প্রতিনিধি, নলছিটি (ঝালকাঠি)

নলছিটি পৌরসভায় ২০টি পরিবার বিদ্যুৎ সেবা থেকে বঞ্চিত রয়েছেন। বর্তমান সরকারের সময়ে শতভাগ মানুষের জন্য বিদ্যুৎ সেবা নিশ্চিতের কথা বলা হলেও পৌর শহরের বাসিন্দারা বিদ্যুৎ সংযোগ থেকে বঞ্চিত।
জানা যায়, নলছিটি উপজেলার পৌর এলাকার নাঙ্গুলী গ্রামে বসবাসরত বেশ কয়েকটি পরিবার বিদ্যুৎ সংযোগের আওতার বাইরে রয়েছেন।
স্থানীয় বাসিন্দা রুবেল হাওলাদার জানান, আমাদের এখানে ২০ টির মতো পরিবার বিদ্যুৎ সংযোগ নিতে পারছেন না। এর কারণ হিসেবে তিনি বলেন, বিদ্যুতের যে খুঁটি বসানো হয়েছে তার থেকে এসব বসত ঘরের দূরত্ব অনেক বেশি। যার কারণে তাঁরা আবেদন করলেও সংযোগ পাচ্ছেন না। যদিও উচিত ছিল এসব জায়গায় আরও বিদ্যুতের খুঁটি স্থাপন করা। তাই অনেকে বাধ্য হয়ে সাইড কালেকশন ব্যবহার করেছেন। যদিও এটা বেআইনি কাজ কিন্তু যারা করছেন একান্ত বাধ্য হয়েই এভাবে সংযোগ নিয়েছেন। তবে ২০টি পরিবার এখনো অন্ধকারেই আছেন, তাঁরা কোন ভাবেই বিদ্যুৎ সংযোগ পাচ্ছেন না।
আরেক বাসিন্দা নাসির উদ্দীন বলেন, যখন ঠিকাদারের লোকজন বিদ্যুতের খুঁটি স্থাপন করেন তখন তাদের বলেছিলাম যে আমাদের যাদের বসতঘর দূরে তাদের জন্য আরও খুঁটির ব্যবস্থা করতে ৷ তখন তারা বলেছিল ছোট খুঁটি আসলে দেওয়া হবে। এরপর আর তাঁরা কাজে আসেননি আর। আমাদের খুঁটিরও কোন ব্যবস্থা হয়নি। আমরা পৌরসভার বাসিন্দা হয়েও বিদ্যুৎ সংযোগ পাচ্ছি না। আমরা যত দ্রুত সম্ভব এ সমস্যার সমাধান চাই।
এ ব্যাপারে নলছিটি উপজেলা আবাসিক প্রকৌশলী ফিরোজ হোসেন সন্নামত জানান, ঠিকাদারি প্রতিষ্ঠানকে এ ব্যাপারে অনেকবার বলা হলেও তাঁরা বিষয়টি গুরুত্ব দেয়নি। ২০১৮ সালে যে ড্রয়িং অনুমোদন দেওয়া হয়েছে সেখানে ওই সব বাড়িতে খুঁটি স্থাপনের কথা বলা হয়েছে। এখন ঠিকাদার প্রতিষ্ঠান যদি নিয়মানুযায়ী কাজ না করে সেটা দুঃখজনক। তিনি এসব পরিবারের বিদ্যুৎ বঞ্চিত হওয়ার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানের অব্যবস্থাপনা ও খামখেয়ালিপনাকে দায়ী করেন।
এ ব্যাপারে জানতে চাইলে ঠিকাদার প্রতিষ্ঠানের পক্ষে মো. জসিম উদ্দিন বলেন, চলতি বছরের এপ্রিলে আমাদের কাজ শেষ করার কথা ছিল কিন্তু পর্যাপ্ত খুঁটি বরাদ্দ না থাকায় কাজ শেষ করতে পারছি না।

