প্রতিনিধি, ঝালকাঠি

জীবন মানেই যুদ্ধ। জীবনযুদ্ধে এমন কিছু সময় আসে যা মানুষ ভুলে যেত চায়। কিন্তু চাইলেও হয়তো সেসব স্মৃতি মুছে ফেলা যায় না। সেসব স্মৃতিকে সঙ্গী করেই জীবনের পথ চলতে হয়। ২০১১ সালের ২৩ মার্চ র্যাবের গুলিতে পা হারিয়েছিলেন সে সময়ের কলেজছাত্র লিমন হোসেন। ঘটনাটি গোটা দেশে আলোড়ন তুলেছিল। র্যাবের গুলিতে পা হারানো সেই লিমন আজ শুক্রবার বিয়ের পিঁড়িতে বসেছেন।
দুঃসহ স্মৃতি বয়ে চলা ঝালকাঠির রাজাপুরের এই যুবক বর্তমানে ঢাকা সাভারের গণবিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী প্রভাষক এবং শিক্ষানবিশ আইনজীবী হিসেবে কর্মরত। লিমনের হার না মানার গল্প যে কাউকেই অনুপ্রাণিত করবে। লিমনের স্ত্রীর নাম রাবেয়া বসরী। তিনি বলেন, ‘সে (লিমন) নিজের সঙ্গে যুদ্ধ করে ক্যারিয়ার গড়েছে, দাম্পত্য জীবনেও দায়িত্বশীল হবেন বুঝেই বিয়েতে রাজি হয়েছি।’
লিমনের মা বলেন, ‘গত ১০ বছরে যত কষ্ট করেছি পোলার বিয়ে দিতে পেরে সব কষ্ট শেষ হয়েছে।’
লিমন হোসেন বলেন, ‘জীবনের নতুন অধ্যায় শুরু করেছি। জুম্মার নামাজের পূর্বে বিয়ের কাজ সম্পন্ন হয়েছে।’
প্রসঙ্গত, লিমনের বিরুদ্ধে মামলা চলাকালে হাসপাতালে থেকেই তিনি পড়াশোনা চালিয়ে যান। জামিনে বেরিয়ে ২০১৩ সালে পিরোজপুরের কাউখালী কাঠালিয়া পিজিএস বহুমুখী স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পাস করেন। ২০১৮ সালে ঢাকা সাভারে গণবিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি লাভ করেন। এরপর কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয় থেকে এলএলএম ডিগ্রি অর্জন করেন। ২০২০ সালের ১২ ফেব্রুয়ারি গণবিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে শিক্ষা সহকারী পদে যোগদান করেন। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে আইন বিভাগের সহকারী প্রভাষক হিসেবে পদোন্নতি লাভ করেন।
লিমন হোসেন বলেন, ‘র্যাব আমাকে যখন গুলি করেছে, তখনো আমি জানি না কেন তারা আমাকে মেরে ফেলতে চাইছিল। পরে শুনেছি তারা অন্য একজনকে ভেবে ভুলে আমার পায়ে গুলি করেছে। ডাক্তাররা আমার একটি পা কেটে ফেলে। তবুও আমি হাল ছাড়িনি। কখনো ভাবিনি আমি পঙ্গু।’
উল্লেখ্য, ২০১১ সালের ২৩ মার্চ বিকেলে ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়নে নিজ বাড়ির পাশে গরু আনতে গেলে একটি বাগানে নিয়ে লিমনের পায়ে গুলি করেন র্যাব সদস্যরা। এরপর লিমনসহ আটজনের বিরুদ্ধে সরকারি কাজে বাধা ও অস্ত্র রাখার অভিযোগে দুটি মামলা করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন লিমনকে বাঁচাতে তার গুলিবিদ্ধ পা কেটে ফেলে চিকিৎসকেরা। এরপর লিমনের মা বাদী হয়ে র্যাবের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা করেন ঝালকাঠি ম্যাজিস্ট্রেট কোর্টে। মামলায় আসামি করা হয় র্যাবের ডিএডি লুৎফর রহমান, কর্পোরাল মাজহারুল ইসলাম, কনস্টেবল আব্দুল আজিজ, নায়েক মুক্তাদির হোসেন, সৈনিক প্রহল্লাদ চন্দ্র ও সৈনিক কার্তিক কুমার বিশ্বাসকে। আদালত ২৪ ঘণ্টার মধ্যে লিমনের মায়ের অভিযোগ রাজাপুর থানাকে এফআইআর হিসেবে রেকর্ড করার নির্দেশ দেন। পুলিশ অনেক সময় ক্ষেপণের পর ২৬ এপ্রিল ৬ র্যাব সদস্যের নামে রাজাপুর থানায় মামলা রেকর্ড করে। মামলা রেকর্ডের আগে ২৪ এপ্রিল অস্ত্র আইনের মামলায় লিমনের নামে আদালতে চার্জশিট দাখিল করে। ১৩ মে হাইকোর্ট লিমনের জামিন মঞ্জুর করেন।
