Ajker Patrika

কোটচাঁদপুরে ইউএনওর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের মানববন্ধন

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি 
কোটচাঁদপুরে ইউএনওর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের মানববন্ধন
ইউএনও কাজী আনিসুল ইসলাম। ছবি: সংগৃহীত

ঝিনাইদহের কোটচাঁদপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা।

আজ রোববার দুপুরে স্থানীয় কলেজ বাসস্ট্যান্ডে এ মানববন্ধন করা হয়। এর আগে সকাল থেকে নেতা-কর্মীরা কোটচাঁদপুর মেইন বাসস্ট্যান্ডে জড়ো হতে থাকেন। পরে তাঁরা মিছিল নিয়ে কলেজ বাসস্ট্যান্ডে আসেন। সেখানে ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য দেন বৈষম্যবিরোধী আন্দোলনের জেলার যুগ্ম সাধারণ সম্পাদক অভিক, কোটচাঁদপুর উপজেলা শাখার সদস্যসচিব ফায়েজ আহম্মেদ অনিক, মহেশপুর উপজেলার ও আহ্বায়ক হামিদুর রহমান রানা।

বক্তারা ইউএনও কাজী আনিসুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে ধরেন। সেই সঙ্গে কোটচাঁদপুর সাবরেজিস্ট্রি অফিস, ভূমি অফিসসহ বিভিন্ন সরকারি অফিসের দুর্নীতির কথা তুলে ধরেন। সেই সঙ্গে এসবের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি দাবি জানান।

বক্তারা বলেন, যদি ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সাধারণ নাগরিক সমাজের সমন্বয়ে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানো হবে। এরপরও কোনো ফল না হলে পরে কঠোর কর্মসূচি দেওয়া হবে।

এ বিষয়ে জানতে ইউএনও আনিসুলের মোবাইল ফোনে কল দেওয়া হলে তিনি রিসিভ করেননি।

যোগাযোগ করা হলে জেলা প্রশাসক আবদুল আওয়াল বলেন, ‘ঘটনাটি আমি জেনেছি। তবে উনার (ইউএনও) বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

ইসরায়েল–যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করলে ইরানের পাশে দাঁড়াবে কি চীন

আজকের রাশিফল: খুনসুটি গভীর প্রেমে রূপ নেবে, মুখ থুবড়ে পড়ার হালকা যোগ আছে

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

এলপিজির কারসাজিতে অসহায় জনগণ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত