প্রতিনিধি, নলছিটি (ঝালকাঠি)

নলছিটি পৌরসভায় ২০টি পরিবার বিদ্যুৎ সেবা থেকে বঞ্চিত রয়েছেন। বর্তমান সরকারের সময়ে শতভাগ মানুষের জন্য বিদ্যুৎ সেবা নিশ্চিতের কথা বলা হলেও পৌর শহরের বাসিন্দারা বিদ্যুৎ সংযোগ থেকে বঞ্চিত।
জানা যায়, নলছিটি উপজেলার পৌর এলাকার নাঙ্গুলী গ্রামে বসবাসরত বেশ কয়েকটি পরিবার বিদ্যুৎ সংযোগের আওতার বাইরে রয়েছেন।
স্থানীয় বাসিন্দা রুবেল হাওলাদার জানান, আমাদের এখানে ২০ টির মতো পরিবার বিদ্যুৎ সংযোগ নিতে পারছেন না। এর কারণ হিসেবে তিনি বলেন, বিদ্যুতের যে খুঁটি বসানো হয়েছে তার থেকে এসব বসত ঘরের দূরত্ব অনেক বেশি। যার কারণে তাঁরা আবেদন করলেও সংযোগ পাচ্ছেন না। যদিও উচিত ছিল এসব জায়গায় আরও বিদ্যুতের খুঁটি স্থাপন করা। তাই অনেকে বাধ্য হয়ে সাইড কালেকশন ব্যবহার করেছেন। যদিও এটা বেআইনি কাজ কিন্তু যারা করছেন একান্ত বাধ্য হয়েই এভাবে সংযোগ নিয়েছেন। তবে ২০টি পরিবার এখনো অন্ধকারেই আছেন, তাঁরা কোন ভাবেই বিদ্যুৎ সংযোগ পাচ্ছেন না।
আরেক বাসিন্দা নাসির উদ্দীন বলেন, যখন ঠিকাদারের লোকজন বিদ্যুতের খুঁটি স্থাপন করেন তখন তাদের বলেছিলাম যে আমাদের যাদের বসতঘর দূরে তাদের জন্য আরও খুঁটির ব্যবস্থা করতে ৷ তখন তারা বলেছিল ছোট খুঁটি আসলে দেওয়া হবে। এরপর আর তাঁরা কাজে আসেননি আর। আমাদের খুঁটিরও কোন ব্যবস্থা হয়নি। আমরা পৌরসভার বাসিন্দা হয়েও বিদ্যুৎ সংযোগ পাচ্ছি না। আমরা যত দ্রুত সম্ভব এ সমস্যার সমাধান চাই।
এ ব্যাপারে নলছিটি উপজেলা আবাসিক প্রকৌশলী ফিরোজ হোসেন সন্নামত জানান, ঠিকাদারি প্রতিষ্ঠানকে এ ব্যাপারে অনেকবার বলা হলেও তাঁরা বিষয়টি গুরুত্ব দেয়নি। ২০১৮ সালে যে ড্রয়িং অনুমোদন দেওয়া হয়েছে সেখানে ওই সব বাড়িতে খুঁটি স্থাপনের কথা বলা হয়েছে। এখন ঠিকাদার প্রতিষ্ঠান যদি নিয়মানুযায়ী কাজ না করে সেটা দুঃখজনক। তিনি এসব পরিবারের বিদ্যুৎ বঞ্চিত হওয়ার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানের অব্যবস্থাপনা ও খামখেয়ালিপনাকে দায়ী করেন।
এ ব্যাপারে জানতে চাইলে ঠিকাদার প্রতিষ্ঠানের পক্ষে মো. জসিম উদ্দিন বলেন, চলতি বছরের এপ্রিলে আমাদের কাজ শেষ করার কথা ছিল কিন্তু পর্যাপ্ত খুঁটি বরাদ্দ না থাকায় কাজ শেষ করতে পারছি না।