লিমন হত্যাচেষ্টা মামলায় রাজাপুর থানা-পুলিশ ১৮ আগস্ট ২০১২ সালে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে। ৩০ আগস্ট লিমনের মা নারাজি দাখিল করেন। ১৩ ফেব্রুয়ারি ২০১৩ তারিখে নারাজি খারিজ করে দেন আদালত। নারাজি খারিজের বিরুদ্ধে লিমনের মা ১৮ মার্চ জজ আদালতে রিভিশন দায়ের করেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্তে লিমনের নামে দায়ের করা অস্ত্র মামলা ২৯ জুলাই রাষ্ট্রপক্ষ প্রত্যাহার করে নেয়। এরপর সরকারি কাজে বাধা দানের মামলা ১৬ অক্টোবর ২০১৪ সালে প্রত্যাহার করে নেয় রাষ্ট্রপক্ষ। লিমনের মায়ের দায়ের করা রিভিশন ৪২ তম শুনানির দিন ১ এপ্রিল ২০১৮ মঞ্জুর করেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। রিভিশন মঞ্জুরের পর ২২ এপ্রিল ২০১৮ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শামীম রেজা, লিমন হত্যাচেষ্টা মামলাটি পিবিআইকে তদন্তের জন্য নির্দেশ দেন। বর্তমানে পিবিআইর সিনিয়র সহকারী পুলিশ সুপার আমিনুল ইসলাম মামলাটি তদন্ত করছেন।
অদম্য শক্তির লিমন স্বাভাবিক জীবনে ফিরতে পেরে মানবাধিকারকর্মী এবং মিডিয়াকর্মীদের ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘আজ আমি স্বাবলম্বী, আমার এই জীবনযুদ্ধের পেছনে সবচেয়ে বড় অবদান মানবাধিকার সংগঠন এবং মিডিয়া অঙ্গনের। আমি মানবাধিকারকর্মী এবং মিডিয়াকর্মীদের প্রতি চিরঋণী।’

জীবন মানেই যুদ্ধ। জীবনযুদ্ধে এমন কিছু সময় আসে যা মানুষ ভুলে যেত চায়। কিন্তু চাইলেও হয়তো সেসব স্মৃতি মুছে ফেলা যায় না। সেসব স্মৃতিকে সঙ্গী করেই জীবনের পথ চলতে হয়। ২০১১ সালের ২৩ মার্চ র্যাবের গুলিতে পা হারিয়েছিলেন সে সময়ের কলেজছাত্র লিমন হোসেন। ঘটনাটি গোটা দেশে আলোড়ন তুলেছিল। র্যাবের গুলিতে পা হারানো সেই লিমন আজ শুক্রবার বিয়ের পিঁড়িতে বসেছেন।
দুঃসহ স্মৃতি বয়ে চলা ঝালকাঠির রাজাপুরের এই যুবক বর্তমানে ঢাকা সাভারের গণবিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী প্রভাষক এবং শিক্ষানবিশ আইনজীবী হিসেবে কর্মরত। লিমনের হার না মানার গল্প যে কাউকেই অনুপ্রাণিত করবে। লিমনের স্ত্রীর নাম রাবেয়া বসরী। তিনি বলেন, ‘সে (লিমন) নিজের সঙ্গে যুদ্ধ করে ক্যারিয়ার গড়েছে, দাম্পত্য জীবনেও দায়িত্বশীল হবেন বুঝেই বিয়েতে রাজি হয়েছি।’
লিমনের মা বলেন, ‘গত ১০ বছরে যত কষ্ট করেছি পোলার বিয়ে দিতে পেরে সব কষ্ট শেষ হয়েছে।’
লিমন হোসেন বলেন, ‘জীবনের নতুন অধ্যায় শুরু করেছি। জুম্মার নামাজের পূর্বে বিয়ের কাজ সম্পন্ন হয়েছে।’
প্রসঙ্গত, লিমনের বিরুদ্ধে মামলা চলাকালে হাসপাতালে থেকেই তিনি পড়াশোনা চালিয়ে যান। জামিনে বেরিয়ে ২০১৩ সালে পিরোজপুরের কাউখালী কাঠালিয়া পিজিএস বহুমুখী স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পাস করেন। ২০১৮ সালে ঢাকা সাভারে গণবিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি লাভ করেন। এরপর কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয় থেকে এলএলএম ডিগ্রি অর্জন করেন। ২০২০ সালের ১২ ফেব্রুয়ারি গণবিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে শিক্ষা সহকারী পদে যোগদান করেন। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে আইন বিভাগের সহকারী প্রভাষক হিসেবে পদোন্নতি লাভ করেন।
লিমন হোসেন বলেন, ‘র্যাব আমাকে যখন গুলি করেছে, তখনো আমি জানি না কেন তারা আমাকে মেরে ফেলতে চাইছিল। পরে শুনেছি তারা অন্য একজনকে ভেবে ভুলে আমার পায়ে গুলি করেছে। ডাক্তাররা আমার একটি পা কেটে ফেলে। তবুও আমি হাল ছাড়িনি। কখনো ভাবিনি আমি পঙ্গু।’
