণবাড়িয়া গ্রামের সরাইল থানার বৈশামারিয়া গ্রামের নুর আলীর ছেলে আলামিন (৬৫)।
দুর্ঘটনায় আহত রিমা খাতুনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজে (খুমেক) নিয়ে যান স্বজনেরা। তাঁর অবস্থা অবনতি হলে রাতেই ঢামেকে নিয়ে যাওয়া হয়।
শুক্রবার বেলা ১১টার সময় রিমা খাতুন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রিমা খাতুন। বিষয়টি নিশ্চিত করেছেন রিমার স্বামী রুবেল হোসেন।
রিমার মৃত্যুর পর ওই ঘটনায় একই পরিবারের চার সদস্যের মৃত্যু হলো। এ দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল সাতজনে। তাঁরা প্রত্যেকে ছিলেন ভ্যানযাত্রী। এদিকে পরিবারের একে একে চার সদস্যের মৃত্যুতে ওই পরিবারে চলছে শোকের মাতম।
বিষয়টি নিয়ে কোটচাঁদপুর থানার উপপরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন বলেন, সড়ক দুর্ঘটনায় থানায় মামলা হয়েছে। এলাঙ্গী গ্রামের তোরাব আলী বাদী হয়ে কোটচাঁদপুর থানায় মামলাটি করেছেন।

চুয়াডাঙ্গার জীবননগরে গতকাল সোমবার রাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চলাকালে শামসুজ্জামান ডাবলু (৫২) নামের এক বিএনপি নেতা মারা গেছেন বলে জানা গেছে। স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের অভিযোগ, নির্যাতনে মৃত্যু হয়েছে ডাবলুর।
২০ মিনিট আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব ধরনের নির্বাচন আয়োজনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই সিদ্ধান্তের প্রতিবাদে এবং ২০ জানুয়ারি শাকসু নির্বাচনের দাবিতে উত্তাল হয়ে উঠেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)।
১ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পূর্বশত্রুতার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে জিতু মিয়া নামের এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। আহত হন অন্তত ২০ জন। গতকাল সোমবার বিকেলে উপজেলার ধরমন্ডল গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৯ ঘণ্টা আগে