নলছিটি পৌরসভায় ২০টি পরিবার বিদ্যুৎ সেবা থেকে বঞ্চিত রয়েছেন। বর্তমান সরকারের সময়ে শতভাগ মানুষের জন্য বিদ্যুৎ সেবা নিশ্চিতের কথা বলা হলেও পৌর শহরের বাসিন্দারা বিদ্যুৎ সংযোগ থেকে বঞ্চিত।
জানা যায়, নলছিটি উপজেলার পৌর এলাকার নাঙ্গুলী গ্রামে বসবাসরত বেশ কয়েকটি পরিবার বিদ্যুৎ সংযোগের আওতার বাইরে রয়েছেন।
স্থানীয় বাসিন্দা রুবেল হাওলাদার জানান, আমাদের এখানে ২০ টির মতো পরিবার বিদ্যুৎ সংযোগ নিতে পারছেন না। এর কারণ হিসেবে তিনি বলেন, বিদ্যুতের যে খুঁটি বসানো হয়েছে তার থেকে এসব বসত ঘরের দূরত্ব অনেক বেশি। যার কারণে তাঁরা আবেদন করলেও সংযোগ পাচ্ছেন না। যদিও উচিত ছিল এসব জায়গায় আরও বিদ্যুতের খুঁটি স্থাপন করা। তাই অনেকে বাধ্য হয়ে সাইড কালেকশন ব্যবহার করেছেন। যদিও এটা বেআইনি কাজ কিন্তু যারা করছেন একান্ত বাধ্য হয়েই এভাবে সংযোগ নিয়েছেন। তবে ২০টি পরিবার এখনো অন্ধকারেই আছেন, তাঁরা কোন ভাবেই বিদ্যুৎ সংযোগ পাচ্ছেন না।
আরেক বাসিন্দা নাসির উদ্দীন বলেন, যখন ঠিকাদারের লোকজন বিদ্যুতের খুঁটি স্থাপন করেন তখন তাদের বলেছিলাম যে আমাদের যাদের বসতঘর দূরে তাদের জন্য আরও খুঁটির ব্যবস্থা করতে ৷ তখন তারা বলেছিল ছোট খুঁটি আসলে দেওয়া হবে। এরপর আর তাঁরা কাজে আসেননি আর। আমাদের খুঁটিরও কোন ব্যবস্থা হয়নি। আমরা পৌরসভার বাসিন্দা হয়েও বিদ্যুৎ সংযোগ পাচ্ছি না। আমরা যত দ্রুত সম্ভব এ সমস্যার সমাধান চাই।
এ ব্যাপারে নলছিটি উপজেলা আবাসিক প্রকৌশলী ফিরোজ হোসেন সন্নামত জানান, ঠিকাদারি প্রতিষ্ঠানকে এ ব্যাপারে অনেকবার বলা হলেও তাঁরা বিষয়টি গুরুত্ব দেয়নি। ২০১৮ সালে যে ড্রয়িং অনুমোদন দেওয়া হয়েছে সেখানে ওই সব বাড়িতে খুঁটি স্থাপনের কথা বলা হয়েছে। এখন ঠিকাদার প্রতিষ্ঠান যদি নিয়মানুযায়ী কাজ না করে সেটা দুঃখজনক। তিনি এসব পরিবারের বিদ্যুৎ বঞ্চিত হওয়ার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানের অব্যবস্থাপনা ও খামখেয়ালিপনাকে দায়ী করেন।
এ ব্যাপারে জানতে চাইলে ঠিকাদার প্রতিষ্ঠানের পক্ষে মো. জসিম উদ্দিন বলেন, চলতি বছরের এপ্রিলে আমাদের কাজ শেষ করার কথা ছিল কিন্তু পর্যাপ্ত খুঁটি বরাদ্দ না থাকায় কাজ শেষ করতে পারছি না।

মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস একটি অটোরিকশাকে চাপা দিয়ে খাদে পড়ে যায়। এতে সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের ঘটকচর এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
২০ মিনিট আগে
একের পর এক বিতর্ক পিছু ছাড়ছে না রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের। এবার বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে এক শিক্ষকের টাঙানো ব্যানার খুলে নিজের ফেসবুকে ভিডিও পোস্ট করেন রাকসুর এই নেতা।
১ ঘণ্টা আগে
রংপুরের বদরগঞ্জে তিন দিন আগে উদ্ধার হওয়া বস্তাবন্দী নারীর লাশের পরিচয় মিলেছে। নিহত নারীর নাম মোছা. রিয়া। তিনি একজন পোশাককর্মী বলে জানিয়েছে তাঁর পরিবার। আজ রোববার দুপুরে পুলিশ তাঁর পরিবারের কাছে লাশ হস্তান্তর করেছে।
২ ঘণ্টা আগে
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এতে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী নিয়োগে জালিয়াতি অভিযোগের সত্যতা পেয়েছে সংস্থাটি।
২ ঘণ্টা আগে