কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

ঝিনাইদহের কোটচাঁদপুরে শাহজামাল খান নামের এক কৃষকের দেড় বিঘা জমির ইরি কচু আগাছানাশক প্রয়োগ করে নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠেছে। শাহজামালের অভিযোগ, চাচা বাবু খানের সঙ্গে বিরোধের জেরে তামিমা তৈয়ব্যা খান নামের এক নারী তাঁর জমির ফসল নষ্ট করেছেন। এ ঘটনায় আজ সোমবার থানায় জিডি করেছেন তিনি।
ভুক্তভোগী কৃষক শাহজামাল খান জানান, কোটচাঁদপুর-সাবদারপুর সড়কের পাশের কুশকুড়ির মাঠে দুই বিঘা জমিতে ইরি কচু চাষ করেছেন তিনি। গত ২৬ জুন তামিমা খানের নির্দেশে ওই জমিতে বিষ প্রয়োগ করা হয়। এতে অন্তত দেড় বিঘার ফসল নষ্ট হয়ে গেছে। এতে তাঁর ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
শাহজামাল বলেন, ‘আমি বাবু খান ও তাঁর ভাতিজি তামিমার কাছ থেকে দুই বিঘা জমি কিনে ভোগদখল করে আসছি। বর্তমানে ওই জমিতে আমি ইরি কচুর চাষ করেছি। তামিমা তাদের পারিবারিক দ্বন্দ্বের জেরে লেবার দিয়ে আমার কচুর জমিতে বিষ প্রয়োগ করেন। এতে আমার দেড় বিঘা জমিতে থাকা কচুগাছ পুড়ে গেছে। ক্ষতি হয়েছে প্রায় ৫ লাখ টাকার। বিষয়টি নিয়ে আজ থানায় জিডি করেছি।’
তাঁদের সঙ্গে কোনো শত্রুতা আছে কি না এমন প্রশ্নে শাহজামাল বলেন, ‘না, তাঁদের সঙ্গে আমার কোনো শত্রুতা নেই। তাঁরা তাঁদের পারিবারিক দ্বন্দ্ব আমার ওপর প্রয়োগ করছেন।’ প্রত্যক্ষদর্শী আব্দুস ছামাদ বলেন, ‘ওই দিন আমি জমিতে কাজ করছিলাম। হঠাৎ স্প্রে মেশিন নিয়ে দু-তিনজন পুরুষ ও একজন নারী আসেন। এরপর তাঁরা কচুর জমিতে স্প্রে করতে থাকেন। তবে আমি তাঁদের নাম-পরিচয় জানি না।’
এদিকে এসব অভিযোগের ব্যাপারে তামিমা বলেন, ‘বাবু খান আমার চাচা। চাচা আমাদের কাছ থেকে ওই জমি লিজ নিয়েছিল। জানতে পারি, তিনি তাঁর অংশের জমি বিক্রি করেছেন মনিরুল ইসলাম খানের কাছে। আর দখল দিয়েছেন আমাদের অংশের জমি। বর্তমান জমির মালিকানা দাবিদারদের বলেছি জমিটি ছেড়ে দিতে। এরপরও তারা জমি ছেড়ে না দিয়ে একের পর এক চাষ করেই যাচ্ছেন। এ কারণে কচুখেতে বিষ প্রয়োগ করা হয়েছে। আর আমি শাহজামাল খানকে চিনি না। ওনার সঙ্গে আমার কোনো লেনদেনও নেই। আমি মনিরুল ইসলাম খানকে চিনি।’
কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, ভুক্তভোগী থানায় জিডি করেছেন। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ঝিনাইদহের কোটচাঁদপুরে শাহজামাল খান নামের এক কৃষকের দেড় বিঘা জমির ইরি কচু আগাছানাশক প্রয়োগ করে নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠেছে। শাহজামালের অভিযোগ, চাচা বাবু খানের সঙ্গে বিরোধের জেরে তামিমা তৈয়ব্যা খান নামের এক নারী তাঁর জমির ফসল নষ্ট করেছেন। এ ঘটনায় আজ সোমবার থানায় জিডি করেছেন তিনি।
ভুক্তভোগী কৃষক শাহজামাল খান জানান, কোটচাঁদপুর-সাবদারপুর সড়কের পাশের কুশকুড়ির মাঠে দুই বিঘা জমিতে ইরি কচু চাষ করেছেন তিনি। গত ২৬ জুন তামিমা খানের নির্দেশে ওই জমিতে বিষ প্রয়োগ করা হয়। এতে অন্তত দেড় বিঘার ফসল নষ্ট হয়ে গেছে। এতে তাঁর ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
শাহজামাল বলেন, ‘আমি বাবু খান ও তাঁর ভাতিজি তামিমার কাছ থেকে দুই বিঘা জমি কিনে ভোগদখল করে আসছি। বর্তমানে ওই জমিতে আমি ইরি কচুর চাষ করেছি। তামিমা তাদের পারিবারিক দ্বন্দ্বের জেরে লেবার দিয়ে আমার কচুর জমিতে বিষ প্রয়োগ করেন। এতে আমার দেড় বিঘা জমিতে থাকা কচুগাছ পুড়ে গেছে। ক্ষতি হয়েছে প্রায় ৫ লাখ টাকার। বিষয়টি নিয়ে আজ থানায় জিডি করেছি।’
তাঁদের সঙ্গে কোনো শত্রুতা আছে কি না এমন প্রশ্নে শাহজামাল বলেন, ‘না, তাঁদের সঙ্গে আমার কোনো শত্রুতা নেই। তাঁরা তাঁদের পারিবারিক দ্বন্দ্ব আমার ওপর প্রয়োগ করছেন।’ প্রত্যক্ষদর্শী আব্দুস ছামাদ বলেন, ‘ওই দিন আমি জমিতে কাজ করছিলাম। হঠাৎ স্প্রে মেশিন নিয়ে দু-তিনজন পুরুষ ও একজন নারী আসেন। এরপর তাঁরা কচুর জমিতে স্প্রে করতে থাকেন। তবে আমি তাঁদের নাম-পরিচয় জানি না।’
এদিকে এসব অভিযোগের ব্যাপারে তামিমা বলেন, ‘বাবু খান আমার চাচা। চাচা আমাদের কাছ থেকে ওই জমি লিজ নিয়েছিল। জানতে পারি, তিনি তাঁর অংশের জমি বিক্রি করেছেন মনিরুল ইসলাম খানের কাছে। আর দখল দিয়েছেন আমাদের অংশের জমি। বর্তমান জমির মালিকানা দাবিদারদের বলেছি জমিটি ছেড়ে দিতে। এরপরও তারা জমি ছেড়ে না দিয়ে একের পর এক চাষ করেই যাচ্ছেন। এ কারণে কচুখেতে বিষ প্রয়োগ করা হয়েছে। আর আমি শাহজামাল খানকে চিনি না। ওনার সঙ্গে আমার কোনো লেনদেনও নেই। আমি মনিরুল ইসলাম খানকে চিনি।’
কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, ভুক্তভোগী থানায় জিডি করেছেন। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

যশোরের অভয়নগরে ৭৪টি অবৈধ কয়লার চুল্লি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নে ভৈরব নদের পাড় ঘেঁষে কয়লা তৈরির এসব অবৈধ চুল্লি গড়ে তোলা হয়েছিল। খুলনা পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম আজ সোমবার (১২ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত এই অভিযান চালান।
৮ মিনিট আগে
ফরিদপুরের বোয়ালমারীতে চলন্ত ট্রেনের ধাক্কায় জুট মিলের শ্রমিক বহনকারী পিকআপে থাকা দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। তাঁদের মধ্যে পাঁচজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুজনের অবস্থা আশঙ্কাজনক। হতাহত ব্যক্তিরা সবাই উপজেলার ডোবরা জনতা জুট মিলের শ্রমিক।
১৬ মিনিট আগে
কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ‘গুলিবর্ষণের’ পর মিস্টার আলী (২৫) নামের বাংলাদেশি এক যুবককে আটকের অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে। গতকাল রোববার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার সদর ইউনিয়নের খাটিয়ামারী সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ১০৬২-এর নিকটবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।
২০ মিনিট আগে
শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুরে ঘরের মধ্যে বিস্ফোরণে দুজনের মৃত্যুর ঘটনায় এলাকাটিতে বড় ধরনের অভিযান চালিয়েছে পুলিশ ও সেনাবাহিনী। যৌথ অভিযানে ৪৫টি ককটেল, ককটেল তৈরির সরঞ্জাম ও দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য তিন নারীসহ চারজনকে আটক করা হয়েছে।
২৩ মিনিট আগে