উল্লেখ্য, ২০১১ সালের ২৩ মার্চ বিকেলে ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়নে নিজ বাড়ির পাশে গরু আনতে গেলে একটি বাগানে নিয়ে লিমনের পায়ে গুলি করেন র্যাব সদস্যরা। এরপর লিমনসহ আটজনের বিরুদ্ধে সরকারি কাজে বাধা ও অস্ত্র রাখার অভিযোগে দুটি মামলা করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন লিমনকে বাঁচাতে তার গুলিবিদ্ধ পা কেটে ফেলে চিকিৎসকেরা। এরপর লিমনের মা বাদী হয়ে র্যাবের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা করেন ঝালকাঠি ম্যাজিস্ট্রেট কোর্টে। মামলায় আসামি করা হয় র্যাবের ডিএডি লুৎফর রহমান, কর্পোরাল মাজহারুল ইসলাম, কনস্টেবল আব্দুল আজিজ, নায়েক মুক্তাদির হোসেন, সৈনিক প্রহল্লাদ চন্দ্র ও সৈনিক কার্তিক কুমার বিশ্বাসকে। আদালত ২৪ ঘণ্টার মধ্যে লিমনের মায়ের অভিযোগ রাজাপুর থানাকে এফআইআর হিসেবে রেকর্ড করার নির্দেশ দেন। পুলিশ অনেক সময় ক্ষেপণের পর ২৬ এপ্রিল ৬ র্যাব সদস্যের নামে রাজাপুর থানায় মামলা রেকর্ড করে। মামলা রেকর্ডের আগে ২৪ এপ্রিল অস্ত্র আইনের মামলায় লিমনের নামে আদালতে চার্জশিট দাখিল করে। ১৩ মে হাইকোর্ট লিমনের জামিন মঞ্জুর করেন।
লিমন হত্যাচেষ্টা মামলায় রাজাপুর থানা-পুলিশ ১৮ আগস্ট ২০১২ সালে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে। ৩০ আগস্ট লিমনের মা নারাজি দাখিল করেন। ১৩ ফেব্রুয়ারি ২০১৩ তারিখে নারাজি খারিজ করে দেন আদালত। নারাজি খারিজের বিরুদ্ধে লিমনের মা ১৮ মার্চ জজ আদালতে রিভিশন দায়ের করেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্তে লিমনের নামে দায়ের করা অস্ত্র মামলা ২৯ জুলাই রাষ্ট্রপক্ষ প্রত্যাহার করে নেয়। এরপর সরকারি কাজে বাধা দানের মামলা ১৬ অক্টোবর ২০১৪ সালে প্রত্যাহার করে নেয় রাষ্ট্রপক্ষ। লিমনের মায়ের দায়ের করা রিভিশন ৪২ তম শুনানির দিন ১ এপ্রিল ২০১৮ মঞ্জুর করেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। রিভিশন মঞ্জুরের পর ২২ এপ্রিল ২০১৮ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শামীম রেজা, লিমন হত্যাচেষ্টা মামলাটি পিবিআইকে তদন্তের জন্য নির্দেশ দেন। বর্তমানে পিবিআইর সিনিয়র সহকারী পুলিশ সুপার আমিনুল ইসলাম মামলাটি তদন্ত করছেন।
অদম্য শক্তির লিমন স্বাভাবিক জীবনে ফিরতে পেরে মানবাধিকারকর্মী এবং মিডিয়াকর্মীদের ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘আজ আমি স্বাবলম্বী, আমার এই জীবনযুদ্ধের পেছনে সবচেয়ে বড় অবদান মানবাধিকার সংগঠন এবং মিডিয়া অঙ্গনের। আমি মানবাধিকারকর্মী এবং মিডিয়াকর্মীদের প্রতি চিরঋণী।’

চট্টগ্রামের মিরসরাইয়ে বউভাতের অনুষ্ঠানে যাওয়ার পথে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে এক নারী নিহত হয়েছেন। তিনি কনের নানি। এ ঘটনায় তিনজন আহত হন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার জোরারগঞ্জ থানার বাদামতলা এলাকায় বারইয়ারহাট-রামগড় সড়কের এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
সিলেট-৫ আসনে বিএনপির নেতৃত্বাধীন জোটের প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুককে শোকজ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু বিরুদ্ধে সরকারি কর্মকর্তাদের সঙ্গে অশালীন আচরণের কথা উল্লেখ করা হয়।
২ ঘণ্টা আগে
রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। একই সঙ্গে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে ব্যাখ্যা আগামীকাল বুধবার তাঁকে সশরীরে আদালতে তলব করা হয়েছে। আসনটির নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির
২ ঘণ্টা আগে
চট্টগ্রাম বন্দরে চাকরি পেয়েছেন গেজেটভুক্ত ৯ জুলাই যোদ্ধা। তাঁদেরকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ)। গত ১২ জানুয়ারি তাঁদের সঙ্গে চুক্তি সম্পাদনের মাধ্যমে এই নিয়োগ কার্যকর হয়েছে।
২ ঘণ্টা আগে