ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির রাজাপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক টি হায়দার সজীবকে দলের সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৬ মার্চ) রাতে রমজানুল মোরশেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দল থেকে বহিষ্কৃত নেতাদের কোনো অপকর্মের দায় দল নেবে না। যুবদলের সকল পর্যায়ের নেতা-কর্মীকে তাঁদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে টি হায়দার সজীব বলেন, ‘জাতীয় নাগরিক কমিটির সদস্য থাকার কারণে জাতীয়তাবাদী যুবদল আমাকে বহিষ্কার করেছে। নাগরিক কমিটি কোনো রাজনৈতিক দল নয়। এটি হচ্ছে রাষ্ট্র ও রাজনৈতিক সংকট নিরসনের একটা প্ল্যাটফর্ম, যেখানে শিক্ষক থেকে শুরু করে রাষ্ট্রের সকল পর্যায়ের মানুষই যুক্ত রয়েছেন। আমি জাতীয় নাগরিক পার্টির সঙ্গে যুক্ত নই। সেখানে যুক্ত থাকলে আমাকে বহিষ্কার করাটা স্বাভাবিক ছিল। কারণ একই ব্যক্তি দুটি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকতে পারে না। হয়তো কোনো মহলের প্রভাবে প্রভাবিত হয়ে আমাকে বহিষ্কার করা হয়েছে।’
টি হায়দার সজীব আরও বলেন, ‘রাষ্ট্র সংস্কারের জন্য জীবনের ঝুঁকি নিয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় মাঠ পর্যায়ে কাজ করেছি। মার খেয়েছি, রক্তাক্ত হয়েছি, তারপরও সামনের দিকে এগিয়ে গিয়েছি।’

এ বিষয়ে জানতে চাইলে ঝালকাঠি জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. রবিউল হোসেন তুহিন আজকের পত্রিকাকে বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের সত্যতা পাওয়ায় রাজাপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সজীবকে দল থেকে বহিষ্কার হয়েছে।

ঝালকাঠির রাজাপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক টি হায়দার সজীবকে দলের সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৬ মার্চ) রাতে রমজানুল মোরশেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দল থেকে বহিষ্কৃত নেতাদের কোনো অপকর্মের দায় দল নেবে না। যুবদলের সকল পর্যায়ের নেতা-কর্মীকে তাঁদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে টি হায়দার সজীব বলেন, ‘জাতীয় নাগরিক কমিটির সদস্য থাকার কারণে জাতীয়তাবাদী যুবদল আমাকে বহিষ্কার করেছে। নাগরিক কমিটি কোনো রাজনৈতিক দল নয়। এটি হচ্ছে রাষ্ট্র ও রাজনৈতিক সংকট নিরসনের একটা প্ল্যাটফর্ম, যেখানে শিক্ষক থেকে শুরু করে রাষ্ট্রের সকল পর্যায়ের মানুষই যুক্ত রয়েছেন। আমি জাতীয় নাগরিক পার্টির সঙ্গে যুক্ত নই। সেখানে যুক্ত থাকলে আমাকে বহিষ্কার করাটা স্বাভাবিক ছিল। কারণ একই ব্যক্তি দুটি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকতে পারে না। হয়তো কোনো মহলের প্রভাবে প্রভাবিত হয়ে আমাকে বহিষ্কার করা হয়েছে।’
টি হায়দার সজীব আরও বলেন, ‘রাষ্ট্র সংস্কারের জন্য জীবনের ঝুঁকি নিয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় মাঠ পর্যায়ে কাজ করেছি। মার খেয়েছি, রক্তাক্ত হয়েছি, তারপরও সামনের দিকে এগিয়ে গিয়েছি।’

এ বিষয়ে জানতে চাইলে ঝালকাঠি জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. রবিউল হোসেন তুহিন আজকের পত্রিকাকে বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের সত্যতা পাওয়ায় রাজাপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সজীবকে দল থেকে বহিষ্কার হয়েছে।

পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
১৯ মিনিট আগে
ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে প্রতিবছর সুন্দরবনে অনেক বন্য প্রাণী মারা যায়। এসব প্রাকৃতিক দুর্যোগে বন্য প্রাণীদের নিরাপদে রাখতে বানানো হয়েছে সাতটি টাইগার টিলা (উঁচু কিল্লা)। বাঘ সংরক্ষণ প্রকল্পের আওতায় এসব বানানো হয়েছে। এ ছাড়া টিলার পাশে বন্য প্রাণীদের সুপেয় পানি সরবরাহে খনন করা হয়েছে মিষ্টি পানির পুকুর।
২৪ মিনিট আগে
দীর্ঘ ২৮ বছরের অচলাবস্থা কাটিয়ে ২০ জানুয়ারিতে হতে যাওয়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে যেন শঙ্কা কাটছে না। নির্বাচনে দুবার তফসিল ঘোষণা, নির্বাচন কমিশন কর্তৃক স্থগিত করা শেষে এখন ভোট গ্রহণ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
২৬ মিনিট আগে
সেন্ট মার্টিনের পরিবেশ-প্রতিবেশ রক্ষায় গত বছর থেকে সরকার পর্যটক নিয়ন্ত্রণে পদক্ষেপ নেয়। পর্যটক সীমিত করার পাশাপাশি দ্বীপে নিষিদ্ধ পলিথিন ও একবার ব্যবহার্য প্লাস্টিক পণ্য বহন রোধ করাসহ ভ্রমণে ১২টি নির্দেশনা বা শর্ত আরোপ করে।
২৯ মিনিট আগে