নলছিটি পৌরসভায় ২০টি পরিবার বিদ্যুৎ সেবা থেকে বঞ্চিত রয়েছেন। বর্তমান সরকারের সময়ে শতভাগ মানুষের জন্য বিদ্যুৎ সেবা নিশ্চিতের কথা বলা হলেও পৌর শহরের বাসিন্দারা বিদ্যুৎ সংযোগ থেকে বঞ্চিত।
জানা যায়, নলছিটি উপজেলার পৌর এলাকার নাঙ্গুলী গ্রামে বসবাসরত বেশ কয়েকটি পরিবার বিদ্যুৎ সংযোগের আওতার বাইরে রয়েছেন।
স্থানীয় বাসিন্দা রুবেল হাওলাদার জানান, আমাদের এখানে ২০ টির মতো পরিবার বিদ্যুৎ সংযোগ নিতে পারছেন না। এর কারণ হিসেবে তিনি বলেন, বিদ্যুতের যে খুঁটি বসানো হয়েছে তার থেকে এসব বসত ঘরের দূরত্ব অনেক বেশি। যার কারণে তাঁরা আবেদন করলেও সংযোগ পাচ্ছেন না। যদিও উচিত ছিল এসব জায়গায় আরও বিদ্যুতের খুঁটি স্থাপন করা। তাই অনেকে বাধ্য হয়ে সাইড কালেকশন ব্যবহার করেছেন। যদিও এটা বেআইনি কাজ কিন্তু যারা করছেন একান্ত বাধ্য হয়েই এভাবে সংযোগ নিয়েছেন। তবে ২০টি পরিবার এখনো অন্ধকারেই আছেন, তাঁরা কোন ভাবেই বিদ্যুৎ সংযোগ পাচ্ছেন না।
আরেক বাসিন্দা নাসির উদ্দীন বলেন, যখন ঠিকাদারের লোকজন বিদ্যুতের খুঁটি স্থাপন করেন তখন তাদের বলেছিলাম যে আমাদের যাদের বসতঘর দূরে তাদের জন্য আরও খুঁটির ব্যবস্থা করতে ৷ তখন তারা বলেছিল ছোট খুঁটি আসলে দেওয়া হবে। এরপর আর তাঁরা কাজে আসেননি আর। আমাদের খুঁটিরও কোন ব্যবস্থা হয়নি। আমরা পৌরসভার বাসিন্দা হয়েও বিদ্যুৎ সংযোগ পাচ্ছি না। আমরা যত দ্রুত সম্ভব এ সমস্যার সমাধান চাই।
এ ব্যাপারে নলছিটি উপজেলা আবাসিক প্রকৌশলী ফিরোজ হোসেন সন্নামত জানান, ঠিকাদারি প্রতিষ্ঠানকে এ ব্যাপারে অনেকবার বলা হলেও তাঁরা বিষয়টি গুরুত্ব দেয়নি। ২০১৮ সালে যে ড্রয়িং অনুমোদন দেওয়া হয়েছে সেখানে ওই সব বাড়িতে খুঁটি স্থাপনের কথা বলা হয়েছে। এখন ঠিকাদার প্রতিষ্ঠান যদি নিয়মানুযায়ী কাজ না করে সেটা দুঃখজনক। তিনি এসব পরিবারের বিদ্যুৎ বঞ্চিত হওয়ার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানের অব্যবস্থাপনা ও খামখেয়ালিপনাকে দায়ী করেন।
এ ব্যাপারে জানতে চাইলে ঠিকাদার প্রতিষ্ঠানের পক্ষে মো. জসিম উদ্দিন বলেন, চলতি বছরের এপ্রিলে আমাদের কাজ শেষ করার কথা ছিল কিন্তু পর্যাপ্ত খুঁটি বরাদ্দ না থাকায় কাজ শেষ করতে পারছি না।

অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবীন সৈনিকদের শপথবাক্য পাঠ করাবেন এবং কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করবেন।
৪০ মিনিট আগে
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি হিফজ মাদ্রাসার টয়লেট থেকে হাবিবউল্লাহ (১২) নামের এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কালিয়াকৈর বাইপাস এলাকায় আল আবরার ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। হাবিবউল্লাহ যশোরের কেশবপুর উপজেলার
২ ঘণ্টা আগে
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদ নির্বাচনের তফসিল আবারও স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত ১০টায় প্রধান নির্বাচন কমিশনার (ভারপ্রাপ্ত) সহযোগী অধ্যাপক মো. মাসুদ রানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
২ ঘণ্টা আগে
যশোর সরকারি এমএম কলেজের শহীদ আসাদ হলে ঢুকে রবিউল ইসলাম (২১) নামে অনার্স দ্বিতীয় বর্ষের এক ছাত্রকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে হলের ২০৮ নম্বর কক্ষে এই ঘটনা ঘটে। আহত রবিউল ইসলাম ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাঁদপাড়া গ্রামের আব্দুল মালেকের
২ ঘণ্টা আগে